scorecardresearch
 

না, ভাইরাল এই ভিডিওটির সঙ্গে বাংলাদেশি ছাত্রীর মৃত্যুর কোনও সম্পর্ক নেই

ভিডিওটি ২০১৯ সালের নিউয়র্কের ব্রুকলিনের একটি মেট্রো স্টেশনের

Advertisement
এটি কি এক বাঙ্গালদেশি মহিলাকে হত্যা করার ভিডিও? এটি কি এক বাঙ্গালদেশি মহিলাকে হত্যা করার ভিডিও?

একটি স্টেশনের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দাবি করা হচ্ছে, এই ভিডিওটি আর ছবিগুলো নিউইয়র্কের একটি মেট্রো স্টেশনের যেখানে এক বাংলাদেশি মহিলাকে হত্যা করা হয়েছে। 

এক ফেসবুক ব্যবহারকারী দুটি ছবি পোস্ট করে লিখেছেন, "নিউইয়র্কের ব্রুকলিনের বাংলাদেশী  ছাত্রী জিনাত হোসেন (২৪) সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয় দুর্বত্তরা।"

আরও এক ফেসবুক ব্যবহারকারী একই দাবি সহ একটি ভিডিও পোস্ট করেছে

একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানেএখানে

তদন্তে নেমে আমরা টাইমস হায়ার এডুকেশন -এর ওয়েবসাইটে গিয়ে বিষয়টিকে নিশ্চিত করা চেষ্টা করি।

মৃত্যার পরিচয় কী?

তদন্তে নেমে আমরা প্রথমে কিওয়ার্ড সার্চ করে খুঁজে দেখার চেষ্টা করি সত্যিই এমন কোনও ঘটনা নিউইয়র্কে ঘটেছিল কিনা। 

এক বাংলাদেশি সংবাদমাধ্যম একটি খবর প্রকাশ করে জানিয়েছে, গত ১৪ই মে (শনিবার) নিউইয়র্কে ট্রেন লাইনে কাটা পড়ে মারা গিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কলেজ ছাত্রী জিনাত হোসেন।

BANGLADESH

অর্থাৎ, পোস্টের দাবি সত্যি। কিন্তু সংবাদমাধ্যমে এই জিনাত হোসেনের যে ছবি প্রকাশ করা হয়েছে তার সঙ্গে এই ছবিগুলো ও ভিডিওতে দেখতে পাওয়া মহিলার কোনও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।

এই ভিডিওটি কোথাকার? 

ছবিগুলোর এবং ভিডিওটির সূত্র খুঁজে বের করতে এর পর আমরা রিভার্স সার্চ পদ্ধতি অবলম্বন করি। 

দেখা যাচ্ছে ২০১৯ সালের ২৫শে অক্টোবর এক টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি টুইট করেছিলেন

এই টুইটে বলা হয়েছে, এই ঘটনাটি গতকাল (অর্থাৎ ২৪শে অক্টোবর, ২০১৯) নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ডেকালব অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনের।

এই সূত্র ধরে আমরা কিওয়ার্ড সার্চ করতেই নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবদেন আমরা খুঁজে পাই। 

New York

২৪শে অক্টোবর ২০১৯ সালে প্রকাশিত এই প্রতিবেদনেও বলা হয়েছে যে ঘটনাটি ডেকালব সাবওয়ে স্টেশনে ঘটেছিল। ভদ্রমহিলার পরিচয় জানা না গেলেও, অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম ইশাইয়া থম্পসন। 

সুতরাং, এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। সম্প্রতি এক বাংলাদেশি মহিলার মৃত্যুর খবরটি সত্যি হলেও। এই ছবিগুলো বা ভিডিওটির সঙ্গে এই ঘটনাটির কোনও সম্পর্ক নেই। এটি ২০১৯ সালের ২৮শে অক্টোবর ঘটে যাওয়া অন্য একটি ঘটনার ছবি।
 

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

নিউইয়র্কের ব্রুকলিনের বাংলাদেশী ছাত্রী জিনাত হোসেন (২৪) সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয় দুর্বত্তরা।

ফলাফল

এই ছবিগুলো বা ভিডিওটির সঙ্গে এই ঘটনাটির কোনও সম্পর্ক নেই। এটি ২০১৯ সালের ২৮শে অক্টোবর ঘটে যাওয়া অন্য একটি ঘটনার ছবি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement