

সন্ত্রাস বিরোধী অপারেশনে নেমে গত ১৬ ডিসেম্বর জম্মুর উধমপুরে গুলির লড়াই চলাকালীন শহীদ হন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসার আমজাদ আলি খান। এই ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে এক কোলের শিশুকে কফিনে থাকা মৃতদেহের কাছে গিয়ে ‘পাপা-পাপা’ বলতে শোনা যাচ্ছে।
ভিডিওটি পোস্ট করে নানা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, এই শিশুটি শহীদ আমজাদ আলি খানের একরত্তি কন্যা। ক্যাপশনে লেখা হয়েছে, “উধমপুরে এনকাউন্টারে শহীদ জম্মু কাশ্মীর পুলিশের কর্মী শহীদ আমজাদ আলি খান পাঠানের নিথর দেহের সামনে বাবার নাম ধরে আকুল ডাক একরত্তি কন্যার।”

রিপাবলিক টিভি, নিউজ নেশনের মতো একাধিক সংবাদ মাধ্যমও নিজেদের প্রতিবেদনে এই শিশুটির ভিডিও ব্যবহার করে একই দাবি করেছে।
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ভারতের নয়। এটি সিরিয়ার। আইএস (ইসলামিক স্টেটের) হামলায় প্রাণ হারানো এক সিরিয়ান সেনার মৃতদেহের সামনে তার শিশুকন্যাকে এখানে দেখা যাচ্ছে।
সত্য উদঘাটন
ভাইরাল ভিডিও থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তা গুগল লেন্সের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল-এস্তিকলালের এক্স হ্যান্ডেলে পাওয়া যায়। গত ১৭ ডিসেম্বর এই ভিডিওটি উক্ত সংবাদ মাধ্যমের হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল।
An emotional moment in Syria: a young girl bids farewell to her father, killed in an ISIS attack in Maaret al-Numan, south of Idlib.#Syria #Idlib pic.twitter.com/l4jgKeIA78
— Al-Estiklal English (@alestiklalen) December 17, 2025
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “সিরিয়ার একটি আবেগঘন মুহূর্ত: ইদলিবের দক্ষিণে মারেত আল-নুমানে আইএসআইএসের হামলায় নিহত তার বাবার প্রতি বিদায় জানাচ্ছে এক শিশুকন্যা।”
১৭ ডিসেম্বর এই একই ভিডিও পোস্ট করেছিলেন সিরিয়ান সাংবাদিক ফারিদ আল মাহলুল। তিনি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “দু’দিন আগে ইদলিবের দক্ষিণে মাররাত আল-নুমান শহরে নৃশংসভাবে নিহত হওয়ার পর এক সিরিয়ান শিশু তার বাবাকে বিদায় জানাচ্ছে, তার ছোট্ট হৃদয় অসহনীয় ক্ষতির ভারে ভারাক্রান্ত। একটি হৃদয়বিদারক মুহূর্ত যা ক্ষতির নিষ্ঠুরতাকে ধারণ করে - এবং দেখায় কীভাবে এই ধরনের শোক শৈশবকে সময়ের আগেই কেড়ে নেয়।”
A Syrian child bids farewell to her father, her small heart burdened by an unbearable loss, after he was treacherously killed in the city of Maarrat al-Numan, south of Idlib, two days ago.
— Fared Al Mahlool | فريد المحلول (@FARED_ALHOR) December 16, 2025
A heartbreaking moment that captures the cruelty of loss—and how tragedy steals childhood… pic.twitter.com/lZpIV2Q6VP
উপরিউক্ত তথ্যগুলি থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটির সঙ্গে ভারতে হওয়া কোনও ঘটনার কোনও সম্পর্ক নেই। জম্মু-কাশ্মীর পুলিশের সরকারি এক্স হ্যান্ডেলেও এই ভিডিও সম্পর্কিত কোনও তথ্য পাওয়া যায়নি।
এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে সিরিয়ান নিউজ এজেন্সি সানা এবং এনপিএ সিরিয়ার মতো সংবাদ সংস্থার রিপোর্ট পাওয়া যায় যা গত ১৪ এবং ১৫ ডিসেম্বর প্রকাশ পেয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, মাররাত আল-নুমানে নজরদারী চলাকালীন আইএস হামলায় স্বরাষ্ট্রমন্ত্রকের চার সেনা শহীদ হয় এবং একজন আহত হয়।
ফলে সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে সিরিয়ার একটি হৃদয়বিদারক ঘটনার ভিডিওকে বর্তমানে জম্মু-কাশ্মীরের ঘটনা দাবি করে বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের উধমপুরে শহীদ পুলিশ সদস্য আমজাদ আলি খানের শিশুকন্যা কীভাবে তার পিতাকে বিদায় জানাচ্ছে।
এই ভিডিওটি সিরিয়ার। যেখানে আইএস (ইসলামিক স্টেট)-এর হামলায় শহীদ এক সেনা সদস্যকে বিদায় জানায় তাঁর শিশুকন্যা।