

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দুষ্কৃতীরা কোনও একটি স্থানে প্রকাশ্য দিবালোকে এক মহিলা পুলিশ কর্মীকে লক্ষ্য করে একের পর এক গুলি মারতে দেখা যাচ্ছে। আর এর ফলে বেদনায় কাতরাতে কাতরাতে ওই পুলিশ কর্মী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরছেন। অন্যদিকে ঘটনাস্থলে থাকা মানুষদের প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তর প্রদেশের রায়বরেলিতে একজন মহিলা পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ডবল ইঞ্জিন সরকার চাইছেন অন্ধ ভক্তরা #বিজেপি শাসিত রাজ্যে কি দেখুন।” পাশাপাশি, ভিডিও-র ফ্রেমের উপর তিনি লিখেছেন, “এটা কোনো সিনেমার শুটিং নয় বাস্তব উত্তরপ্রদেশে S. অফিসার কে গুলি করলো” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি উত্তর প্রদেশের রায়বরেলিতে কোনও মহিলা পুলিশ অফিসারের উপর দুষ্কৃতী হামলার ঘটনা নয়। এমনকি এটি কোনও বাস্তব ঘটনার ভিডিও নয়, বরং এটি সনি টিভির শো ‘ক্রাইম পেট্রোল’এর একটি এপিসোড শুটিংয়ের পিছনের দৃশ্যের ভিডিও।
সত্য উন্মোচন হলো যেভাবে
প্রথমত, ভাইরাল ভিডিও-র দাবিটি সন্দেহজনক। কারণ সম্প্রতি উত্তর প্রদেশের রায়বরেলিতে দুষ্কৃতীরা একজন মহিলা পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়।
আরও একটি বিষয় এখানে উল্লেখ্য, ভাইরাল ভিডিও-র ব্যাকগ্রাউন্ড থেকে একজন ব্যক্তির গলার স্বর শোনা যাচ্ছে। যা থেকে মনে হচ্ছে তিনি কোনও কিছুর নির্দেশ দিচ্ছেন। সাধারণত, কোনও সিনেমা বা টিভি শো-এর শুটিংয়ের সময় নির্দেশক যে ধরণের নির্দেশ প্রদান করেন শুনতে অনেকটা তেমনই লাগছে। এই দুটি বিষয় থেকে সন্দেহ তৈরি হয় যে ভাইরাল ভিডিওটি অন্য কোনও ঘটনার হলেও হতে পারে।
তাই এরপর ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ১ অগস্ট ‘Ajay Gupta Vlog’ নামক একটি ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও পাওয়া যায়। এমনকি ওই একই অর্থৎ অজয় গুপ্ত গত ৩০ অক্টোবর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও এই একই ভিডিও পুনরায় পোস্ট করেন। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, “ক্রাইম পেট্রোল শুটিংয়ের পিছনের দৃশ্য।” পাশাপাশি, অজয় গুপ্তের ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল দুটি ভালো করে পর্যবেক্ষণ করলে আমরা সেখানে বিভিন্ন সিনেমা বা টিভি শো-এর শুটিংয়ের পিছনের দৃশ্যের ভিডিও দেখতে পাই।
এরপর বিষয়টি নিয়ে পরবর্তী অনুসন্ধান চালালে ২০২২ সালের ১০ নভেম্বর সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন অর্থাৎ সেট ইন্ডিয়া’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘Mayhem In Thane | Crime Patrol 2.0 - Ep 102 | Full Episode | 26 July 2022’ শিরোনামে এবং ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর ‘Nova Crime Thrillers’ নামক একটি অপর একটি ইউটিউব চ্যানেলে ‘दिन-दहाड़े ठाणे के सामने महिला Constable की गोली मारकर हत्या | Crime Patrol | Full Thriller Episode’ শিরোনামে ‘ক্রাইম পেট্রোল’এর সেই পর্বটি খুঁজে পাওয়া যায়। ‘Nova Crime Thrillers’এর ভিডিও-র ৪ মিনিট ২ সেকেন্ডে ভাইরাল ভিডিও-র দৃশ্যটি দেখা যায়।
পাশাপাশি, গত ২ নভেম্বর রায়বরেলি পুলিশের অফিশিয়াল এক্স হ্যান্ডেল ভাইরাল ভিডিওটি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে ভাইরাল ডিওটিকে হাস্যকর এবং কোনও সিনেমা বা টিভি সিরিয়ালের শুটিংয়ের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ভিডিও বিবৃতিটিতে রায়বরেলির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব কুমার সিনহা, যে বা যারা ভাইরাল ভিডিওটি শেয়ার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
— Raebareli Police (@raebarelipolice) November 2, 2025
এর থেকে প্রমাণ হয় যে, উত্তর প্রদেশের রায়বরেলিতে একজন মহিলা পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে দাবি করে শেয়ার করা হচ্ছে শুটিংয়ের পিছনের দৃশ্যের ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তর প্রদেশের রায়বরেলিতে একজন মহিলা পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে।
ভাইরাল ভিডিওটি কোনও বাস্তব ঘটনার নয়। বরং এটি সনি টিভির শো ‘ক্রাইম পেট্রোল’এর একটি এপিসোড শুটিংয়ের পিছনের দৃশ্যের ভিডিও।