ফ্যাক্ট চেক: অমিত শাহ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাপস রায়

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি বিভ্রান্তিকর। তাপস রায় অমিত শাহ নয় বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

Advertisement
ফ্যাক্ট চেক: অমিত শাহ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাপস রায়

বিজেপি নেতা তাপস রায়ের একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে তাপস রায় নির্বাচন কমিশনের উপর ভরসা না রেখে প্রশ্ন তুলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কীভাবে সাড়ে ৭ লাখের ভোটের ব্যবধানে জয়লাভ করলেন।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “অমিত শাহ সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছেন তাতে বিজেপি নেতা তাপস রায়ের এত জ্বালা..! বিজেপি নেতা মধ্যপ্রদেশের ইন্দোর থেকে শংকর লালওয়ানি ১১ লক্ষ ৭৫ হাজার ভোটে জিতেছেন, সেটাতে আবার কত জ্বালা হবে বুঝুন..।”

তাপস রায়কে এই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, “ও কি নেতাজি, না গান্ধীজি। সাড়ে ৭ লক্ষ ভোটে জেতে। শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যদি গান্ধীজি, নেতাজি বেঁচে থাকতেন তাঁরাও...।”

এই ভিডিওটি শেয়ার করে তার উপর লেখা হয়েছে, “বিজেপি নেতাদেরই নির্বাচন কমিশনের উপর ভরসা নেই। উনি নেতাজী না গান্ধীজি..? সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছেন.! এবার কড়া ভাষায় আক্রমণ তাপস রায়ের।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি বিভ্রান্তিকর। তাপস রায় অমিত শাহ নয় বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিওতে তাপস রায়ের বলা কথাগুলো নিয়ে কিওয়ার্ড সার্চ করা হলে ওই একই ভিডিও-র বর্ধিত অংশ ডেইলি হান্টের ফেসবুক পেজে পাওয়া যায়। গত ২২ অগস্ট, যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসেছিলেন, তার একদিন পর ভিডিওটি পোস্ট করা হয়েছিল। ভিডিওটি প্রথম থেকে শুনলেই স্পষ্ট হয়ে যায় যে তাপস রায় কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেছিলেন, অমিত শাহ নয়।

তাপস রায় বলেন, “অভিষেক চিৎকার করছে। ও কি নেতাজি, না গান্ধীজি...।” এই কথাটি বলে তিনি বাকি মন্তব্যগুলো করেছিলেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে নাম না করে আরও বলেন, “তাঁর পিসিমা কখনও সাড়ে ৭ লক্ষ ভোটে জিতেছেন?”

Advertisement

এরপর তাপস রায়ের বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিওটি পশ্চিমবঙ্গ বিজেপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। গত ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার লাইভ সম্প্রচারের প্রথম দিকেই তাপস রায় মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন। তখনও নরেন্দ্র মোদী মঞ্চে প্রবেশ করেননি। এই ভিডিও-র ৩৬ মিনিটের মাথায় তাপস রায় বক্তব্য রাখতে ওঠেন। ভিডিও-র ৩৯ মিনিট ৫১ সেকন্ডের মাথায় তাপস রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে উক্ত মন্তব্যটি করতে শোনা যায়। নীচে সেই অংশটি দেখা যাবে।

তবে এ কথা সত্যি যে অমিত শাহ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, উভয়েই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রায় সাড়ে ৭ লাখের ব্যবধানে জয়লাভ করেছিলেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে অমিত শাহের জয়ের ব্যবধান ছিল ৭ লক্ষ ৪৪ হাজার ৭১৬। অন্যদিকে, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান ছিল ৭ লক্ষ ১০ হাজার ৯৩০

ফলে সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে তাপস বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটির প্রথম অংশটি বাদ দিয়ে তা বিভ্রান্তিকর দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

বিজেপি নেতা তাপস রায় প্রশ্ন তুলছেন কীভাবে লোকসভা ভোটে অমিত শাহ সাড়ে ৭ লাখের ব্যবধানে জিততে পারেন।

ফলাফল

তাপস রায় অমিত শাহের জয়ের ব্যবধান নয়, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement