ফ্যাক্ট চেক: তৃণমূল আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে, স্বীকার করলেন অসীম সরকার? জানুন আসল ঘটনা

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে অসীম সরকারের ভিডিওটি সাম্প্রতিক নয়। বরং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়কার, ভিডিওটি অসম্পূর্ণ। অন্যদিকে, দিলীপ ঘোষের ভিডিও-র বক্তব্যটি ২০১৯ সালের, এক পৃথক ঘটনার প্রেক্ষিতে।

Advertisement
ফ্যাক্ট চেক: তৃণমূল আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে, স্বীকার করলেন অসীম সরকার? জানুন আসল ঘটনা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আর এক বছরও সময় বাকি নেই। এই আবহে সোশ্যাল মিডিয়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “বিজেপি ক্ষমতায় আসবে না। তৃণমূলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে।” এই অংশের পর আরেকটি ভিডিও রয়েছে, যেখানে বিজেপি নেতা দিলীপ ঘোষকে বলতে শোনা যাচ্ছে, “যদি বলে থাকেন একশো বার ঠিক বলেছেন।”

ভিডিওটি ব্যাপকভাবে পোস্ট করে আগামী বছর নির্বাচনের প্রেক্ষিতে একে সাম্প্রতিক বলে দাবি করা হচ্ছে। ক্যাপশনে লেখা হয়েছে, “বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবেনা,  আগামী পাঁচ বছরও তৃণমূল ক্ষমতায় থাকবে  বললেন বিজেপির বিধায়ক অসীম সরকার !”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে অসীম সরকারের ভিডিওটি সাম্প্রতিক নয়। বরং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়কার, ভিডিওটি অসম্পূর্ণ। অন্যদিকে, দিলীপ ঘোষের ভিডিও-র বক্তব্যটি ২০১৯ সালের, এক পৃথক ঘটনার প্রেক্ষিতে।

সত্য উন্মোচন

যেহেতু অসীম সরকারের ভিডিওটিতে নিউজ ১৮ বাংলার লোগো দেখতে পাওয়া যাচ্ছিল, তাই সংশ্লিষ্ট চ্যানেলের ইউটিউবে গিয়ে সার্চ করা হলে ওই একই ভিডিওটি পাওয়া যায়। তবে সাম্প্রতিক সময়ে নয়, ভিডিওটি আপলোড করা হয়েছিল ২০২১ সালের ২৫ অক্টোবর। অর্থাৎ, চার বছরেরও আগে। ফলে বোঝাই যায় যে মন্তব্যটি চার বছরের বেশি পুরনো।

নিউজ ১৮-র পূর্ণাঙ্গ ভিডিওটি দেখলে পরিষ্কার হয়ে যায় যে ভাইরাল ভিডিও-র অংশবিশেষ অসম্পূর্ণ এবং প্রেক্ষাপট বিহীন। ভিডিও থেকে জানা যায়, এটি ২০২১ সালের অক্টোবরে শান্তিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারপর্বের অংশ। অর্থাৎ, ভিডিওটি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মাসকয়েক পরের।

এই ভিডিওতে অসীম সরকার বলেন, “বিজেপি ক্ষমতায় আসবে না। তৃণমূলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে। এখানে কিন্তু তৃণমূল সরকারই থাকবে। কিন্তু, আপনারা যদি ভোটটা দিয়ে নিরঞ্জন বিশ্বাসকে (উপনির্বাচনে বিজেপি প্রার্থী) জয়লাভ করিয়ে দেন, তাহলে সারা বাংলায় একটা বার্তা যাবে যে শান্তিপুরবাসী সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা সন্ত্রাস চায় না, তারা শান্তি চায় বাংলায়।” এই বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যায় অসীম সরকার ‘আগামী পাঁচ বছর’ বলতে ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত বলেছিলেন।

Advertisement

ঘটনা হচ্ছে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ রায় শান্তিপুর বিধানসভা আসন থেকে জয়লাভ করেছিলেন। কিন্তু সাংসদ পদ ধরে রাখতে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং শান্তিপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জয়লাভ করেন।

এরপর দিলীপ ঘোষের বক্তব্যের আসল ভিডিওটি হলদিয়া লাইভ নামের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। এই ভিডিওটি আপলোড করা হয়েছিল ২০১৯ সালের ৫ মে, অর্থাৎ প্রায় ৬ বছরেরও বেশি সময় আগে। এই ভিডিওটির ১ মিনিট ১৫ সেকেন্ড নাগাদ সাংবাদিক দিলীপ ঘোষকে বলেন যে, ভারতীয় ঘোষ ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলকে পেটানোর হুমকি দিয়েছেন। যার উত্তরে দিলীপ বলেন, ভারতী ঘোষের যদি কেউ গাড়ি ভাঙে, রাস্তা আটকায়, আক্রমণ করে, ঢুকতে দেবে না বলে, তো তাকে কি মিষ্টি খাওয়াবেন উনি? নাকি লাঠিপেটা করবেন? যদি বলে থাকেন ১০০ বার ঠিক বলেছেন।

অর্থাৎ দুই ভিডিও থেকে স্পষ্ট হয়ে যায় যে পুরনো দুটি পৃথক ঘটনার ভিডিওকে জুড়ে সাম্প্রতিক ঘটনার দাবিতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

বিজেপি বিধায়ক অসীম সরকার বলেছেন যে আগামী ৫ বছরও তৃণমূলই ক্ষমতায় থাকবে বিজেপি ক্ষমতায় আসতে পারবেন না। দিলীপ ঘোষ এই মন্তব্যকে সমর্থন করেছেন।

ফলাফল

অসীম সরকারের মন্তব্যটি ২০২১ সালের অক্টোবর মাসের। শান্তিপুরে উপনির্বাচন প্রচারের। অন্যদিকে, দিলীপ ঘোষের মন্তব্যটি ২০১৯ সালের মে মাসের। দুটি মন্তব্যের মধ্যে কোনও সম্পর্ক নেই।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement