

চলতি আইসিসি মহিলা বিশ্বকাপে নিউজিল্যান্ড বাংলাদেশকে ১০০ রানে হারিয়েছে। বর্তমানে ম্যাচের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে, দুই বাংলাদেশি ব্যাটার বোরখা পরে মাঠে ব্যাট করতে নেমেছিলেন।
ভাইরাল ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে, “একজন নারীর জন্য পর্দা ততটাই গুরুত্বপূর্ণ যতটা মৃতদেহ ঢেকে রাখার জন্য কাফন প্রয়োজন। দুই বাংলাদেশি ক্রিকেটার প্রমাণ করেছেন যে, যদি তারা বোরখা পরতে চান, তাহলে তারা সর্বত্রই তা করতে পারেন। আজকের নির্লজ্জ মেয়েদের এটা শেখা উচিত।”

ইংরাজিতে একই ধরনের ক্যাপশন-সহ ছবিটি পোস্ট নানা প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে।
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি আসল কোনও ঘটনার নয়, বরং AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি করা হয়েছে।
সত্য উন্মোচন হলো যেভাবে
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি নারী ক্রিকেটাররা বোরখা পরে খেলেছে, এমন তথ্য-সহ কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন আমরা পাইনি। যদি এমনটা হত, তাহলে তা নিয়ে খবর প্রকাশ পেত। ম্যাচের হাইলাইট থেকেও একই বিষয় নিশ্চিত হয়, কারণ বাংলাদেশি ক্রিকেটারদের দলের জার্সি পরা অবস্থায় দেখা যাচ্ছে।
ছবিটির নিচে ডানদিকের কোনায় গুগল এআই টুল জেমিনির লোগোটিও দেখা যাচ্ছে, যা ইঙ্গিত করে যে ভিডিওটি হয় এই টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে, অথবা এতে কারসাজি করা হয়েছে।
আমরা ছবিটি গুগলের সিন্থআইডি ডিটেক্টরের মাধ্যমেও পরীক্ষা করি, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করা হয়েছে।

এই ছবি ভুয়ো হলেও অন্যান্য আইসিসি টুর্নামেন্টে মহিলা ক্রিকেটাররা হিজাব পরে খেলেছেন এমন নজির আছে। স্কটিশ খেলোয়াড় আবতাহা মাকসুদ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হিজাব পরে খেলেছিলেন। এই বছর অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সময় পাকিস্তানি ক্রিকেটার কুরাতুলাইন আহসেনও হিজাব দিয়ে মাথা ঢেকেছিলেন।
সবমিলিয়ে বলাই যায় যে ভাইরাল ছবিটির কোনও সত্যতা নেই এবং এটি ভুয়ো।

ছবিতে দেখা যাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় বাংলাদেশের দুই নারী ক্রিকেটার বোরখা পরেছিলেন।
এই ছবিটি এআই দ্বারা তৈরি। এমন কোনও ঘটনা বাস্তবে ঘটেনি।