scorecardresearch
 

ফ্যাক্ট চেক: আমেরিকার রাস্তায় বেহালা শিল্পীর 'তেরি মিট্টি' গানের সুর বাজানোর ভিডিওটি ভুয়ো

একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে আমেরিকার রাস্তায় নাকি ক্যারোলিনা বেহালায় 'তেরি মিট্টি' গানের সুর তুলেছেন।

Advertisement
cover cover


বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এক বিদেশী কিশোরীর বেহালা বাজানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। সেই ভিডিওতে ওই কিশোরীকে কোনও বিদেশের রাস্তায় বেহালা নিয়ে একটি গানের সুর বাজাতে শোনা যাচ্ছে যা বিপুল পরিমাণে শেয়ার করা হচ্ছে। নেটিজেনজের একাংশের দাবি, ক্যারোলিনা প্রোটসেনকো নামের ওই কিশোরী নাকি অক্ষয় কুমার অভিনীত বলিউড ছবি কেশরী-র তেরি মিট্টি গানটি বাজাচ্ছেন যা তুমুল জনপ্রিয়। 

ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, "কী দারুণ বাজলো ❤️😍 Teri mitti song violin Cover by karolina."

একই ভিডিওটি শেয়ার করে ইংরেজিতেও লেখা হয়েছে যে ক্যারোলিনা ওই গানটি আমেরিকার কোনও রাস্তায় বাজিয়েছেন। 

ভাইরাল ভিডিওটির আর্কাইভ এখানেএখানে দেখা যাবে। 

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে পেয়েছে যে ভাইরাল ভিডিওটির দাবি বিভ্রান্তিকর। আসল ভিডিওতে বেহালা বাদক ক্যারোলিনা তেরি মিট্টি গানটি বাজাননি। বরং তিনি টাইটানিক ছবির অন্য একটি গান বাজিয়েছিলেন। 

আফয়া তদন্ত 

কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা জানতে পারি যে ক্যারোলিনা প্রোটসেনকো একজন বেহালা বাদক যিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ফেসবুকে তাঁর প্রায় ১ কোটি, ও ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১০ লক্ষ ফলোয়ার্স রয়েছে। 'ক্যারোলিনা প্রোটসেনকো ভায়োলিন' নামে তাঁর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে তিনি নিজের ভিডিওগুলি আপলোড করেন। 

এই ইউটিউবে চ্যানেলের ভিডিওগুলিতে আমরা তাঁর ভাইরাল ভিডিওটি খোঁজার চেষ্টা করি। কিন্তু কোথাও তাঁকে কেশরী ছবির এই গানটি বাজাতে দেখা যায়নি। তখন ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে আমরা তার রিভার্স সার্চ করি। সার্চের ফলে আমরা ওই একই ভিডিওটি ক্যারোলিনার ইউটিউব চ্যানেলে খুঁজে পাই। 

Advertisement

যদিও আসল ভিডিওতে ক্যারোলিনাকে কোনও বলিউড গানের সুর বাজাতে শোনা যায়নি। বরং টাইটানিক ছবির "মাই হার্ট উইল গো অন" গানটি বাজাতে দেখা যাচ্ছিল। এই ভিডিওটি দেখলে পরিষ্কার হয়ে যায় যে ভাইরাল ভিডিওটিতে কারসাজি করা হয়েছে। আসল ভিডিও-র অডিওটি এডিটিং-এর মাধ্যমে বদলে দেওয়া হয়েছে। 

এ বার আমরা খোঁজার চেষ্টা করি যে অডিওটি কোথা থেকে কেটে বসানো হয়েছে। বেশ কিছু কিওয়ার্ড সার্চ করার পর আমরা অন্য এক বেহালা বাদকের ভিডিও খুঁজে পাই যেখানে তিনি তেরি মিট্টি গানটি বেহালায় বাজিয়েছিলেন। 

এই ভিডিওটি দেখলে পরিষ্কার হয়ে যাবে যে এখান থেকে অডিওটি তুলে নিয়ে ক্যারোলিনার ভিডিওতে বসানো হয়েছে। 

সুতরাং, এই ভিডিওটি যে বিভ্রান্তিকর ভাবে প্রচার করা হচ্ছে তা এর থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। 

ফ্যাক্ট চেক

social media page

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে বেহালা শিল্পী ক্যারোলিনা আমেরিকার রাস্তায় কেশরী ছবির তেরি মিট্টি গানের সুর বাজাচ্ছেন।

ফলাফল

ভাইরাল ভিডিওটি কারসাজি করা হয়েছে। আসল ভিডিওটিতে তিনি টাইটানিক ছবির একটি গানের সুর বাজিয়েছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
social media page
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement