

গত সোমবার সকালে মুম্বাইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। পরিবারের সদস্যদের মুম্বাইয়ের ভিলে পার্লেতে অবস্থিত পবন হংস শ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। তাঁকে শেষ বিদায় জানাতে এবং শেষকৃত্যে অংশ নিতে শ্মশানে পৌঁছেছিলেন বলিউডের একাধিক বড় তারকা। আর এই সার্বিক পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি শেষকৃত্য তথা সৎকারের ভিডিও।
যেখানে শ্মশানে চিতার ওপরে কোনও একজনের দেহ রেখে শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে চিতার চার পাশ ঘিরে রেখেছেন হাজার হাজার মানুষ। তাঁদের মধ্যে অনেকেই ভেঙে পড়েছেন কান্নায়। সরাসরি উল্লেখ না করা হলেও ভিডিও-র ফ্রেমের উপরে অভিনেতা ধর্মেন্দ্রর একটি ছবি যুক্ত করে দাবি করা হয়েছে, সেটি কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর শেষকৃত্যের দৃশ্য। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বিদায় নিলাম আজ আমি।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর সৎকারের দৃশ্য নয়। বরং সেটি চলতি বছরের ২৩ সেপ্টেম্বর গুয়াহাটি সংলগ্ন কামারকুচি এনসি গ্রামে বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের শেষকৃত্যের দৃশ্য।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। যা থেকে স্পষ্ট হয়ে যায় যে ভিডিওটির সঙ্গে লিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু কিংবা শেষকৃত্যের কোনও সম্পর্ক নেই। কারণ, ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন গত ২৪ নভেম্বর। অন্যদিকে ভাইরাল ভিডিওটি তারও প্রায় দু’মাস আগে থেকেই ইন্টারনেটে রয়েছে।
সেপ্টেম্বর মাসের ২৩ ও ২৪ তারিখ ভাইরাল ভিডিওটি শেয়ার করে একাধিক ব্যক্তি সেটিকে বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের শেষকৃত্যের দৃশ্য বলে উল্লেখ করেছেন। এমনকি গত ২৩ সেপ্টেম্বর অসমের রাজধানী গুয়াহাটি ভিত্তিক সংবাদমাধ্যম ‘Guwahati City.com’এর অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকেও এই একই দাবি-সহ ভিডিওটি শেয়ার করা হয়।
Singing 'Mayabini' fans honour Zubeen Da's final wish as singer is cremated with full state honours🙏
— Guwahati City.com (@guwahaticity) September 23, 2025
Clip by @dipankarbrh#zubeen #zubeen_da❤️ #zubeengargmusic❤️👀🎧 #zubeengarg pic.twitter.com/rYU7y4mTuy
এরপর এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর CNN-News18-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে জুবিন গর্গের শেষকৃত্যের একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিও-র সঙ্গে ভাইরাল ভিডিও-র একাধিক ফ্রেমের দৃশ্যের এবং স্থানের হুবহু মিল পাওয়া যায়। এমনকি ভাইরাল ভিডিওতে কেন্দ্রীয় সংখ্যালঘু এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেখা যায়। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং ভিডিও থেকে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর অসমের রাজধানী গুয়াহাটি সংলগ্ন কামারকুচি এনসি গ্রামে জুবিন গর্গের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন কিরণ রিজিজু। তাঁর পাশাপাশি এই শেষকৃত্যে উপস্থিত ছিলেন জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গর্গ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এখানে উল্লেখ্য, সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। সেখানেই চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। যদিও গায়কের মৃত্যুর সঠিক কারণ ঘিরে দানা বাঁধে একাধিক রহস্য। তবে সম্প্রতি গত ২৫ নভেম্বর অসমের বিধানসভায় জুবিন গর্গকে 'খুন' করা হয়েছে বলে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এর থেকে প্রমাণ হয় যে, বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর সৎকারের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে সঙ্গীত শিল্পী জুবিন গর্গের শেষকৃত্যের ভিডিও।

ভিডিওতে কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর শেষকৃত্যের দৃশ্য দেখা যাচ্ছে।
ভিডিওটি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর সৎকারের দৃশ্যের নয়। বরং সেটি চলতি বছরের ২৩ সেপ্টেম্বর গুয়াহাটি সংলগ্ন কামারকুচি এনসি গ্রামে বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের শেষকৃত্যের দৃশ্য।