ফ্যাক্ট চেক: জম্মু-কাশ্মীরে শহীদ পুলিশকর্মীর সন্তান দাবিতে ছড়াল সিরিয়ার একরত্তির ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ভারতের নয়। এটি সিরিয়ার।  আইএস (ইসলামিক স্টেটের) হামলায় প্রাণ হারানো এক সিরিয়ান সেনার মৃতদেহের সামনে তার শিশুকন্যাকে এখানে দেখা যাচ্ছে।

Advertisement
ফ্যাক্ট চেক: জম্মু-কাশ্মীরে শহীদ পুলিশকর্মীর সন্তান দাবিতে ছড়াল সিরিয়ার একরত্তির ভিডিও

সন্ত্রাস বিরোধী অপারেশনে নেমে গত ১৬ ডিসেম্বর জম্মুর উধমপুরে গুলির লড়াই চলাকালীন শহীদ হন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসার আমজাদ আলি খান। এই ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে এক কোলের শিশুকে কফিনে থাকা মৃতদেহের কাছে গিয়ে ‘পাপা-পাপা’ বলতে শোনা যাচ্ছে।

ভিডিওটি পোস্ট করে নানা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, এই শিশুটি শহীদ আমজাদ আলি খানের একরত্তি কন্যা। ক্যাপশনে লেখা হয়েছে, “উধমপুরে এনকাউন্টারে শহীদ জম্মু কাশ্মীর পুলিশের কর্মী শহীদ আমজাদ আলি খান পাঠানের নিথর দেহের সামনে বাবার নাম ধরে আকুল ডাক একরত্তি কন্যার।”

রিপাবলিক টিভি, নিউজ নেশনের মতো একাধিক সংবাদ মাধ্যমও নিজেদের প্রতিবেদনে এই শিশুটির ভিডিও ব্যবহার করে একই দাবি করেছে।

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ভারতের নয়। এটি সিরিয়ার।  আইএস (ইসলামিক স্টেটের) হামলায় প্রাণ হারানো এক সিরিয়ান সেনার মৃতদেহের সামনে তার শিশুকন্যাকে এখানে দেখা যাচ্ছে।

সত্য উদঘাটন

ভাইরাল ভিডিও থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তা গুগল লেন্সের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল-এস্তিকলালের এক্স হ্যান্ডেলে পাওয়া যায়। গত ১৭ ডিসেম্বর এই ভিডিওটি উক্ত সংবাদ মাধ্যমের হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “সিরিয়ার একটি আবেগঘন মুহূর্ত: ইদলিবের দক্ষিণে মারেত আল-নুমানে আইএসআইএসের হামলায় নিহত তার বাবার প্রতি বিদায় জানাচ্ছে এক শিশুকন্যা।”

১৭ ডিসেম্বর এই একই ভিডিও পোস্ট করেছিলেন সিরিয়ান সাংবাদিক ফারিদ আল মাহলুল। তিনি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “দু’দিন আগে ইদলিবের দক্ষিণে মাররাত আল-নুমান শহরে নৃশংসভাবে নিহত হওয়ার পর এক সিরিয়ান শিশু তার বাবাকে বিদায় জানাচ্ছে, তার ছোট্ট হৃদয় অসহনীয় ক্ষতির ভারে ভারাক্রান্ত। একটি হৃদয়বিদারক মুহূর্ত যা ক্ষতির নিষ্ঠুরতাকে ধারণ করে - এবং দেখায় কীভাবে এই ধরনের শোক শৈশবকে সময়ের আগেই কেড়ে নেয়।”

Advertisement

উপরিউক্ত তথ্যগুলি থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটির সঙ্গে ভারতে হওয়া কোনও ঘটনার কোনও সম্পর্ক নেই। জম্মু-কাশ্মীর পুলিশের সরকারি এক্স হ্যান্ডেলেও এই ভিডিও সম্পর্কিত কোনও তথ্য পাওয়া যায়নি।

এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে সিরিয়ান নিউজ এজেন্সি সানা এবং এনপিএ সিরিয়ার মতো সংবাদ সংস্থার রিপোর্ট পাওয়া যায় যা গত ১৪ এবং ১৫ ডিসেম্বর প্রকাশ পেয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, মাররাত আল-নুমানে নজরদারী চলাকালীন আইএস হামলায় স্বরাষ্ট্রমন্ত্রকের চার সেনা শহীদ হয় এবং একজন আহত হয়।

ফলে সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে সিরিয়ার একটি হৃদয়বিদারক ঘটনার ভিডিওকে বর্তমানে জম্মু-কাশ্মীরের ঘটনা দাবি করে বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের উধমপুরে শহীদ পুলিশ সদস্য আমজাদ আলি খানের শিশুকন্যা কীভাবে তার পিতাকে বিদায় জানাচ্ছে।

ফলাফল

এই ভিডিওটি সিরিয়ার। যেখানে আইএস (ইসলামিক স্টেট)-এর হামলায় শহীদ এক সেনা সদস্যকে বিদায় জানায় তাঁর শিশুকন্যা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement