ফ্যাক্ট চেক: জাতীয় সঙ্গীতকে অবমাননা BJP সাংসদ বাঁসুরি স্বরাজের? আসলে যা ঘটেছিল...

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি অসম্পূর্ণ এবং এটি প্রসঙ্গের বাইরে শেয়ার করা হয়েছে। মূল ভিডিওতে বাঁশুরি স্বরাজ সেখানে উপস্থিত কর্মীদের সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আবেদন করেন এবং তারপর সকলের তরফে পুনরায় সমস্বরে জাতীয় সঙ্গীতটি গাওয়া হয়েছিল।

Advertisement
ফ্যাক্ট চেক: জাতীয় সঙ্গীতকে অবমাননা BJP সাংসদ বাঁসুরি স্বরাজের? আসলে যা ঘটেছিল...

সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। ভোটমুখী বাংলার প্রতিবেশি এই রাজ্যে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে জাতীয় সঙ্গীত চলাকালীন মঞ্চ থেকে হেঁটে চলে যেতে দেখা যাচ্ছে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে তথা নয়াদিল্লির বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজকে।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি সাংসদ বাঁসুরি  স্বরাজ জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আর কতো নিচে নামবে বিজেপি। প্রকাশ্য জনসভায় জাতীয় সঙ্গীতের ঘোর অপমান। গান করতে চান না বলে স্টেজ ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি নেত্রী। এরাই আবার নিজের বুক ঠুকে বলে এরা নাকি দেশ ভক্ত। ছিঃ বিজেপি ছিঃ” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি অসম্পূর্ণ এবং বিনা পূর্ণাঙ্গ প্রেক্ষাপটে শেয়ার করা হয়েছে। মূল ভিডিওতে বাঁসুরি স্বরাজ সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আবেদন করেন এবং তারপর পুনরায় সমস্বরে জাতীয় সঙ্গীতটি গাওয়া হয়েছিল।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর একটি এক্স হ্যান্ডেলে হিন্দিতে এই একই দাবি-সহ একই ভিডিও পাওয়া যায়। তবে ভিডিওটি পর্যবেক্ষণ করার সময় আমরা লক্ষ্য করি অনেকে ভিডিওটিকে সম্পাদিত এবং অসম্পূর্ণ বলে উল্লেখ করেছেন।  

এরপর এই সংক্রান্ত অনুসন্ধান চালালে গত ১৭ সেপ্টেম্বর বিজেপি নেতা তাজিন্দর বাগ্গার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই ভাইরাল ভিডিওর মূল এবং বর্ধিত সংস্করণটি পাওয়া যায়। ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায়, মঞ্চে এবং অডিটোরিয়ামে অনেকেই সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাইছিলেন না। তখন বাঁসুরি স্বরাজ মাইক্রোফোনের কাছে এগিয়ে যান এবং জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষার্থে সকলকে একইসঙ্গে সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান জানান। তাঁর এই আবেদনের তিনি-সহ সেখানে উপস্থিত সকলেই পুনরায় সমস্বরে জাতীয় সঙ্গীতটি গাইতে শুরু করেন।

Advertisement

অন্যদিকে গত ১৭ সেপ্টেম্বর বাঁসুরি স্বরাজ তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে এই একই ভিডিও শেয়ার করে লিখেছেন, "সোশ্যাল মিডিয়ায় একটি অসম্পূর্ণ ভিডিও প্রচার করা হচ্ছে। সত্যিটা হল, আমি জাতীয় সঙ্গীত সম্পূর্ণ এবং সঠিকভাবে গাওয়ার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছিলাম। এটি হলো সম্পূর্ণ ভিডিও যেখানে আমরা গর্ব এবং শ্রদ্ধার সঙ্গে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গেয়েছি।"

পাশাপাশি ভিডিওটি ভালো পর্যবেক্ষণ করার সময় মঞ্চে লাগানো ব্যানারে "গয়াজি পূর্বী" লেখা দেখা যায়। এই সংক্রান্ত কীওয়ার্ড সার্চ করলে বেশ কিছু পোস্ট থেকে জানা যায়, এটি গত ১৩ সেপ্টেম্বর বিহারের গয়ায় আয়োজিত ভারতীয় জনতা যুব মোর্চার "যুব শঙ্খনাদ কর্মসূচি"র দৃশ্য। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অনুষ্ঠানে বাঁসুরি স্বরাজ বিরোধী জোটের উপর আক্রমণ করেছিলেন এবং বলেছিলেন যে প্রধানমন্ত্রীর মা সম্পর্কে বিরোধীদের মন্তব্য দেশের সকল নারীর প্রতি অপমান।


এর থেকে প্রমাণ হয় যে বাঁসুরি স্বরাজের জাতীয় সঙ্গীত গাওয়ার একটি অসম্পূর্ণ ভিডিও অর্থসত্য দাবি-সহ শেয়ার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, নয়াদিল্লির বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন।

ফলাফল

ভাইরাল ভিডিওটি অসম্পূর্ণ এবং মূল প্রেক্ষাপট-বিহীন। মূল ভিডিওতে বাঁসুরি স্বরাজ সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আবেদন করেন এবং তারপর সকলে মিলে পুনরায় সমস্বরে জাতীয় সঙ্গীতটি গেয়েছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement