ফ্যাক্ট চেক: কলকাতায় বৃষ্টির জলের স্রোতে ভেসে গেলেন এক পথচারী? না, ভিডিওটি রাজস্থানের

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, যদিও এটা ঠিক যে সম্প্রতি টানা বৃষ্টির জেরে কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। তবে ভাইরাল ভিডিওটি কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের নয় বরং সেটি রাজস্থানের আজমেরের ঘটনা।  

Advertisement
ফ্যাক্ট চেক: কলকাতায় বৃষ্টির জলের স্রোতে ভেসে গেলেন এক পথচারী? না, ভিডিওটি রাজস্থানের

সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতার একাধিক এলাকা। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে প্রবল বৃষ্টির জেরে রাস্তার উপরে বয়ে যাওয়া জলের স্রোতে ভেসে যেতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটাই বর্ষার দিনে কলকাতার আসল চিত্র। যেখানে সাম্প্রতিক বৃষ্টির জলে কলকাতার রাস্তায় ভেসে গেছেন এক ব্যক্তি। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন,“এই দেখো বন্ধুরা কি অবস্তায় দেখো কলকাতা #####কি😭 কলকাতা এখন সাগর হয়ে ছে বন্ধুরা।” (সব বানান অপরিবর্তিত)  


ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, যদিও এটা ঠিক যে সম্প্রতি টানা বৃষ্টির জেরে কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। তবে ভাইরাল ভিডিওটি কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের নয় বরং সেটি রাজস্থানের আজমেরের ঘটনা।  

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ১৯ জুলাই এই একই ভিডিও এনডিটিভির অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “শুক্রবার রাতে প্রবল বৃষ্টির জেরে আজমেরের খাজা গরিব নওয়াজ দরগার আশেপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এই সময় নিজাম গেটের কাছে তীব্র স্রোতে এক ভক্ত পিছলে পড়ে যান, যদিও একজন হোটেল কর্মী তাকে সময়মতো উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা দেখা দেয়।” 


এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে একাধিক সংবাদমাধ্যমে এই একই ভিডিও-সহ এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, গত মাসের মাঝের দিকে টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ে রাজস্থানের একাধিক জেলার বহু এলাকা। এরই মধ্যে গত ১৮ জুলাই আজমেরেও শুরু হয় ভারী বৃষ্টিপাত। আর যার ফলে জল জমতে শুরু করে খাজা গরিব নওয়াজ দরগার সামনের তথা আশেপাশের সরু গলিগুলিতেও। ফলে দরগা সংলগ্ন বদ্ধ জায়গায় জলস্রোত এতটাই বেশি হয়ে পড়ে যে, তাতে প্রায় ভেসে যাচ্ছিলেন এক পথচারী। তবে কোনও মতে ওই ব্যক্তিকে উদ্ধার করে তার প্রাণ রক্ষা করেন স্থানীয় এক হোটেলের কর্মী।

Advertisement

এর থেকে প্রমাণ হয় যে, সাম্প্রতিক টানা বৃষ্টির জেরে কলকাতার রাস্তায় ভেসে গেছেন এক ব্যক্তি দাবিতে শেয়ার করা হচ্ছে রাজস্থানের আজমেরের ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, সম্প্রতি টানা বৃষ্টির জেরে কলকাতার রাস্তায় ভেসে গেলেন এক ব্যক্তি।

ফলাফল

যদিও এটা ঠিক যে সম্প্রতি টানা বৃষ্টির জেরে কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। তবে ভাইরাল ভিডিওটি কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের নয় বরং সেটি রাজস্থানের আজমেরের ঘটনা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement