
কিছুদিন আগে ‘সনাতন ধর্মের অপমান’ করার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের দিকে জুতো ছুড়ে মারার চেষ্টা করেন রাকেশ কিশোর নামক এক আইনজীবী। আর এই সার্বিক পরিস্থতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে এক ব্যক্তিকে বিশিষ্ট লেখক তথা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণের উপর হামলা চালাতে ও তাঁকে মারধর করতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি বিজেপির শাসনকালে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণের উপর হামলা চালিয়েছে বিজেপি নেতারা। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “#দেশে এসব কি চলছে, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত ভূষণের উপর হামলা, বিজেপি নেতার । #যারা শাসকের চেয়ারে বসে আছে তারা আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব। ক্ষমতায় পাওয়ারের থেকে আইনশৃঙ্খলা কে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। #ব্রিটিশের জুতো পালিশ করা দলটা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। #বিজেপিহটাওদেশবাঁচাও।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক বিজেপির আমলের নয়, বরং সেটি কংগ্রেস তথা ইউপিএ-২ সরকারের শাসনকাল অর্থাৎ ২০১১ সালের ১২ অক্টোবর দিল্লির ঘটনা। সেই সময় কাশ্মীর বিষায়ক একটি মন্তব্যের কারণে আইনজীবী প্রশান্ত ভূষণকে তাঁরই দফতরে হামলা চালিয়েছিল ‘রাম সেনা’ নামক এক সংগঠনের কর্মীরা।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০১১ সালের ১৩ অক্টোবর টাইমস নাউ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জম্মু ও কাশ্মীরে গণভোটের পক্ষে কথা বলার কারণে সমাজকর্মী তথা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণের উপরে তাঁর সুপ্রিম কোর্টের দফতরে হামলা চালিয়েছে তিন যুবক। হামলাকারীরা অতি-দক্ষিণপন্থী গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। যা থেকে পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে দ্য হিন্দু এবং এনডিটিভি-সহ একাধিক সংবাদমাধ্যমে ভাইরাল ভিডিও এবং এর স্ক্রিনশট-সহ এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালের ১২ অক্টোবর নিজের সুপ্রিম কোর্টের চেম্বারে বসে একটি নিউজ চ্যানেলে লাইভ সাক্ষাৎকার দিচ্ছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। সেই সময় তিন অজ্ঞাত পরিচয় যুবক ফতরে ঢুকে তাঁর উপরে হামলা চালায় এবং তাঁকে মারধর করে। মূলত জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী প্রত্যাহার এবং জনমত যাচাইয়ের জন্য গণভোট আয়োজনের দাবিকে সমর্থন করার কারণে তাঁর উপরে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রশান্ত ভূষণ।
এই ঘটনায় সেখানে উপস্থিত অন্যান্য আইনজীবীরা একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও, বাকিরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময়, ধৃত আততায়ী নিজেকে শ্রী রাম সেনার দিল্লি ইউনিটের সভাপতি ইন্দর ভার্মা বলে পরিচয় দেয়। পাশাপাশি সে অন্য একজন আততায়ীর নাম ভগত সিং ক্রান্তি সেনার সভাপতি তাজিন্দর পাল সিং বাগ্গা বলে জানায়। ‘ভগত সিং ক্রান্তি সেনা’ তাদের ফেসবুক পেজ থেকেও এই হামলার দায় স্বীকার করেছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমও এই হামলার নিন্দা করেন এবং তিনি দিল্লির পুলিশ কমিশনার বি কে গুপ্তার সঙ্গেও হামলার বিষয়ে আলোচনা করেন।
এর থেকে প্রমাণ হয় যে, সম্প্রতি বিজেপির শাসনকালে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণের উপর হামলা দাবিতে ছড়ানো হচ্ছে কংগ্রেসের আমলের পুরনো ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে বিজেপির শাসনকালে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণের উপর এ বার হামলা চালিয়েছে বিজেপি নেতারা।
ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের বা বিজেপির শাসনামলের নয়, বরং সেটি কংগ্রেস তথা ইউপিএ-২ সরকারের শাসনকাল অর্থাৎ ২০১১ সালের ১২ অক্টোবর দিল্লির ঘটনা।