
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে কোনও একটি স্থানে বহু সংখ্যক মানুষকে হাতে পাত্র নিয়ে ত্রাণের খাবার নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি পাকিস্তানের ঘটনা এবং এতে দেশটির দারিদ্রতার দৃশ্য ফুটে উঠেছে। পাশাপাশি, আগামী দিন বাংলাদেশেরও এই একই পরিণতি হবে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে সেটির ফ্রেমের উপরে লিখেছেন, “পাকিস্তান মতো হবে। বাংলাদেশ।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি পাকিস্তানের নয় বরং সেটি প্যালেস্তাইনের গাজায় তোলা হয়েছিল। গাজা-ভিত্তিক ফটো সাংবাদিক আনাস আহমেদ গত ১৩ মার্চ ভিডিওটি প্রথম তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছিলেন।
কীভাবে জানা গেল সত্য?
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ১৩ মার্চ তুরস্কের সরকারি নিউজ চ্যানেল TRT Haber-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে ভিডিওটি পোস্ট করে তুর্কি ভাষায় লেখা হয়েছে, গাজায় গণহত্যাকারী ইজরায়েল সাহায্য প্রবাহ বন্ধ করে দেওয়ায় সেখানকার জনগণ ক্ষুধার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে।
আমরা আমাদের সার্চে চলতি বছরের ১৩ মার্চ গাজা ভিত্তিক ফটো সাংবাদিক আনাস আহমেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও এই একই ভিডিও খুঁজে পাই। ভিডিওটি গাজার বর্তমান দৃশ্য বলে উল্লেখ করে আনাস লিখেছেন, আবার গাজা উপত্যকায় খাবার ও পানীয় প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে সাধারণ মানুষের জীবন পুনরায় দুর্বিসহ ও কঠিন হয়ে পড়েছে। এরপর ভিডিওটি সম্পর্কে জানতে আমরা আনাস আহমেদের সঙ্গে যোগাযোগ করি। তিনিও আমাদের জানান, ভিডিওটি পাকিস্তানের নয় বরং গাজায় তোলা হয়েছিল।
View this post on InstagramAdvertisement
এর থেকে স্পষ্ট হয়ে যায় যে, প্যালেস্তাইনের গাজার ভিডিও পাকিস্তানের দারিদ্রতার দৃশ্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।
ভিডিওটিতে পাকিস্তানের বর্তমান দারিদ্রতার দৃশ্য ফুটে উঠেছে। আগামী দিন বাংলাদেশেরও এই একই পরিণতি হবে।
ভিডিওটি পাকিস্তানের নয় বরং সেটি প্যালেস্তাইনের গাজায় তোলা হয়েছিল।