ফ্যাক্ট চেক: বিজেপি শাসিত অসমের বেহাল রাস্তা দাবিতে ছড়াল AI নির্মিত ছবি

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, যদিও এটা ঠিক যে অসমের বেশকিছু জেলার রাস্তার অবস্থা খুবই বেহাল। তবে ভাইরাল ছবিটি অসমের কোনও রাস্তার নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

Advertisement
ফ্যাক্ট চেক: বিজেপি শাসিত অসমের বেহাল রাস্তা দাবিতে ছড়াল AI নির্মিত ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যেখানে একাধিক গর্তে ভরা পিচের রাস্তা দিয়ে কেয়েকটি গাড়ি, বাইক ও সাইকেল চালাচল করতে দেখা যাচ্ছে। পাশাপাশি, রাস্তাটির বাম পাশে লাগানো সাইন বোর্ডে লেখা আছে, ‘লালা থেকে হাইলাকান্দি।’   ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি হিমন্ত বিশ্ব শর্মা তথা বিজেপি শাসিত অসমের লালা থেকে হাইলাকান্দি যাওয়ার বেহাল রাস্তার দৃশ্য।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিটি শেয়ার করে লিখেছেন, “রাস্তাটা বাংলার নয় অসমের,ভুল করবেন না যেন!” অন্যদিকে এই ছবির কমেন্ট সেকশনে একজন লিখেছেন, “এটাই হল মোদীরজীর ডবল ইঞ্জিনের সাফল্য আচ্ছে দিন।” একই পোস্ট অপর একজন মন্তব্য করেছেন, “ডাবল ইঞ্জিন সরকার l তার উপর হিমন্ত বিশ্বশর্মা, ডাকাত l” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, যদিও এটা ঠিক যে অসমের বেশকিছু জেলার রাস্তার অবস্থা খুবই বেহাল। তবে ভাইরাল ছবিটি অসম বা পৃথিবীর অন্য কোনও রাস্তার নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

সত্য উন্মোচন হলো যেভাবে

প্রথমত, ভাইরাল ছবিটি পর্যবেক্ষণ করার সময় আমরা লক্ষ্য করি এর কমেন্ট সেকশনে অনেকে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন। পাশাপাশি, আমরা ছবিটির বাম পাশের নীচের দিকে গুগলের জেনারেটিভ এআই (AI) অ্যাসিস্ট্যান্ট জেমিনাইয়ের একটি লোগো দেখতে পাই। এখানে উল্লেখ্য, জেমিনাই হলো গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই (AI) অ্যাসিস্ট্যান্ট। যেটি চ্যাট জিপিটি বা অন্যান্য এআই (AI) অ্যাসিস্ট্যান্টের মতোই, বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন তথ্য প্রদান করে থাকে, তেমনই এটি ছবি কিংবা ভিডিও তৈরি করতেও সক্ষম।

উক্ত তথ্যের উপরে ভিত্তি করে এরপর আমরা বিষয়টি সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত হতে ভাইরাল ছবিটিকে নিয়ে Hive Moderation এবং Decopy AI নামক দুটি এআই যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা করি। ছবিটিকে নিয়ে নীচে উভয় এআই যাচাইকারী ওয়েবসাইটের পর্যবেক্ষণ বা ফলাফল দেখা যাবে।

Advertisement

Hive Moderation: ওয়েবসাইটি ৯৯.৯ শতাংশ নিশ্চিতভাবে জানিয়েছে যে ভাইরাল ছবিটি  কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

Decopy AI: Hive Moderation-এর মতোই Decopy AI-এর পর্যবেক্ষণেও ছবিটি নিয়ে এই একই তথ্য উঠে এসেছে। এই ওয়েবসাইটিও ৯৯.৯৮ শতাংশ নিশ্চিতভাবে জানিয়েছে যে ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি। 

যদিও এখানে একটি বিষয় উল্লেখ্য যে, আমরা আমাদের পর্যবেক্ষণের সময় লক্ষ্য করি যে অসমের একাধিক জেলার রাস্তার অবস্থা খুবই বেহাল। এমনই এইসব রাস্তা সংস্কারের দাবিতে সাধারণ মানুষকে বিক্ষোভ প্রদর্শন করতেও দেখা গেছে। তবে কেবলমাত্র অসম নয়, আমাদের পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গের একাধিক প্রান্তে রাস্তার বেহাল দশার খবরও পাওয়া গেছে।

এর থেকে প্রমাণ হয় যে, অসমের বেহাল রাস্তার দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হচ্ছে এআই দ্বারা তৈরি ছবি।

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ছবিতে দেখা যাচ্ছে, হিমন্ত বিশ্ব শর্মা তথা বিজেপি শাসিত অসমের লালা থেকে হাইলাকান্দি যাওয়ার বেহাল রাস্তার দৃশ্য।

ফলাফল

যদিও এটা ঠিক যে অসমের বেশকিছু জেলার রাস্তার অবস্থা খুবই বেহাল। তবে ভাইরাল ছবিটি অসমের নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement