ফ্যাক্ট চেক: অযোধ্যায় বাবরি মসজিদ তৈরির দৃশ্য দাবিতে ছড়াল উত্তরাখণ্ডের ভিডিও

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি অযোধ্যায় সুপ্রিম কোর্টের দেওয়া জমিতে বাবরি মসজিদ তৈরির দৃশ্য নয়। বরং এটি উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার সুলতানপুরে নির্মিয়মান জামা মসজিদের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: অযোধ্যায় বাবরি মসজিদ তৈরির দৃশ্য দাবিতে ছড়াল উত্তরাখণ্ডের ভিডিও

অযোধ্যায় রাম মন্দির তৈরির পক্ষে রায় দেওয়ার সময় মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের পর ইতিমধ্যে তৈরি হয়ে গেছে রাম মন্দির। অন্যদিকে সুপ্রিম রায়ের মান্যতা দিয়ে উত্তরপ্রদেশ সরকারের দেওয়া পাঁচ একর জমি গ্রহণ করেছে সুন্নি ওয়াকফ বোর্ড। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এই সংক্রান্ত একটি ভিডিও। যেখানে একটি লম্বা মিনার-সহ বিশাল আকারের পাঁচতলা একটি মসজিদের নির্মাণকাজ দেখা যাচ্ছে। 

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, অবশেষে অযোধ্যায় সুপ্রিম কোর্টের দেওয়া জমিতে তৈরি হচ্ছে বাবরি মসজিদ। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে এর ফ্রেমের উপরে লিখেছেন, “মাশাআল্লাহ অবশেষে অযোধ্যাতে মসজিদের কাজ শুরু হয়ে গেল।” পাশাপাশি, ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “বাবরি আসছে ।” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি অযোধ্যায় সুপ্রিম কোর্টের দেওয়া জমিতে বাবরি মসজিদ তৈরির দৃশ্য নয়। বরং এটি উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার সুলতানপুরে নির্মীয়মাণ জামা মসজিদের দৃশ্য।

সত্য উন্মোচন হলো যেভাবে

প্রথমত, ভাইরাল দাবিটি সন্দেহজনক। কারণ অযোধ্যায় সুপ্রিম কোর্টের দেওয়া ৫ একর জমিতে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হত। কিন্তু আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। তাই এরপর ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ১০ জানুয়ারি একটি থ্রেডস হ্যান্ডেলে (এক্স বা টুইটারের ন্যায় মেটা তথা ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যম) এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে সেটিকে সুলতানপুরে নির্মিয়মান জামা মসজিদ বলে উল্লেখ করা হয়েছে। 

Advertisement

View on Threads

অন্যদিকে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি একটি ইউটিউব চ্যানেলেও এই একই ভিডিও পাওয়া যায়। সেখানে এই একই তথ্য-সহ ভিডিওটি শেয়ার করা হয়েছে। অর্থাৎ ভিডিটিকে সুলতানপুরে নির্মিয়মান জামা মসজিদের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে এবং সেটি উত্তরাখণ্ডে অবস্থিত বলে জানানো হয়েছে। এরপর ইউটিউব চ্যানেলটি ভালো করে পর্যবেক্ষণ করলে আমরা সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই একই মসজিদের একাধিক ভিডিও দেখতে পাই। প্রতিটি ভিডিওকেই সুলতানপুরে নির্মিয়মান জামা মসজিদের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৫ সালের ৩০ জুলাই জি নিউজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সুলতানপুরে নির্মিয়মান জামা মসজিদ সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেই প্রতিবেদনে ব্যবহৃত মসজিদের ভিডিওর সঙ্গে আমরা ভাইরাল ভিডিওর এবং উপরে উক্ত ইউটিউব চ্যানেলে প্রাপ্ত সুলতানপুর জামা মসজিদের সঙ্গে হুবহু মিল খুঁজে পাই।প্রতিবেদন থেকে জানা যায়, সরকারি অনুমতি ছাড়াই উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার সুলতানপুরে গ্রামে ২৫০ ফুট লম্বা মিনার-সহ রাজ্যের বৃহত্তম মসজিদ নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই মসজিদের জমি এবং নির্মাণ সংক্রান্ত নথিপত্র তদন্তের নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি। এরপর, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে মসজিদটির নির্মাণকাজ বন্ধ করে দেন জেলাশাসক ময়ূর দীক্ষিত।

এরপর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে আমরা আজ তকের হরিদ্বার জেলা সাংবাদিক চাঁদনী কুরেশির সঙ্গে যোগাযোগ করি। ভাইরাল ভিডিওটি দেখে তিনি আমাদের নিশ্চিত করেন যে সেটি হরিদ্বার জেলার সুলতানপুরে নির্মীয়মাণ জামা মসজিদের দৃশ্য। পাশাপাশি, তিনি আরও জানান, “মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির নির্দেশে জেলাশাসক ময়ূর দীক্ষিত মসজিদটির নির্মাণকাজ সাময়ীকভাবে বন্ধ করে দিয়েছিলেন। তবে সব তথ্য যাচাই করার পর ফের অনুমতি দেওয়ায় পুনরায় কাজ শুরু হয়েছে।” 

অন্যদিকে অযোধ্যায় সুপ্রিম কোর্টের দেওয়া জমিতে বাবরি মসজিদ তৈরি হচ্ছে কিনা সে বিষয়ে জানতে আমরা আজ তকের অযোধ্যা জেলা সাংবাদিক মায়াঙ্ক শুক্লার সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণের জন্য সুপ্রিম কোর্টের তরফে দেওয়া ৫ একর জমি এখনও খালি অবস্থায় পড়ে রয়েছে। সেখানে মসজিদ নির্মাণের কোনও কাজ এখনও শুরু হয়নি। এমনকি মসজিদের কোনও প্ল্যানই এখনও পর্যন্ত তৈরি বা পাশ হয়নি।”

এর থেকে প্রমাণ হয় যে, অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণের দৃশ্য দাবিতে শেয়ার করা হচ্ছে উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার সুলতানপুরে নির্মীয়মাণ জামা মসজিদের দৃশ্য।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, অবশেষে অযোধ্যায় সুপ্রিম কোর্টের দেওয়া জমিতে তৈরি হচ্ছে বাবরি মসজিদ।

ফলাফল

ভিডিওটি অযোধ্যায় সুপ্রিম কোর্টের দেওয়া জমিতে বাবরি মসজিদ তৈরির দৃশ্য নয়। বরং এটি উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার সুলতানপুরে নির্মীয়মাণ জামা মসজিদের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement