

গত বৃহস্পতিবার ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বড়দিন। কিন্তু এই বড়দিন উদযাপনের সময় দেশের বিভিন্ন জায়গায় উঠে আসে অশান্তির ছবি। উত্তরপ্রদেশ থেকে ছত্তীসগঢ়, মধ্য়প্রদেশ থেকে তামিলনাড়ু, কেরল থেকে ওড়িশায় কিংবা অসমে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও বিশৃঙ্খলার জেরে ম্লান হয়ে যায় বহু মানুষের বড়দিন উদযাপনের আনন্দ।
আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে অস্ট্রেলিয়ার একটি বিক্ষোভের ভিডিও। যেখানে হাতে দেশের পতাকা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন অস্ট্রেলিয়ার নাগরিকরা। এবং তাদের থামানোর চেষ্টায় জলকামান ব্যবহার করছে পুলিশ। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি ভারতে বড়দিনের অনুষ্ঠানে হামলার ঘটনার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় হিন্দুদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে সে দেশের খ্রিস্টানরা।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “অস্ট্রেলিয়ার মানুষ হি*ন্দুদের বিরুদ্ধে প্রতিবাদ করছে....হি*ন্দুরা বিপদের মধ্যে আছে..... #ভারতে খ্রি*স্টানদের গির্জায় হামলা করবে! তারা কি ছেড়ে দেবে অস্ট্রেলিয়াতে ভারতের প্রায় নয় লক্ষ মানুষ বাস করেন.!!” (সব বানান অপরিবর্তিত)

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র দাবিটি বিভ্রান্তিকর এবং অর্ধসত্য। আসলে ভিডিওটি ভারতে বড়দিনের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় হিন্দুদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিক্ষোভের দৃশ্য নয়। বরং সেটি চলতি বছরের ৩১ অগস্ট অস্ট্রেলিয়ায় ভারত এবং অন্যান্য দেশের প্রবাসীদের সংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে সিডনিতে অস্ট্রেলিয়ানদের বিক্ষোভের দৃশ্য।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে এর ব্যাকগ্রাউন্ড থেকে একটি হিন্দি ভয়েসওভার শোনা যায়। সেই ভয়েসওভারে প্রদত্ত তথ্য অনুযায়ী সেটি অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নাগরিকদের বিক্ষোভের ভিডিও। তবে ভয়েসওভারের কোথাও সম্প্রতি ভারতে বড়দিনের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় হিন্দুদের বিরুদ্ধে বিক্ষোভের কথা উল্লেখ করা হয়নি। পাশাপাশি, ভাইরাল ভিডিও-র ১৬ সেকেন্ডে বিক্ষোভকারীদের হাতের ব্যানারে ‘END MASS-IMMIGRATION NOW’ লেখা দেখা যায়। যা থেকে অনুমান করা যায় ভিডিওটি অভিবাসন বিরোধী কোনও বিক্ষোভের হতে পারে।
তাই এরপর ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন চলতি বছরের ৩১ অগস্ট গ্লোবাল নিউজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, সেটি অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত প্রবাসী তথা অভিবাসনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নাগরিকদের বিক্ষোভের দৃশ্য।
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে ভাইরাল ভিডিও-র স্ক্রিনশট-সহ একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ৩১ অগস্ট অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড এবং পার্থ-সহ একাধিক শহরে ক্রমবর্ধমান অভিবাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত দেশটির উগ্র ডানপন্থীদের ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’ ব্যানারের অধীনে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়াতে গণহারে বিদেশী অর্থাৎ প্রায় নয় লক্ষ ভারতীয়-সহ অন্যান্য দেশের নাগরিকদের কর্মসূত্রে বসবাসের বিরুদ্ধে তারা এই বিক্ষোভের প্রদর্শন করেন। যদিও অস্ট্রেলিয়া সরকারের তরফে এই বর্ণ বিরোধী বিক্ষোভকে ‘নব্য-নাৎসিবাদ’ হিসাবে উল্লেখ করে এর কড়া নিন্দা করা হয়।

এর থেকে স্পষ্ট হয় যে, অস্ট্রেলিয়ায় ভারত-সহ অন্যান্য দেশের নাগরিকদের ক্রমবর্ধমান অভিবাসনের বিরুদ্ধে সিডনিতে আয়োজিত বিক্ষোভকে সম্প্রতি ভারতে বড়দিনের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় হিন্দুদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিক্ষোভ দাবিতে ছড়ানো হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, সম্প্রতি ভারতে বড়দিনের অনুষ্ঠানে হামলার ঘটনার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় হিন্দুদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে সে দেশের খ্রিস্টানরা।
ভাইরাল ভিডিওটি ভারতে বড়দিনের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় হিন্দুদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিক্ষোভের দৃশ্য নয়। বরং সেটি চলতি বছরের ৩১ অগস্ট অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসনের বিরুদ্ধে সিডনিতে দেশটির উগ্র ডানপন্থীদের বিক্ষোভের দৃশ্য।