
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরামবাগ টিভি নামের একটি ওয়েব চ্যানেলের একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে একটি প্রতিবেদনের মাধ্যমে অন্য একটি ভিডিয়ো দেখানো হচ্ছে, যেখানে এক ব্যক্তিকে কোনও একজন মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।
ভিডিওটি ব্যবহার করে আরামবাগ টিভির সঞ্চালক সফিকুল ইসলাম একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেই প্রতিবেদনে তিনি বিতর্কের কেন্দ্রে থাকা ওই ভিডিওর ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে পাওয়া বলে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কোনও এক প্রভাবশালী নেতা বলে দাবি করেছেন।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "নেতার আপত্তি কর ভিডিও ভাইরাল। দেখুন তো চিনতে পারেন কিনা।"
সঞ্চালক সফিকুল ইসলামকে এই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, "সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে ভদ্রলোক চেয়ারে বসে রয়েছেন তিনি পূর্ব বর্ধমানের একজন নেতা। তিনি একটি দলের মুখপাত্র এবং জেলারও একটি বড় পদে রয়েছেন। তিনি চেয়ারে বসে এক মহিলার সঙ্গে এই আপত্তিকর আচরণ করছেন। আমি জানতে পারলাম তিনি পূর্ব বর্ধমানের এক নেতা। কিন্তু নামটা আমি বলতে পারব না। কারণ আমি নিশ্চিত নই। দেখুন আপনার চিনতে পারছেন কিনা।"
কেউ যদি চিনতে পারেন, তবে তাঁদের কমেন্ট বক্সে নাম লেখার আহবানও করেছেন সফিকুল।
আরামবাগ টিভি প্ল্যাস ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া আসল ভিডিয়োটি নীচে দেখা যাবে।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গের তো নয়ই, এমনকি ভারতেরও নয়। বরং বাংলাদেশের, ও ২০২১ সালের।
আফয়া অনুসন্ধান
সবার প্রথম বিতর্কের কেন্দ্রে থাকা ভিডিয়োটির থেকে স্ক্রিনশট সংগ্রহ করে কিছু কিওয়ার্ডের সাহায্যে আমরা তার রিভার্স ইমেজ সার্চ করি। তখন ওই একই ধরনের দৃশ্য-সহ ছবি ব্যবহার করা হয়েছে এমন একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে।
এই প্রতিবেদনটি ছিল বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম যমুনা টিভির, যা প্রকাশিত হয়েছিল ২০২১ সালের ২০ নভেম্বর। ওই প্রতিবেদনের কভারে একই ধরনের ছবি ব্যবহার করে তার সঙ্গে শিরোনামে লেখা হয়, "উপজেলা চেয়ারম্যান ও তরুণীর অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল।"
উক্ত প্রতিবেদনটি থেকে আমরা জানতে পারি, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সঙ্গে এক তরুণীর আপত্তিকর অবস্থার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই বিষয়টি নিয়ে তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, উপজেলার চেয়ারম্যানের কাছে শিক্ষা সংক্রান্ত বিষয়ের আর্থিক অনুদানের জন্য গেলে চেয়ারম্যান আব্দুল কাদের তাকে ফাঁদে ফেলে শ্লীলতাহানী করেছেন।
এই সম্পর্কে নিশ্চিত হতে আমরা আরও কিছু কিওয়ার্ড সার্চ করি। তখন ডেইলি ইনকিলাব-সহ আরও একাধিক সংবাদ প্রতিবেদন আমাদের এই ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত করে।
এ বাদেও ওই একই ভিডিয়ো আমরা টপ এক্সক্লুসিভ নিউজ নামের একটি ভ্যারিফায়েড ইউটিউব চ্যানেলেও খুঁজে পাই যা ২০২১ সালের ২০ নভেম্বর আপলোড করা হয়েছিল।
এই ঘটনা সম্পর্কে একটি বিশদ ভিডিয়ো প্রতিবেদন যমুনা টিভির ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে।
অর্থাৎ, আমাদের অনুসন্ধান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশের পুরনো একটি ভিডিয়ো পূর্ব বর্ধমানের প্রভাবশালী নেতার নামে দাবি করে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে পূর্ব বর্ধমানের এক প্রভাবশালী নেতাকে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে যিনি একটি রাজনৈতিক দলের মুখপাত্র।
ভাইরাল ভিডিয়োটি পশ্চিমবঙ্গ বা ভারতের নয়। বরং বাংলাদেশের। এখানে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।