

সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে যেখানে একটি সভামঞ্চের সামনে কতগুলো প্ল্যাস্টিকের চেয়ার ভেঙে পড়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সভা শেষে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি উঠে এসেছে।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “গোষ্ঠী কোন্দলে জর্জরিত বঙ্গ #বিজেপি। সুকান্ত-শুভেন্দুর সভা শেষে নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে বিজেপি সমর্থকরা নিজেরা নিজেদের মধ্যে ধস্তাধস্তি শুরু করে দেয়, পরক্ষণেই সভাস্থলের চিয়ার ভাংচুর করে। এই ঘটনায় অনুমান করা হচ্ছে এটা আদি ও নব্য বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল।”

ছবিটির উপর লেখা হয়েছে, “শুভেন্দুর সভা শেষে বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি!”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি পশ্চিমবঙ্গের কোনও ঘটনার নয়, বরং বিহারের। সেই সঙ্গে ঘটনাটি ২০২০ সালের।
সত্য উন্মোচন
গুগল লেন্স ব্যবহার করে ছবিটি খোঁজা হলে ২০২০ সালের অক্টোবর মাসে বেশ কয়েকটি ফেসবুক পোস্টে এই একই ছবি পাওয়া যায়। এর থেকে স্পষ্ট হয়ে যায় যে ছবিটি সাম্প্রতিক কোনও ঘটনার নয়। পাশাপাশি ছবিটির সঙ্গে শুভেন্দু অধিকারীরও কোনও সম্পর্ক নেই। কারণ, শুভেন্দু ২০২১ সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদান করেছিলেন।

সেই সময়ের একটি পোস্টে বলা হয়েছিল যে এই ছবিটি ২০২০ সালের ২৬ অক্টোবরের, বিহারের বেলহার বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত জেডিইউ-এর একটি জনসভার। বেলহার বিধানসভা আসনটি বাঁকা জেলার মধ্যে পড়ে। ভোজপুরি তারকা নিরাহুয়াও সমাবেশে উপস্থিত ছিলেন।
মঞ্চের পিছনে থাকা ব্যানারে নিরহুয়ার ছবিও দেখা যাবে, সঙ্গে হিন্দিতে "বেলহার" এবং "এনডিএ প্রার্থী মনোজ যাদব" লেখাও দেখা যাবে।

২০২০ সালের অক্টোবরে এই সভায় হওয়া গোলমাল নিয়ে কিওয়ার্ড সার্চ করা হলে ওই বছর ২৬ অক্টোবর প্রকাশিত ইটিভি-র একটি নিউজ রিপোর্ট পাওয়া যায়। রিপোর্ট অনুযায়ী, দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া বেলহার বিধানসভা কেন্দ্রের এনডিএ প্রার্থী মনোজ যাদবের পক্ষে প্রচারে গিয়েছিলেন। সভাটি ঝামা ময়দানে অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় বিহার বিধানসভা নির্বাচন চলছিল।
অনেকেই ২০২০ সালের এই জনসভার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন। তবে, সংবাদ প্রতিবেদনে এই জনসভায় কোনও চেয়ার ভাঙার কথা উল্লেখ করা হয়নি। কে বা কারা কেন এই চেয়ার ভাঙল তা আমরা নিশ্চিত করতে পারছি না।
তবে, এটা স্পষ্ট যে ছবিটি পাঁচ বছরেরও বেশি পুরনো এবং শুভেন্দু অধিকারী বা পশ্চিমবঙ্গে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

ছবিতে দেখা যাচ্ছে কীভাবে শুভেন্দু অধিকারীর সভা শেষে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চেয়ার ভাংচুর করা হয়।
এই ছবিটি বিহারের এবং ২০২০ সালের নির্বাচনী আবহে এনডিএ-র একটি জনসভার যেখানে এক জেডিইউ প্রার্থীর সমর্থনে সভা ছিল।
