ফ্যাক্ট চেক: ভবানীপুর বিধানসভায় মমতা ‘অপারেজয়’, স্বীকারোক্তি শুভেন্দুর? না, ভিডিওটি সম্পাদিত

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি সম্পাদিত বা এডিটেড। বাস্তবে শুভেন্দু অধিকারী এ কথা বললেননি বরং উল্টোই বলেছিলেন।

Advertisement
ফ্যাক্ট চেক: ভবানীপুর বিধানসভায় মমতা ‘অপারেজয়’, স্বীকারোক্তি শুভেন্দুর? না, ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা ভোটের কয়েকমাস আগেই হার স্বীকার করে নিয়েছেন। দাবি অনুযায়ী, তিনি বলেছেন যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব না।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “আগামী বিধানসভা ভোটের আগেই হার স্বীকার করলো শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি কে হারাতে পারবো না, নিজেই স্বীকার করে নিলেন বিরোধী দলনেতা। ইয়ে ডার মুঝে আচ্ছা লাগা।” ভিডিও-র উপর লেখা হয়েছে, “আগামী বিধানসভা ভোটে ভবানীপুরে মমতা ব্যানার্জি কে হারাতে পারবো না। স্বীকার করলো শুভেন্দু অধিকারী।”

উক্ত ভিডিওতে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে, “এবং আমি আপনাকে বলে দিচ্ছি, আগামী মার্চ-এপ্রিলের ভোটে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাতে পারবো না।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি সম্পাদিত বা এডিটেড। বাস্তবে শুভেন্দু অধিকারী এ কথা বললেননি বরং উল্টোই বলেছিলেন।

সত্য উন্মোচন হলো যেভাবে

যদি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা নির্বাচনের কয়েক মাস আগেই এমন স্বীকারোক্তি করতেন যে খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করতে পারবে না, তবে এই নিয়ে নিশ্চিতভাবে কোথাও খবর প্রকাশ পেতো। কিন্তু কিওয়ার্ড সার্চের মাধ্যমে এমন কোনও খবর পাওয়া যায়নি।

এরপর ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চের সাহায্যে খোঁজা হলে ওই একই ভিডিও-র পূর্ণাঙ্গ ও বর্ধিত সংস্করণ পাওয়া যায় TV9 বাংলার ইউটিউব চ্যানেলে। চলতি বছর ২৩ জুন আপলোড হওয়া এই ভিডিওটি শুভেন্দু অধিকারীকে একই পোশাকে দেখা যায়। এবং যেভাবে ভাইরাল ভিডিওতে তাঁর পিছনে বিজেপি যুব মোর্চার সভাপতি ডা. ইন্দ্রনীল খাঁ-কে দেখা যাচ্ছিল, একই ভাবে এই ভিডিওতেও দেখা যায়। যা থেকে প্রমাণ হয় যে ভাইরাল হওয়া ভিডিওটি এবং এই ভিডিও একই দিনের, একই সময়ের।

Advertisement

এই ভিডিওটি খতিয়ে দেখলে ভাইরাল হওয়া অংশটি ৩ মিনিট ১০ সেকন্ডের পরে দেখা যাবে। যেখানে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে, এবং “এই জন্যই তো ৯টার মধ্যে ৬টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুরে। এবং আমি আপনাকে বলছি, আগামী মার্চ-এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে।” আসল ভিডিও-র এই অংশটি দেখলেই স্পষ্ট হয়ে যায় যে ভাইরাল ভিডিওটির সঙ্গে কোনও ধরনের কারসাজি করা হয়েছে।

ভিডিওটির পরবর্তী অংশে শুভেন্দু অধিকারী বলেন, “আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করবো। আপনি এখানে (ভবানীপুরে) দাঁড়ান। পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন। এখান থেকে আবার মেটিয়াবুরুজে যাবেন না। মেটিয়াবুরুজে আপনাকে হারাতে পারবো না।” ভিডিওটি দেখলে স্পষ্ট হয়ে যায়, পৃথক দুটি অংশ কাটছাঁট করে একসঙ্গে জুড়ে দিয়ে এই বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে।

সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যবের ভিডিও এডিট করে জুড়ে তা ভুয়ো এবং মিথ্যে দাবিতে প্রচার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

শুভেন্দু অধিকারী স্বীকার করেছেন যে আগামী বিধানসভা ভোটে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হারাতে পারবেন না।

ফলাফল

ভিডিওটি এডিটেড বা সম্পাদিত। শুভেন্দু আসলে বলেছিলেন যে ভবানীপুরে বিজেপি জিতবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মেটিয়াবুরুজ কেন্দ্রে চলে গেলে সেখানে হারাতে পারবেন না।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement