ফ্যাক্ট চেক: উচ্চবর্ণের মেয়েকে বিয়ে করে হিন্দুত্ববাদীদের হাতে খুন তেলেঙ্গানার দলিত যুবক?

আজতক ফ্যাক্ট চেক করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে জাতিগত বৈষম্যের কোনও সম্পর্ক নেই। মাদকাসক্তি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে গত ১৬ ফেব্রুয়ারি হায়দরাবাদের মেডচালে নিজের ভাইদের হাতে খুন হয়েছিলেন জি উমেশ নামক ২৪ বছরের ওই যুবক।

Advertisement
ফ্যাক্ট চেক: উচ্চবর্ণের মেয়েকে বিয়ে করে হিন্দুত্ববাদীদের হাতে খুন তেলেঙ্গানার দলিত যুবক?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ক্লিপের সমন্বয়ে তৈরি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে প্রথম ক্লিপটিতে প্রকাশ্য দিবালোকে কোনও একটি রাস্তার উপরে কিংবা বাসস্ট্যান্ডে দু’জনকে অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ক্লিপে বেশকিছু মানুষ রাস্তার উপরে পড়ে থাকা আক্রান্ত ওই ব্যক্তিকে ঘিরে রয়েছেন।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, দলিত হয়ে উচ্চবর্ণের এক মেয়েকে বিয়ে করায় তেলেঙ্গানায় হিন্দুত্ববাদী সংগঠনের দুষ্কৃতীরা উমেশ নামক এক যুবককে খুন করেছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “উচ্চ জাতির হিন্দুত্ব উগ্রবাদীরা একজন দলিত যুবক উমেশকে ছুরি দিয়ে হত্যা করেছে, শুধুমাত্র সে একজন উচ্চ জাতির মেয়েকে বিয়ে করেছিল। ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যে ঘটেছে।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে জাতিগত বৈষম্যের কোনও সম্পর্ক নেই। মাদকাসক্তি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে গত ১৬ ফেব্রুয়ারি হায়দরাবাদের মেডচালে নিজের ভাইদের হাতে খুন হয়েছিলেন জি উমেশ নামক ২৪ বছরের ওই যুবক।

কীভাবে জানা গেল সত্য?

ভাইরাল ভিডিও ও দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম সংগ্রহ করে সেগুলি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে গত ১৬ ফেব্রুয়ারি ETV Andhra Pradesh-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও ক্লিপ-সহ তেলেগুতে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি হায়দরাবাদের মেডচাল এলাকার। সেখানে প্রকাশ্য রাস্তার উপরে জি উমেশ নামক এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা।

এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী সার্চ করলে গত ১৬ ফেব্রুয়ারি দ্য টাইমস অব ইন্ডিয়া গ্রুপের তেলেগু সংবাদমাধ্যম Samayam-এর অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেখানে ভাইরাল ভিডিও ও সেটির একাধিক স্ক্রিনশট-সহ উল্লেখ করা হয়েছে, জি উমেশ প্রায়ই মদ খেয়ে এসে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা ও তাদের মারধর করত। আর এর জেরে অতিষ্ঠ হয়ে তার নিজের ছোট ভাই এবং অন্য এক যুবক মিলে ১৬ ফেব্রুয়ারি হায়দরাবাদের মেডচালে তাকে কুপিয়ে খুন করে। 

Advertisement

গত ১৭ ফেব্রুয়ারি Telangana Today-তে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, উমেশ খুন করার অভিযোগে পুলিশ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা হল জি. রাকেশ, জি. লক্ষ্মণ, বি. নবীন, বি. সুরেশ এবং বি. নরেশ। এদের মধ্যে জি. রাকেশ সম্পর্কে উমেশের নিজের ছোট ভাই এবং বাকিরা তার কাকাতো ভাই। প্রতিবেদন অনুযায়ী মেডচালের ডিএসপি এন কোটি রেড্ডি জানিয়েছেন, "অভিযুক্তরা প্রথমে উমেশকে আটকে তার উপরে ছুরি দিয়ে আক্রমণ করলে সে তাদের হাত থেকে পালিয়ে রাস্তার দিকে দৌড়ায়। তখন রাকেশ ও লক্ষ্মণ তাকে ধাওয়া করে এবং প্রকাশ্যে দুটি ছুরি দিয়ে তাকে খুন করে।"

এর থেকে প্রমাণ হয় যে, হায়দরাবাদের মেডচালের পারিবারিক বিবাদের জেরে খুনের ঘটনাকে মিথ্যে জাতিগত বৈষম্যের রং লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, দলিত হয়ে উচ্চবর্ণের মেয়েকে বিয়ে করায় তেলেঙ্গানায় হিন্দুত্ববাদী সংগঠনের দুষ্কৃতীরা উমেশ নামক এক যুবককে খুন করেছে। 

ফলাফল

ভিডিওটির সঙ্গে জাতিগত বৈষম্যের কোনও সম্পর্ক নেই। মাদকাসক্তি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে গত ১৬ ফেব্রুয়ারি হায়দরাবাদের মেডচালে নিজের ভাইদের হাতে খুন হয়েছিলেন জি উমেশ।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement