scorecardresearch
 

ফ্যাক্ট চেক: ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়? না, ভাইরাল ছবিটি সম্পাদিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

Advertisement

দ্বিতীয় বারের জন্য আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে হারিয়ে ফের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করতে চলেছেন রিপাবলিকান নেতা। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন চলাকালীন গত ৩১ অক্টোবর বাংলাদেশে হিন্দুদের উপরে হওয়া অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তার পর থেকেই রাজনৈতিক মহলে বাংলাদেশের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। 

আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নব-নির্বাচিত আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাতের তথাকথিত একটি ছবি। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। 

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিটি শেয়ার করে লিখেছেন, “ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পর সাক্ষাৎ করলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র, সজীব ওয়াজেদ জয়। সেই সুবাদে.. সুদি মহাজনদের পায়জামা মাখানোর অবস্থা।” (সব বানান অপরিবর্তিত।) 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবিটি ভুয়ো এবং সম্পাদিত। আসল ছবিতে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ছিলেন মার্কিন সেনেটর মার্কো রুবিও। তাঁর মুখ এডিট করে সেখানে সজীব ওয়াজেদ জয়ের মুখ বসানো হয়েছে। 

কীভাবে জানা গেল সত্য?

প্রথমত, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় প্রত্যাবর্তন করার পর সম্প্রতি তাঁর সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সাক্ষৎ করে থাকলে সেই সংক্রান্ত খবর অবশ্যই বাংলাদেশি তথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। তাই ভাইরাল দাবির সত্যতা জানতে আমরা এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করি। কিন্তু সেই সার্চে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যা থেকে এই দাবির সত্যতা প্রমাণ হয়।

Advertisement

তাই এরপর ভাইরাল ছবি ও দাবির সত্যতা জানতে সেটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৪ সালের ৪ নভেম্বর ভাইরাল ছবির সঙ্গে সাদৃশ্য যুক্ত একটি ছবি-সহ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে ছবির উল্লেখ করা হয়েছে, “রালেতে আয়োজিত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন সেনেটর মার্কো রুবিও।” 

এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী সার্চ করলে ২০২৪ সালের ৪ নভেম্বর অপর এক মার্কিন সংবাদ মাধ্যম USA Today-তে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে ব্যবহৃত এই একই ছবি-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “২০২৪ সালের ৪ নভেম্বর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর মার্কো রুবিওকে নর্থ ক্যারোলিনার রালের জেএস ডর্টন এরিনায় আয়োজিত নির্বাচনী সমাবেশের সময় অভ্যর্থনা জানিয়েছেন।” 

এরপর পরবর্তী সার্চে ২০২৪ সালের ৪ নভেম্বর ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রালেতে আয়োজিত নির্বাচনী সমাবেশের একটি লাইভ সম্প্রচার পাওয়া যায়। সেই ভিডিওর ৩৬ মিনিট ৫৪ সেকেন্ডের ফ্রেমে ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর মার্কো রুবিওকে অভ্যর্থনা প্রদান ও বুকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। 

এরপর আমরা নিউ ইয়র্ক পোস্ট ও USA Today-তে ব্যবহৃত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেনেটর মার্কো রুবিও-র ছবি এবং ট্রাম্পের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রালেতে আয়োজিত নির্বাচনী সমাবেশের ভিডিওর ৩৬ মিনিট ৫৪ সেকেন্ডের ফ্রেমের সঙ্গে ভাইরাল ছবিটিকে পাশাপাশি রেখে তুলনা করি। তখন এটা স্পষ্টভাবে বোঝা যায় যে, ভাইরাল ছবিতে সেনেটর মার্কো রুবিওর মুখ এডিট করে সেখানে তার পরিবর্তে সজীব ওয়াজেদ জয়ের মুখ বসানো হয়েছে। নিচে উভয় ছবির তুলনা দেখা যাবে।

এর থেকে প্রমাণ হয় যে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ও সম্পাদিত ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

ফলাফল

ভাইরাল ছবিটি ভুয়ো এবং সম্পাদিত। আসল ছবিতে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ছিলেন মার্কিন সেনেটর মার্কো রুবিও। তাঁর মুখ এডিট করে সেখানে সজীব ওয়াজেদ জয়ের মুখ বসানো হয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement