ফ্যাক্ট চেক: গণ্ডগোলের ভিডিয়োটি বাংলাদেশের বডিবিল্ডিং প্রতিযোগিতার, ভারতের নয়

সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন যে, ঘটনাটি ভারতে ঘটেছে। ভিডিয়োটি টুইটারে শেয়ার করে একজন হিন্দিতে লিখেছেন, "যতই কৃতি আপনি হন, আপনি কোন জাতির সেটাই আপনার পরিচয়। #জয়ভীম"।

Advertisement
ফ্যাক্ট চেক: গণ্ডগোলের ভিডিয়োটি বাংলাদেশের বডিবিল্ডিং প্রতিযোগিতার, ভারতের নয়ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট

শরীরচর্চা বডি বিল্ডিং অনেকেরই শখ বা নেশা থাকে। এই নেশাকে পেশাও করেন অনেকে। দেশ তথা বিদেশেও বডি বিল্ডিংয়ের বিভিন্ন প্রতিযোগিতা হয়। এমনই এক প্রতিযোগিতার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । যাতে দেখা যাচ্ছে, হাত দেখিয়ে একজন প্রতিযোগীকে স্টেজ থেকে নেমে যেতে বলছেন এক ব্যক্তি। দেখে মনে হচ্ছে ওই ব্যক্তি, প্রতিযোগিতার সঙ্গে জড়িত কোনও কর্মকর্তা হবেন। স্টেজ থেকে নেমে ক্ষোভ প্রকাশ করেন ওই প্রতিযোগী।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন যে, ঘটনাটি ভারতে ঘটেছে। ভিডিয়োটি টুইটারে শেয়ার করে একজন হিন্দিতে লিখেছেন, "যতই কৃতি আপনি হন, আপনি কোন জাতির সেটাই আপনার পরিচয়। #জয়ভীম"।

 

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে ভারতের কোনও যোগ নেই। ভিডিয়োতে বাংলাদেশে অনুষ্ঠিত BABF National Bodybuilding Championships 2022 প্রতিযোগিতার। 

আফয়া অনুসন্ধান

ভাইরাল ভিডিয়োটির কমেন্টে অনেকেই এটাকে বাংলাদেশের বলে দাবি করেছেন। একজন টুইটার ব্যবহারকারী কমেন্টে অংশে হিন্দিতে লিখেছেন যে, টুইটটি বিভ্রান্তিকর। কারণ ভিডিয়োটি আসলে সেটি বাংলাদেশের। ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর প্রতিযোগিতাটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই বিচারকদের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন বডিবিল্ডার জাহিদ হাসান।


টুইটের সঙ্গে একটি ইউটিউব ভিডিয়োর লিঙ্কও শেয়ার করেন ওই ব্যক্তি। Syed Golam Tanveer নামের একজন বাংলাদেশি ইউটিউবারের চ্যানেনের ভিডিয়োর লিঙ্ক শেয়ার করেন তিনি। লিঙ্কটিতে ক্লিক করলে দেখা যায়, ২০২২ সালের ২৫ জানুয়ারি ভাইরাল ভিডিয়োটির মতো একই ভিডিয়ো ওই চ্যানেলে আপলোড করা হয়েছিল। 'আজীবন এর জন্য সাসপেন্ড হল ৪ বার স্বর্ণ বিজয়ী বাংলাদেশী বডি বিল্ডার'- শিরোনামে প্রকাশিত ভিডিয়োটি থেকে জানা যায় যে, BABF National Bodybuilding Championships 2022 প্রতিযোগিতায় হেরে যাওয়ার পর, ওদেশের বক্সিং ফেডারেশনের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন বডি বিল্ডার জাহিদ হাসান শুভ। প্রতিযোগিতা শেষে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

Advertisement

এরপর কিওয়ার্ড সার্চ করতেই এই  সংক্রান্ত আরও খবর নজরে পড়ে। গত ২৬ জানুয়ারি এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছিল Dhaka Tribune  ওয়েবসাইটে। সেখান দেখা যায়, ভাইরাল ভিডিয়োটির মতোই একই ভিডিয়ো নিজের ফেসবুকে পোস্ট করেছেন খোদ বাংলাদেশি বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। 'চোর ফেডারেশনের চেহারায় লাথিটা কেমন হলো..?'- শিরোনামে ২৩ ডিসেম্বর ভিডিয়োটি পোস্ট করেছিলেন তিনি। 

ওই প্রতিবেদনে থেকেই বাংলাদেশে বডি বিল্ডিং ফেডারেশনের তরফে বডিবিল্ডার জাহিদ হাসান শুভ বিরুদ্ধে জারি করা সাসপেনশন লেটারটিও পাওয়া যায়। 


 ২০২৩ সালের ৩ জানুয়ারি, Opindia ওয়েবসাইটে প্রকাশিত এই সংক্রান্ত খবরটি সঙ্গে ভিডিয়ো এবং ফেডারেশনের চিঠিটিও দেখতে পাওয়া যায়। সুতরাং এর থেকেই স্পষ্ট হওয়া যায় যে, প্রথমত ভাইরাল ভিডিয়োটি ভারতের নয়, বাংলাদেশের। দ্বিতীয়ত, এর সঙ্গে জাতপ্রথার বা ছোট জাতি হওয়ায় কাউকে অপমান করার কোনও ঘটনা জড়িত নেই। 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভারতে একজন কৃতি বডিবিল্ডারকে জাতিগত কারণে অপমান করা হচ্ছে। স্টেজ থেকে নেমে যেতে বলা হচ্ছে।

ফলাফল

ভাইরাল ভিডিয়োটি ভারতের নয়, বাংলাদেশে অনুষ্ঠিত BABF National Bodybuilding Championships 2022-এর। এছাড়া, ভিডিয়োটির সঙ্গে জাতপাতের কোনও যোগ নেই। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement