গণঅভ্যুত্থানের কারণে গত ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর গত ৮ আগস্ট দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনূস। তারপর থেকেই দেশটিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপরে হামলা ও তাদের প্রাকাশ্যে রাজনীতি করতে বাধা দেওয়ার একাধিক অভিযোগ সামনে এসেছে।
তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেশটির বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সংক্রান্ত বাংলাদেশি সংবাদমাধ্যম নিউজ-২৪’এর একটি ভিডিও প্রতিবেদন। যেখানে উপস্থাপককে বলতে শোনা যাচ্ছে, বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকার উত্তরায় বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। অন্যদিকে একজন সাংবাদিককে সেই সমাবেশের গ্রাউন্ড রিপোটিং করতেও দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে গতকাল অর্থাৎ ২০২৪ সালের ১০ অক্টোবর এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী নিউজ-২৪’এর ভাইরাল ভিডিও প্রতিবেদনটি শেয়ার করে লিখেছেন, “Video টা সবাই দূরত্ব শেয়ার করুন.....10.10.2024 বাংলাদেশ আওয়ামীলীগ খুব দূরত্ব এগিয়ে যাবে ইনশাল্লাহ।” (সব বানান অপরিবর্তিত।) একই দাবি-সহ আরও পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, নিউজ-২৪’এর প্রতিবেদনটি ২০২৪ সালের ১০ অক্টোবরের নয় বরং সেটি ২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার উত্তরায় আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের দৃশ্য।
কীভাবে জানা গেল সত্য?
প্রথমত, ভাইরাল ভিডিও প্রতিবেদনটি শেয়ার করে সেখানে গতকাল অর্থাৎ ২০২৪ সালের ১০ অক্টোবর তারিখটি উল্লেখ করা হয়েছে। যেটি সন্দেহজনক। কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপরে হামলার পাশাপাশি তাদের রাজনৈতিক কর্মূসূচি করতে বাধা দেওয়া হয়ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। সেখানে প্রতিবদনটি শেয়ার করে দাবি করা হচ্ছে রাজধানী ঢাকার মত জায়গায় এত বড় আকারের সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতৃত্ব। এর থেকে অনুমান করা যায় যে ভাইরাল ভিডিও প্রতিবেদনটি পুরনো হলেও হতে পারে।
তাই এবিষয়ে হতে আমরা ভাইরাল প্রতিবেদনটি থেকে একাধিট স্ক্রিনশট নিয়ে সেগুলির রিভার্স ইমেজ সার্চের পাশাপশি এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করি। তখন আমরা ২০২২ সালের ২০ নভেম্বর বাংলাদেশি সংবাদমাধ্যম নিউজ-২৪’এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে “খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের সমাবেশে মানুষের ঢল" শিরোনামে এই একই প্রতিবেদনটি খুঁজে পাই। যা থেকে স্পষ্ট হয়ে যায় ভাইরাল প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ের নয়।
এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী সার্চ কারলে ২০২২ সালের ২০ নভেম্বর অপর এক বাংলাদেশি সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, ঢাকার উত্তরায় মাসকট প্লাজার সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মূলত বিএনপি, জামায়াত ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত এই মিছিলের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এরপর পরবর্তী সার্চে ২০২২ সালের ২০ নভেম্বর আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজেও এই শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের লাইভ সম্প্রচার পাওয়া যায়। যেখানে মন্ত্রী ওবায়দুল কাদেরকে সমাবেশে বক্তৃতা ও মিছিলের নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। পাশাপাশি লাইভ সম্প্রচারের ক্যাপশনে লেখা হয়েছে, “বিএনপি, জামাত ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল। আয়োজনে: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, তারিখ: ২০ নভেম্বর ২০২২।”
এর থেকে প্রমাণ হয় যে, ২০২৪ সালের ১০ অক্টোবর ঢাকায় আয়োজিত আওয়ামী লীগের সমাবেশ দাবি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে দু’বছর আগের নিউজ-২৪’এর প্রতিবেদন।
নিউজ-২৪’এর প্রতিবেদনটিতে গত ১০ অক্টোবর ঢাকায় আয়োজিত আওয়ামী লীগের সমাবেশের দৃশ্য দেখা যাচ্ছে।
নিউজ-২৪’এর প্রতিবেদনটি ২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার উত্তরায় আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের।