ফ্যাক্ট চেক: বিহারে হিজাব পরার কারণে দুই মহিলাকে মারধর দাবিতে ছড়াল বাংলাদেশের ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি ভারতের কোনও ঘটনার নয়। বরং সেটি চলতি বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশের চট্টগ্রামের সিআরবি এলাকায় আয়োজিত বিজয় মেলার একটি সংঘর্ষের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: বিহারে হিজাব পরার কারণে দুই মহিলাকে মারধর দাবিতে ছড়াল বাংলাদেশের ভিডিও

নিয়োগপত্র হাতে তুলে দিতে গিয়ে গত ১৫ ডিসেম্বর এক মহিলা চিকিৎসকের হিজাবে টান মারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই ঘটনার জেরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয় বিহার তথা গোটা দেশের রাজনীতিতে। এমনকি কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে নীতীশের বিরুদ্ধে প্রদর্শিত হয় বিক্ষোভ। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে এক ব্যক্তিকে মহিলাদের চেয়ার দিয়ে বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে। 

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, হিজাব পরার কারণে বিহারে বিজেপি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমর্থকরা দুই মুসলিম মহিলাকে মারধর করেছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আবার বিনাকারণে বিহারে দুই মুসলিম ভদ্রমহিলাকে মার বিজেপি মুখ্যমন্ত্রী নীতিশের লোকেদের। নীতীশ কুমারের উত্তরাধিকার আরও দুই মুসলিম মহিলাকে তাদের হিজাব খুলে চেয়ার দিয়ে মারধর দেখুন।” (সব বানান অপরিবর্তিত) 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি ভারতের কোনও ঘটনার নয়। বরং সেটি চলতি বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশের চট্টগ্রামের সিআরবি এলাকায় আয়োজিত বিজয় মেলার একটি সংঘর্ষের দৃশ্য।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন চলতি বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশি সংবাদমাধ্যম Desh TV News-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিও-র শিরোনামে উল্লেখ করা হয়েছে, “চট্টগ্রামের মেলায় দুই নারীকে চেয়ার দিয়ে পেটাচ্ছেন এক যুবক।”

এরপর এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে ভাইরাল ভিডিও-র স্ক্রিনশট-সহ প্রথম আলো-সহ একাধিক বাংলাদেশি সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে চলতি বছরের ১৬ ডিসেম্বর চট্টগ্রামের সিআরবি শিরীষতলা এলাকায় তিনদিনের বিজয় মেলার আয়োজন করা হয়। সেই মেলায় খাবার পরিবেশনকে কেন্দ্র করে কয়েকটি দোকানে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এই সময় এক যুবক সেখানে উপস্থিত দুই মহিলাকে চেয়ার দিয়ে মারধর করে।  

Advertisement

এর থেকে প্রমাণ হয়, বিহারে হিজাব পরার কারণে দুই মুসলিম মহিলাকে মারধর দাবিতে শেয়ার করা হচ্ছে বাংলাদেশের অসম্পর্কিত ভিডিও।

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, হিজাব পরার কারণে বিহারে বিজেপি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমর্থকরা দুই মুসলিম মহিলাকে মারধর করেছে।

ফলাফল

ভাইরাল ভিডিওটি ভারতের কোনও ঘটনার নয়। বরং সেটি চলতি বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশের চট্টগ্রামের সিআরবি এলাকায় আয়োজিত বিজয় মেলার একটি সংঘর্ষের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement