
তীব্র আন্দোলনের জেরে সোমবার দুপুরে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি আকাশপথে দেশ থেকে পলায়ন করেন তিনি। বাংলাদেশী সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, প্রথমে হেলিকপ্টরে করে আগরতলা ও পরে বাংলাদেশ বায়ুসেনার একটি বিমানে সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছন তাঁরা।
আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বায়ুসেনার একটি বিমানের ছবি বেশ ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের চলমান পরিস্থিতির উপরে নজর রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার এই বিশেষ বিমানটি ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবস্থান করছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী এই ভাইরাল বিমানের ছবিটি শেয়ার করে লিখেছেন, “হঠাৎ ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বিমান তেজগাঁও বিমান ঘাঁটিতে অবস্থান করছে..!!” (ক্যাপশনের সব বানান অপরিবর্তিত।) একই দাবি-সহ আরও পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। এমনই একটি পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, বাংলাদেশের তেজগাঁও বিমানবন্দরে নয়। ভারতীয় বায়ুসেনার ভাইরাল বিমানের ছবিটি ২০২১ সালের মে মাসে রাঁচির বিরসা মুন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা।
কীভাবে জানা গেল সত্য?
ভাইরাল ছবির সত্যতা জানতে আমরা প্রথমে সেটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। তখন আমরা ২০২১ সালের ১১ মে ভাইরাল ছবিটি-সহ দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন দেখতে পাই। সেখানে থেকে আমরা জানতে পারি, ছবিটি রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে তোলা অক্সিজেন ট্যাংকার বাহক ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানের।
সেই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, “করোনার সময় ভারতের বিভিন্ন রাজ্যের রোগীদের পর্যাপ্ত অক্সিজেন চাহিদা মেটানোর জন্য এইরকম মোট ১০০টি বিমানে করে ১৩৯টি খালি অক্সিজেন ট্যাংকার ঝাড়খণ্ডের রাঁচিতে আনা হয়। এরপর টাটা স্টিল ও বোকারো স্টিল প্ল্যান্ট থেকে ট্যাংকারগুলিতে তরল অক্সিজেন ভরে সড়ক অথবা রেলপথ দিয়ে প্রয়োজনীয় রাজ্যগুলিতে পাঠানো হয়। ২০২১ সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এই দুই স্টিল প্ল্যান্টের যৌথ প্রচেষ্টায় মোট ৮ হাজার মেট্রিক টন অক্সিজেন দেশের বিভিন্ন প্রান্তে সরবরহ করা হয়।”
এরপর একই তথ্য-সহ ২০২১ সালের ১২ মে India.com-এ আমরা অপর একটি প্রতিবেদন খুঁজে পাই। ভারতীয় বায়ুসেনার ভাইরাল বিমানের ছবি-সহ সেখানেও লেখা হয়েছে, “কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য ভারতীয় বায়ুসেনার অক্সিজেন সিলিন্ডার বহনকারী একটি বিমান ২০২১ সালের ১০ রাঁচির বিরসা মুন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।”
এর থেকে প্রমাণ হয় যে বাংলাদেশের তেজগাঁও বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান দাবি করে ভাইরাল ছবিটি আসলে ঝাড়খন্ডের রাঁচির বিরসা মুন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা। এই ছবির সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতির কোনও সম্পর্ক নেই।
ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশের তেজগাঁও বিমানবন্দরে অবস্থানরত ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান।
ভাইরাল ছবিটি আসলে ২০২১ সালের মে মাসে ঝাড়খন্ডের রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে তোলা ভারতীয় বায়ুসেনার অক্সিজেন ট্যাংকারবাহী একটি বিমানের।