ফ্যাক্ট চেক: গোয়ায় BJP-র বিরুদ্ধে জেন জি-দের বিক্ষোভ? না, ভিডিওটি মেক্সিকোর

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র সঙ্গে গোয়া তো নয়ই, এমনকি ভারতের সঙ্গেও কোনও সম্পর্ক নেই। বরং এটি চলতি বছরের ১৫ নভেম্বর (স্থানীয় সময়) মেক্সিকোর জালিস্কোর রাজ্যের রাজধানী গুয়াদালাজারারয় অবস্থিত রাজ্যের প্রধান সরকারি কার্যালয় ‘প্যালাসিও দে গোবিয়েরনো দেল এস্তাদো দে জালিসকো’র সামনে জেন জি-দের সরকার বিরোধী বিক্ষোভের দৃশ্য। 

Advertisement
ফ্যাক্ট চেক: গোয়ায় BJP-র বিরুদ্ধে জেন জি-দের বিক্ষোভ? না, ভিডিওটি মেক্সিকোর

সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও বেশ ভাইরাল। যেখানে বেশকিছু যুবক-যুবতীকে একটি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে এবং ভবনের দরজা ভাঙার চেষ্টা করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি বিজেপি সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে গোয়ার পানাজিতে জেন জি-দের বিক্ষোভের দৃশ্য।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে সেটির ফ্রেমের উপরে লিখেছেন, “গদি মিডিয়া দেখাবে না। EXCLUSIVE: দেশজুড়ে বিজেপির নোংরা ষড়যন্ত্রের বিরুদ্ধে বিহারের পর এবার গোয়ায় GEN-Z আন্দোলন।” পাশাপাশি, ভিডিও-র ক্যাপশনে লেখা হয়েছে, “বিহারের পর এবার গোয়া !! সারাদেশ জুড়ে বিজেপির নোংরা ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার গোয়ার পানাজিতে GEN Z আন্দোলন।” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র সঙ্গে গোয়া তো নয়ই, এমনকি ভারতেরও কোনও সম্পর্ক নেই। বরং এটি চলতি বছরের ১৫ নভেম্বর (স্থানীয় সময়) মেক্সিকোর জালিস্কোর রাজ্যের রাজধানী গুয়াদালাজারারয় অবস্থিত রাজ্যের প্রধান সরকারি কার্যালয় ‘প্যালাসিও দে গোবিয়েরনো দেল এস্তাদো দে জালিসকো’র সামনে জেন জি-দের সরকার বিরোধী বিক্ষোভের দৃশ্য।  

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ১৬ নভেম্বর  POPULAR FRONT নামক একটি এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে ক্লিপটিকে মেক্সিকোর বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, লেখা হয়েছে, “বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে গুয়াদালাজারার সরকারি প্রাসাদে প্রবেশ করছে।”

উক্ত তথ্যের উপরে ভিত্তি করে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে গত ১৬ নভেম্বর মেক্সিকোর গুয়াদালাজারার ভিত্তিক সংবাদমাধ্যম ‘DK 1250’ এক্স হ্যান্ডেলে এবং মেক্সিকান সংবাদমাধ্যম ‘El Occidental’ এবং ‘El Semanario’এর সম্পাদক রামিরো এসকোটোর অফিশিয়াস এক্স হ্যান্ডেলে এই একই তথ্য এবং একই ভিডিও-সহ এই বিক্ষোভের আরও একাধিক ক্লিপ পাওয়া যায়। উভয় পোস্টেই, ভিডিওগুলিকে জালিসকোর রাজধানী গুয়াদালাজারারয় অবস্থিত রাজ্যের প্রধান সরকারি কার্যালয় ‘প্যালাসিও দে গোবিয়েরনো দেল এস্তাদো দে জালিসকো’তে জেন জি-দের বিক্ষোভের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। এমনকি, গুগল ম্যাপেও ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া ‘প্যালাসিও দে গোবিয়েরনো দেল এস্তাদো দে জালিসকো’ ভবনটি খুঁজে পাওয়া যায়।

Advertisement

ফক্স নিউজ-সহ একাধিক অন্তর্জাতিক এবং মেক্সিকান সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে মেক্সিকো সরকার তথা দেশটির রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেনবাউমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। সরকারের সেই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন পশ্চিম মেক্সিকোর উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজো। আর সেই মানজোকেই গত ১ নভেম্বর প্রকাশ্যে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। আর তাঁর খুনের ঘটনার পরেই মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াদালাজারার-সহ গোটা মেক্সিকো জুড়ে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। মূলত জেন জি-দের নেতৃত্বে চলা এই বিক্ষোভ থেকে রাষ্ট্রপতি শেনবাউমের পদত্যাগ, মানজোর খুনের সঙ্গে যুক্ত অপরাধীদের শাস্তি, ক্রমবর্ধমান অপরাধ ও দুর্নীতি থেকে মুক্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। 

এর থেকে প্রমাণ হয় যে, গোয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে জেন জি-দের বিক্ষোভ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে মেক্সিকোর ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে গোয়ার পানাজিতে জেন জি-দের বিক্ষোভের দৃশ্য।

ফলাফল

ভাইরাল ভিডিও-র সঙ্গে গোয়া তো নয়ই, এমনকি ভারতের সঙ্গেও কোনও সম্পর্ক নেই। বরং সেটি মেক্সিকোর গুয়াদালাজারার শহরে জেন জি-দের সরকার বিরোধী বিক্ষোভের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement