ফ্যাক্ট চেক: আমির খান মুত্তাকির প্রথম সাংবাদিক বৈঠক নারী বর্জিতই ছিল, ভিডিওটি দ্বিতীয় বৈঠকের

আজ তক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে আফগান বিদেশমন্ত্রীর প্রথম সাংবাদিক বৈঠক মহিলা সাংবাদিক বর্জিতই ছিল। ভাইরাল ভিডিওটি দ্বিতীয় সাংবাদিক বৈঠকের, যেখানে মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে সামনের সারিতে বসার জায়গা দেওয়া হয়েছিল।

Advertisement
ফ্যাক্ট চেক: আমির খান মুত্তাকির প্রথম সাংবাদিক বৈঠক নারী বর্জিতই ছিল, ভিডিওটি দ্বিতীয় বৈঠকের

সম্প্রতি ভারত সফরে এসেছেন আফগানিস্তানের তালিবানি সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তাঁর এই সফরের মাঝে বির্তক ঝড় বয়ে গিয়েছিল একটি সাংবাদিক বৈঠক নিয়ে। যেখানে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি বলে নানা সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পায়।

এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে মুত্তাকি একটি সাংবাদিক বৈঠক করছেন এবং তাঁকে এক মহিলা সাংবাদিক আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রশ্ন করছেন। ভিডিওটি পোস্ট করে বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করছেন যে, সংবাদ মাধ্যমে যে খবর ছড়িয়েছিল তা সত্যি নয়।

ভিডিওতে থাকা ক্যাপশনে লেখা হয়েছে, "এদেশের মিডিয়া কত বড় মিথ্যাবাদী তা আবারও প্রমাণিত হলো। মহিলা সাংবাদিকদের নাকি প্রবেশ নিষেধ ছিল। এ নিয়ে তোলপাড় চলছে। তাহলে এটা কী?"

কমেন্টে অনেকেই এমন মন্তব্য করেছেন যা থেকে প্রতীয়মান হয় যে তাঁরা এই দাবি বিশ্বাস করছেন।

আজ তক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে আফগান বিদেশমন্ত্রীর প্রথম সাংবাদিক বৈঠক মহিলা সাংবাদিক বর্জিতই ছিল। ভাইরাল ভিডিওটি দ্বিতীয় সাংবাদিক বৈঠকের, যেখানে মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে সামনের সারিতে বসার জায়গা দেওয়া হয়েছিল।

আসলে কী ঘটেছিল

প্রথমত, দিল্লির আফগান দূতাবাসে হওয়া আমির খান মুত্তাকির প্রথম সাংবাদিক বৈঠকে যে মহিলা সাংবাদিকদের উপস্থিতি ছিল না, সেই বিষয়ে খবর শুধু ভারতীয় মিডিয়ায় নয় বরং বিবিসি-র মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খবর প্রকাশ পেয়েছিল।

সেই বিতর্কিত সাংবাদিক বৈঠকের ছবি প্রকাশ করা হয়েছিল খোদ তালিবান বিদেশমন্ত্রকের জনসংযোগ আধিকারিক হাফিজ জিয়া আহমেদের এক্স হ্যান্ডেলে (আর্কাইভ)। গত ১০ অক্টোবর পোস্ট করা এই ছবিগুলোতে স্পষ্টই দেখা যাবে, সাংবাদিক বৈঠকে কোনও মহিলা সাংবাদিক বা চিত্র সাংবাদিকের উপস্থিতি নেই।

প্রথমদিনের সাংবাদিক বৈঠকে নারী সাংবাদিকদের অনুপস্থিতি নিয়ে খোদ তালিবানের বিদেশমন্ত্রী মুত্তাকিও মুখ খুলেছিলেন। তিনি বলেন যে বিষয়টি ‘অনিচ্ছাকৃত’ হয়েছে। সেই সঙ্গে প্রযুক্তিগত সমস্যার কথাও তিনি তুলে ধরেন। তাঁর বক্তব্যের ভিডিও নিচে দেখা যাবে। পাশাপাশি এই নিয়ে একটি রিপোর্টও এখানে পড়া যাবে।

Advertisement

প্রথম সাংবাদিক বৈঠক নিয়ে সমালোচনার জল ঘোলা হতে শুরু করলে গত রবিবার, অর্থাৎ ১২ অক্টোবর একটি দ্বিতীয় সাংবাদিক বৈঠক ডাকা হয় আফগান বিদেশমন্ত্রীর তরফে। যেখানে মহিলা সাংবাদিকদের সবার আগে বসার জায়গা দেওয়া হয়। এই সাংবাদিক বৈঠকের ছবিও হাফিজ জিয়া আহমেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল।

এই সাংবাদিক বৈঠকে আফগান বিদেশমন্ত্রীকে সেই দেশে নারী অধিকারের মতো বিষয়ক প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই বিষয়ে ইউকে ইন্ডিপেন্ডেন্টের একটি রিপোর্ট এখানে পড়া যাবে। দ্বিতীয় সাংবাদিক বৈঠকের যে অংশটি ভাইরাল হয়েছে, সেই অংশ-সহ বৈঠকের অন্যান্য কিছু ক্লিপ রাজস্থান পত্রিকার ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া ভিডিওতে দেখা যাবে। 

প্রথম সাংবাদিক বৈঠক মহিলা সাংবাদিক বর্জিত হওয়ার পর বিতর্ক শুরু হলে একটি ছবি ছড়িয়ে এই দাবি খন্ডন করার চেষ্টা করা হয়। তবে সেই ছবিটি অন্য একটি অনুষ্ঠানের ছিল। আজ তকের এই সংক্রান্ত ফ্যাক্ট চেক রিপোর্ট এখানে পড়া যাবে।   

অর্থাৎ বুঝতে বাকি থাকে না যে ভাইরাল হওয়া ভিডিওটি ছিল দ্বিতীয় সাংবাদিক বৈঠকের। প্রথম সাংবাদিক বৈঠকে বাস্তবেই কোনও নারী সাংবাদিকের উপস্থিতি ছিল না।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, আফগানিস্তানের তালিবানি বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হলেও এই নিয়ে মিথ্যাচার করা হয়েছে।

ফলাফল

ভাইরাল ভিডিওটি ১২ অক্টোবরের, যে বৈঠকে নারী সাংবাদিকদের প্রথমেই আসন দেওয়া হয়। ১০ অক্টোবরের প্রথম সাংবাদিক বৈঠক নারী বর্জিতই ছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement