ফ্যাক্ট চেক: ইসলামাবাদের পার্লারে কর্মরত মহিলাদের গণধর্ষণ? ভিডিও-র সত্যতা জানুন

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র যুবতীদের ধর্ষণ করা হয়নি। বরং ২০২৫ সালের ১৯ জুলাই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত ল্যশ নামক একটি বিউটি পার্লারে জেনারেটরের ধোঁয়ার কারণে অজ্ঞান হয়ে পড়েছিল ওই দশজন যুবতী।

Advertisement
ফ্যাক্ট চেক: ইসলামাবাদের পার্লারে কর্মরত মহিলাদের গণধর্ষণ? ভিডিও-র সত্যতা জানুন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে, একটি ঘরের ভিতরে বেশকিছু যুবতীকে মেঝে বা চেয়ারে বসে অথবা নীচে শুয়ে কাতরাতে দেখা যাচ্ছে। পাশাপাশি, ক্যামেরার পিছন থেকে এক ব্যক্তি সেখানে উপস্থিত এক মহিলার থেকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলছেন যে তাঁরা শ্বাস নিতে পারছে না। অন্যদিকে ওই একই ব্যক্তিকে যুবতীদের অ্যাম্বুলেন্স তোলার কথাও বলতে শোনা যাচ্ছে। 

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, মেয়ে হয়ে ঘরে না থাকার কারণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি বিউটি পার্লারে কর্মরত ১৬ জন মহিলাকে গণধর্ষণ করেছে মৌলবাদীরা। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “পাকিস্তানের ইসলামাবাদে একটি বিউটি পার্লারে কর্মরত ১৬ জন নারীকে একত্ৰে গনধর্ষণ করা হয়েছে। তাও আবার দিনে দুপুরে। ধৰ্ষণেৱ পর মেয়েগুলো এভাবেই মেঝেতে পড়ে আহাজারি করতে থাকে। মেয়েরা ঘরে থাকবে - তারা কেন পার্লারগুলোতে এসে আখেরাতের রাস্তা নষ্ট করে এর সাজা হিসেবে মৌলবাদীরা তাদেরকে ধর্ষণ করে।” (সব বানান অপরিবর্তিত) 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র যুবতীদের ধর্ষণ করা হয়নি। বরং ২০২৫ সালের ১৯ জুলাই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত ল্যশ নামক একটি বিউটি পার্লারে জেনারেটরের ধোঁয়ার কারণে অজ্ঞান হয়ে পড়েছিল ওই দশজন যুবতী।

সত্য উন্মোচন হলো যেভাবে

প্রথমত, ভাইরাল ভিডিওটি সন্দেহজনক। কারণ সম্প্রতি পাকিস্তানের কোনও বিউটি পার্লারে এক সঙ্গে ১৬ জনকে গণধর্ষণ করা হলা সেই সংক্রান্ত খবর অবশ্যই পাকিস্তানি তথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হতো। কিন্তু এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চে এমন কোনও তথ্য বা প্রতিবেদন পাওয়া যায়নি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। 

এরপর দাবির সত্যতা জানতে ভিডিও থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানি সাংবাদিক Israr Ahmed Rajpoot-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে উর্দুতে উল্লেখ করা হয়েছে, “রাওয়ালপিন্ডির পাঁচ নম্বর রোডের একটি বিউটি পার্লারে জেনারেটরের গ্যাসের সংস্পর্শে আসা ১৬ জন মেয়ের অজ্ঞান হয়ে যাওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে।”

Advertisement

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে পাকিস্তানি সংবাদমাধ্যম Mega News-সহ একধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত ভিডিও পাওয়া যায়। সেই সব ভিডিও থেকে জানা যায়, ২০২৫ সালের ১৯ জুলাই, রাওয়ালপিন্ডির পাঁচ নম্বর রোডের কমার্শিয়াল মার্কেটে অবস্থিত লুশ নামক একটি বিউটি পার্লারে জেনারেটরের ধোঁয়ার কারণে দশজন মহিলা অজ্ঞান হয়ে পড়েন। 

তবে এরপর বিষয়টি সম্পর্কে জানতে আমরা উপরে উক্ত পাকিস্তানি সাংবাদিক Israr Ahmed Rajpoot-র সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “ভাইরাল ভিডিওটি রাওয়ালপিন্ডির কমার্শিয়াল মার্কেটের ল্যশ বিউটি পার্লারের ঘটনা। চলতি বছরের ১৯ জুলাই ওই বিউটি পার্লারের লাগানো জেনারেটরের ধোঁয়া পার্লারের ভিতরে ঢুকে পড়েছিল। আর সেই ধোঁয়ার কারণে সেখানে কর্মরত প্রায় ১০ জন মহিলা অসুস্থ এবং অচৈতন্য হয়ে পড়েন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। যদিও ভাইরাল ভিডিওটি প্রকাশ্যে আসে গত ১৭ সেপ্টেম্বর। 

পাশাপাশি, Israr Ahmed Rajpoot আরও জানান, “তবে অনেকে পরবর্তীতে এই ভিডিও শেয়ার করে ওই মহিলাদের ধর্ষণ করা হয়েছে বলে মিথ্যে প্রচার করছে। কিন্তু গত  ১৯ জুলাই রাওয়ালপিন্ডির নিউ টাউন থানার পুলিশ এই সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করে সেখানেও স্পষ্টভাবে ল্যশ নামক ওই বিউটি পার্লারে জেনারেটরের ধোঁয়ার কারণে দশজন মহিলার অজ্ঞান হয়ে পড়ার কথায় উল্লেখ করা হয়েছে।” Israr Ahmed Rajpoot আমাদের নিউ টাউন থানার পুলিশ এই সংক্রান্ত রিপোর্টটি পাঠালে আমরা সেটি ভালো করে পর্যবেক্ষণ করলে সেখানেও এই একই তথ্য পাওয়া যায়। নিচে পুলিশের রিপোর্টটি দেখা যাবে।

গত ১৯ সেপ্টেম্বর Capitaltvpk নামক অন্য একটি পাকিস্তানি সংবাদমাধ্যমে এই ঘটনার একটি গ্রাউন্ড রিপোর্ট পাওয় যায়। সেখানে ওই বিউটি পার্লারের পাশের এক দোকানদার ওই মহিলাদের ধর্ষণ করা হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্য বলে উল্লেখ করেছেন। পাশাপাশি, গত ১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডি পুলিশের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি টুইট পাওয়া যায়। সেখানে পুলিশের তরফে জানানো হয়েছে, “১৯ জুলাই নিউটাউন থানা এলাকার একটি বিউটি পার্লারে জেনারেটরের ধোঁয়া ভরে যায়। এর জেরে পার্লারের দশজন মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অনুগ্রহ করে ভিত্তিহীন, মিথ্যা এবং চাঞ্চল্যকর গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। এটি শাস্তিযোগ্য অপরাধ।”  

এর থেকে প্রমাণ হয় যে, মিথ্যে গণধর্ষণের দাবিতে শেয়ার করা হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি বিউটি পার্লারে জেনারেটরের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া মহিলাদের ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, ইসলামাবাদের একটি বিউটি পার্লারে কর্মরত ১৬ জন মহিলাকে গণধর্ষণ করেছে মৌলবাদীরা।

ফলাফল

ভাইরাল ভিডিও-র যুবতীদের ধর্ষণ করা হয়নি। বরং ২০২৫ সালের ১৯ জুলাই পাকিস্তানের রাওয়ালপিন্ডির ল্যশ বিউটি পার্লারে জেনারেটরের ধোঁয়ার কারণে অজ্ঞান হয়ে পড়েছিল ওই দশজন যুবতী।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement