ফ্যাক্ট চেক: ভ্লাদিমির পুতিনকে ভারতীয় বায়ুসেনার এসকর্টের দাবিতে ২০১৭ সালের ভিডিও ভাইরাল

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে পুতিনের ভারত সফরের কোনও সম্পর্ক নেই। ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের যখন পুতিন সিরিয়া সফর করেছিলেন।

Advertisement
ফ্যাক্ট চেক: ভ্লাদিমির পুতিনকে ভারতীয় বায়ুসেনার এসকর্টের দাবিতে ২০১৭ সালের ভিডিও ভাইরাল

ভারত সফরে বৃহস্পতিবারই রাজধানী দিল্লিতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এই সফরকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যার মধ্যে একটি ভিডিওতে পুতিনকে নিজের বিমানের ভেতর বসে থাকতে দেখ যাচ্ছে। সেই সময় বিমানের জানলা দিয়ে দেখা যাচ্ছে যে কতগুলি যুদ্ধবিমান পুতিনের বিমানকে এসকর্ট করে করে বা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।

ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে, পুতিন ভারতে আসার আগে ভারতীয় বায়ুসেনা ঠিক এভাবেই তাঁকে এসকর্ট করে নিয়ে এসেছে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অনেকেই লিখেছেন, “ভারতে পৌঁছানোর সময় যুদ্ধবিমান তার বিমানকে পাহারা দিয়ে নিয়ে যেতে দেখে পুতিনের প্রতিক্রিয়া।”

একই ধরনের দাবিতে আরও অনেকে ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন।

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে পুতিনের ভারত সফরের কোনও সম্পর্ক নেই। ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের যখন পুতিন সিরিয়া সফর করেছিলেন।

সত্য উদঘাটন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও-র বর্ধিত অংশ স্ক্যান নিউজ নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায় যা ২০১৭ সালের ১২ ডিসেম্বর পোস্ট করা হয়েছিল।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “ভিডিও: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সিরিয়ায় তাকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া যুদ্ধবিমান দেখছেন। ভ্লাদিমির পুতিন যখন পশ্চিম সিরিয়ার খমেইমিম বিমান ঘাঁটিতে অঘোষিত সফরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিলেন - সিরিয়ায় তাঁর প্রথম সফর - তখন Su-35 যুদ্ধবিমানের একটি এসকর্ট তাকে স্বাগত জানায় এবং তার Il-96 এর ভেতর থেকে আরও ভালোভাবে দেখার জন্য তার ঘাড় বাঁকিয়ে দেয়। গত দুই বছর ধরে সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের কেন্দ্রস্থল ছিল এই ঘাঁটি।”

এই ক্যাপশন এবং ভিডিও পোস্ট হওয়ার তারিখ থেকেই অনুমান করা যায় এই ভিডিওটি প্রায় ৮ বছর আগেকার বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত নয়।

Advertisement

এই বিষয়ে আরও কিওয়ার্ড সার্চ হলে ইউরো নিউজ ইংলিশের ফেসবুক পেজে ওই একই ভিডিও পাওয়া যায় যা ২০১৭ সালের ১৩ ডিসেম্বর পোস্ট করে লেখা হয়, রাশিয়ান যুদ্ধবিমানের পাহারার মধ্যে দিয়ে পুতিন সিরিয়া গিয়ে পৌঁছন।  

ক্রেমলিনের সরকারি ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অষোঘিত একটি সিরিয়া সফর করেছিলেন। সেই সময় প্রকাশিত ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ান বাহিনীর মিশন সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করে তিনি এই সফর করেন। সফরকালে খমেইমিম বিমানঘাঁটিতে অবস্থিত রাশিয়ান বিমান বাহিনীর সৈন্যদের উদ্দেশ্যে পুতিন বলেন, "বন্ধুরা, মাতৃভূমি তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা জয় নিয়ে বাড়ি ফিরছো।"

ভারতে আসার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোনও যুদ্ধবিমান দ্বারা এসকর্ট করে আনা হয়েছিল কিনা জানতে কিওয়ার্ড সার্চ করা হলে এমন কোনও বিশ্বাসযোগ্য রিপোর্ট পাওয়া যায়নি। ফলে সবমিলিয়ে বলাই যায় যে ২০১৭ সালের একটি ভিডিওতে বর্তমানে পুতিনের ভারত সফরের প্রেক্ষাপটে শেয়ার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতে সফরে আসার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কীভাবে এসকর্ট করে আনছে ভারতীয় বায়ুসেনা।

ফলাফল

ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের ডিসেম্বর মাসের যে সময় ভ্লাদিমির পুতিন অঘোষিত সফরে সিরিয়া গিয়েছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement