ফ্যাক্ট চেক: দিল্লিতে এক ব্যক্তিকে গিলে ফেলল বিশালাকার অজগর? না, ভিডিওটি ইন্দোনেশিয়ার 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি দিল্লি তো নয়ই এমনকি ভারতেরও নয়। বরং সেটি চলতি বছররের ৫ জুলাই ইন্দোনেশিয়ার দক্ষিণ বুটন প্রদেশের বাতাউগা জেলার মাজাপাহিত গ্রামের ঘটনা।

Advertisement
ফ্যাক্ট চেক: দিল্লিতে এক ব্যক্তিকে গিলে ফেলল বিশালাকার অজগর? না, ভিডিওটি ইন্দোনেশিয়ার 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে কোনও একটি স্থানে বেশকিছু মানুষকে একটি বিশালাকার অজগরের পেট কেটে এক ব্যক্তির দেহ উদ্ধার করতে দেখা যাচ্ছে। পাশাপাশি ভিডিওর শুরুতে অজগরের পাশে বসে হাউ হাউ করে কাঁদতে দেখা যাচ্ছে অন্য এক ব্যক্তিকে।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতের নতুন দিল্লিতে এক ব্যক্তিকে খেয়ে ফেলেছে একটি বিশালাকার অজগর। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরল ভিডিওটি শেয়ার করে লিখেছেন,“অজগর সাপ মানুষকে খেয়ে ফেলেছে ঘটনাটা ঘটেছে ইন্ডিয়া নয়া দিল্লিতে।” (সব বানান অপরিবর্তিত)


ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি দিল্লি তো নয়ই এমনকি ভারতেরও নয়। বরং সেটি চলতি বছররের ৫ জুলাই ইন্দোনেশিয়ার দক্ষিণ বুটন প্রদেশের বাতাউগা জেলার মাজাপাহিত গ্রামের ঘটনা।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ছবি ও দাবির সত্যতা জানতে সেটি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ৬ জুলাই একটি এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে সেখানে উল্লেখ করা হয়েছে, “৫ জুলাই ইন্দোনেশিয়ার দক্ষিণ বুটন রিজেন্সির বাতাউগা জেলার মাজাপাহিত গ্রামে একটি ৮ মিটার লম্বা অজগর ৬১ বছরের এক বৃদ্ধকে খেয়ে ফেলে। এই ঘটনায় ওই বৃ্দ্ধের মৃত্যু হয়েছে।”

এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে মিডিয়া ইন্দোনেশিয়া-সহ একাধিক ইন্দোনেশিয়ান ভিত্তিক সংবাদমাধ্যমে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট-সহ এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেইসব প্রতিবেদন থেকে জানা যায়, ৪ জুলাই ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির দক্ষিণ বুটন প্রদেশের বাতাউগা জেলার মাজাপাহিত গ্রামে ‘লা নটি’ নামক ৬১ বছর বয়সী এক বৃদ্ধ তার বাড়ি সংলগ্ন জঙ্গলে নিজের পোষা মুরগিদের খেতে দিতে গিয়ে নিখোঁজ হয়। এরপর ৫ জুলাইও ওই বৃদ্ধ বাড়ি না ফেরায় তার আত্মীয়-সহ স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় অনুসন্ধান শুরু করে।   

Advertisement

তখন তাঁরা ৫ জুলাই বিকেল সাড়ে তিনটে নাগাদ ওই বৃদ্ধের বাড়ি সংলগ্ন বাগান থেকে প্রায় ২০ মিটার দূরে সন্দেহজনকভাবে বর্ধিত পেট-সহ একটি বিশালাকার অজগর পড়ে থাকতে দেখেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও অজগরটি নড়াচড়া করায় সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের মনে হয়, বড় কিছু খেয়েছে সেটি। তার পরেই তাঁরা তার অজগরটির পেট কাটার সিদ্ধান্ত নেন। এবং সেই মতো অজগরটির পেট কাটলে তা থেকে উদ্ধার হয় লা নটি নামক ৬১ বছর বয়সী ওই বৃদ্ধের দেহ।

এর থেকে প্রমাণ হয় যে, ভারতের ঘটনা দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছ ইন্দোনেশিয়ার দক্ষিণ বুটন প্রদেশে অজগরের মানুষ খেয়ে ফেলার ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের নতুন দিল্লিতে এক ব্যক্তিকে খেয়ে ফেলেছে একটি বিশালাকার অজগর।

ফলাফল

ভাইরাল ভিডিওটি দিল্লি তো নয়ই, এমনকি ভারতেরও নয়। বরং সেটি চলতি বছররের ৫ জুলাই ইন্দোনেশিয়ার দক্ষিণ বুটন প্রদেশের বাতাউগা জেলার মাজাপাহিত গ্রামের ঘটনা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement