ফ্যাক্ট চেক: সারসের মুখে চাঁদ! ভাইরাল ছবিটি সম্পাদিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি সারস পাখির ছবি। ছবিটি এমনভাবে তোলা হয়েছে যে সেটি দেখলে মনে হবে, সারসটি মুখে চাঁদ নিয়ে বাসায় নামছে।

Advertisement
ফ্যাক্ট চেক: সারসের মুখে চাঁদ! ভাইরাল ছবিটি সম্পাদিত

কোনও সুন্দর দৃশ্যকে ক্যামেরা বন্দি করা ফটোগ্রাফারদের কাছে এক প্রকার নেশার মত। আর তা যদি হয় কোনও প্রাকৃতিক দৃশ্যের তাহলে তো আর কোনও কথায় নেই। বিশেষ করে এই সব ছবির মধ্যমে ফুটে ওঠে সূর্যোদয়, সূর্যাস্ত, পশু কিংবা পাখি প্রভৃতি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি। ছবিটি এমনভাবে তোলা হয়েছে সেটি দেখে মনে, একটি সারস পাখি তার মুখে চাঁদ নিয়ে বাসায় নামছে। অন্যদিকে অপর একটি সারস আগে থেকেই বাসার উপরে বসে আছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এই সুন্দর দৃশ্যটি কোন এক বিদেশি ফটোগ্রাফার ক্যামেরা বন্দি করেছেন।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে লিখেছেন, “একজন ইংলিশ ফটোগ্রাফারের তোলা বিখ্যাত ছবি। এমন মুহুর্ত, এমন ছবি জীবনে একবার ই আসে।” (ক্যাপশনের সব বানান অপরিবর্তিত।) এমনই একটি পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে সারসের মুখে চাঁদের দৃশ্যটি আসলে তিনটি পৃথক ছবির সম্পাদিত রূপ। 

কীভাবে জানা গেল সত্য?

ভাইরাল ছবিটির সত্যতা জানতে আমরা প্রথমে একাধিক কিওয়ার্ড ও ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। তখন আমরা নেচার পিকচার লাইব্রেরি নামক একটি ফটোগ্রাফি ওয়েবসাইটে ফ্রিল্যান্স ফটোগ্রাফার নিক আপটনের তোলা এই সংক্রান্ত মূল ছবিটি খুঁজে পাই। আমরা লক্ষ্য করি মূল ছবিটি দিনের আলোয় তোলা এবং সেখানে কোনও চাঁদের অস্তিত্ব নেই।

ছবিটির ক্যাপশন থেকে আমরা জানতে পারি, সেটি ২০১৯ সালের এপ্রিল মাসে দক্ষিণ-পুর্ব যুক্তরাজ্যের নেপ এস্টেটে তোলা হয়েছিল। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, সাদা রঙের পুরুষ সারস পাখিটি বাসা তৈরির উপকরণ নিয়ে ওক গাছে তৈরি নিজেদের বাসায় নামছে। 

আমরা আমাদের সার্চে এই একই ছবি ২০১৯ সালের ২২ মে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনেও দেখতে পাই। সেখানেও এই ছবিটিকে নিক অপটনের তোলা বলে উল্লেখ করা হয়েছে। নেচার পিকচার লাইব্রেরি বা দ্য গার্ডিয়ানে প্রাপ্ত নিক আপটনের ছবিটি ভালো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, সেখানে একটি উড়ন্ত সাদা সারস এবং খড়কুটো দিয়ে বানানো বাসায় আরেকটি সারস বসে আছে।

Advertisement

এরপর আমরা ভাইরাল ছবিটিকে নিয়ে নিক অপটনের তোলা ছবির সঙ্গে তুলনা করি। তখন এটা স্পষ্ট হয়ে যায় যে, উভয় ছবিতে থাকা উড়ন্ত সাদা সারসটি একই। কারণ আমরা লক্ষ্য ভাইরাল ছবির সারসটির ডানা ঝাপটানো, চঞ্চুর অবস্থান সবকিছুই নিকের ছবির সারসের সঙ্হে হুবহু মিলে যাচ্ছে। তবে আমরা এটা লক্ষ্য করি যে ভাইারল ছবিতে বাসার উপরে বসে থাকা সারসটি নিকের ছবিতে নেই। বরং নিকের ছবিতে বাসায় অন্য একটি সারস বসে আছে।

এর থেকে স্পষ্ট হয়ে যায় যে সারসের মুখে চাঁদের ছবিটি তিনটি পৃথক ছবির সম্পাদিত রূপ। নিকের তোলা ছবিটি এডিট করে সেখানে চাঁদ এবং অপর একটি সারস পাখির ছবি বসানো হয়েছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

সারসের মুখে চাঁদের দৃশ্যটি তুলেছেন একজন ব্রিটিশ ফটোগ্রাফার। 

ফলাফল

সারসের মুখে চাঁদের দৃশ্যটি আসলে তিনটি পৃথক ছবির সম্পাদিত রূপ। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement