

উত্তর প্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষদিন সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত বুধবার বিধানসভায় ভাষণ দেওয়ার সময় বিরোধী দলের নেতাদের তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, বিরোধীরা বাংলাদেশে একজন দলিত যুবককে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মতো ঘটনায় নীরব। অথচ, তাঁরা গাজার ঘটনায় নিজেদের চোখের জল ফেলেন। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও।
যেখানে বিধানসভায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া হামলার ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের উপর আক্রমণ করার কথা বলছেন। আর সেটা না পারলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের উপরে হামলা না করতে পারলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য ভা*র*তের উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদের বিধানসভায় বলেন,,,, প্রধানমন্ত্রী মোদীজী আপনি যদি বাংলাদেশের উপর আক্রমণ করতে না পারেন তাহলে প্রধান মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন।” (সব বানান অপরিবর্তিত)

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, মূল ভিডিওতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করেননি। বরং ভাইরাল ভিডিওতে তাঁর কণ্ঠস্বর এইআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিকৃত করা হয়েছে।
সত্য উন্মোচন
প্রথমত, ভাইরাল ভিডিওটি সন্দেহজনক। করাণ ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে যোগী আদিত্যনাথের ভয়েসের সঙ্গে লিপ সিঙ্কের অসঙ্গতি লক্ষ্য করা যায়। পাশাপাশি, যোগী আদিত্যনাথের মতো একজন প্রভাশালী বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তাঁরই দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানালে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়।
তবে এরপর ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন চলতি বছরের ২৫ ডিসেম্বর ANI Bharat-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিও-র মূল এবং পূর্ণাঙ্গ সংস্করণটি পাওয়া যায়। উত্তরপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাষণের সেই ভিডিওতে তাঁকে বাংলাদেশে হিন্দুদের উপরে হওয়া অত্যাচার প্রসঙ্গে বিরোধীদের চুপ থাকা নিয়ে আক্রমণ করতে শোনা যায়। তবে সেই পুরো ভাষণের কোথাও যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করতে শোনা যায়নি।
যা থেকে সন্দেহ তৈরি হয় যে ভাইরাল ভিডিওটির মধ্যে কোনও অসঙ্গতি থাকতেও পারে। কিংবা ভিডিওতে যোগী আদিত্যনাথের কণ্ঠস্বর এইআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিকৃত করা হতেও। তাই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে এরপর আমরা ভাইরাল ভিডিও থেকে যোগী আদিত্যনাথের কণ্ঠস্বরের অডিও ক্লিপটি নিয়ে TruthScan এবং DEEPFAKE-O-METER নামক দুটি এআই যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা করি। ওয়েবসাইট দুটিই নিশ্চিতভাবে জানিয়েছে যে ভাইরাল ভিডিওতে ব্যবহৃত যোগী আদিত্যনাথের কণ্ঠস্বরটি ফেক অর্থাৎ সেটি এইআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিকৃত করা হয়েছে।

এর থেকে প্রমাণ হয় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবিতে ভাইরাল যোগী আদিত্যনাথের ভিডিও-র অডিও ক্লিপটি এইআই নির্মিত।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাংলাদেশের উপরে হামলা না করতে পারলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মূল ভিডিওতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করেননি। বরং ভাইরাল ভিডিওতে তাঁর কণ্ঠস্বর এইআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিকৃত করা হয়েছে।