ফ্যাক্ট চেক: বিহার বিধানসভার প্রাক্কালে NDA ছাড়লেন LJP (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান?

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, চিরাগ পাসওয়ানের এনডিএ ত্যাগের দাবিটি ভিত্তিহীন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাঁর দল এলজেপি (রামবিলাস) এনডিএ ত্যাগ করেনি। অন্যদিকে, চিরাগের দলের ৩৮ জন বিধায়ক নয় বরং গত ২৬ জুলাই বিহারের খাগড়িয়া জেলার ৩৮ জন এলজেপি নেতা পদত্যাগ করেছিলেন। কিন্তু তাঁদের কেউ বিধায়ক নন।

Advertisement
ফ্যাক্ট চেক: বিহার বিধানসভার প্রাক্কালে NDA ছাড়লেন LJP (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান?

সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে কলকাতা টিভির একটি নিউজ ক্লিপ। যেখানে উপস্থাপককে বলতে শোনা যাচ্ছে, “বিহারের বিধানসভা নির্বাচনের আগে চিরাগ পাসওয়ানের এলজেপি তথা লোক জনশক্তি পার্টির (রামবিলাস) ৩৮ জন নেতা একসঙ্গে ইস্তফা দিয়েছেন।”

নিউজ ক্লিপটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ ছাড়লেন এলজেপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান। পাশাপাশি, বিহার বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তাঁর দলের ৩৮ জন বিধায়ক। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ক্লিপটি শেয়ার করে লিখেছেন, “দেখুন ব্রেকিং নিউজ। মোদীর NDA এর হাত ছেড়ে দিলো চিরাগ পাসোয়ান। বিহারের নির্বাচনের আগে 38 জন বিধায়ক নেতা দিলেন ইস্তফা...!!!” পাশাপাশি, ভিডিওর ফ্রেমের উপরে তিনি লিখেছেন, “দেখুন মোদীর সাথে একি হলো। চিরাগ পাসোয়ানের ৩৮জন নেতা একসঙ্গে ইস্তফা। NDAতে বিরাট পাটল।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, চিরাগ পাসওয়ানের এনডিএ ত্যাগের দাবিটি ভিত্তিহীন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাঁর দল এলজেপি (রামবিলাস) এনডিএ ত্যাগ করেনি। অন্যদিকে, চিরাগের দলের ৩৮ জন বিধায়ক নয় বরং গত ২৬ জুলাই বিহারের খাগড়িয়া জেলার ৩৮ জন এলজেপি নেতা পদত্যাগ করেছিলেন। কিন্তু তাঁদের কেউ বিধায়ক নন।

সত্য উন্মোচন হলো যেভাবে

প্রথমত, ভাইরাল কলকাতা টিভির নিউজ ক্লিপটি পর্যবেক্ষণের সময় লক্ষ্য করা যায়, সেখানে অ্যাঙ্কার বা উপস্থাপককে ৩৮ জন এলজেপি নেতার ইস্তফার কথা বলতে শোনা যাচ্ছে। কিন্তু সেখানে তাঁরা বিধায়ক কিনা এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন কিনা সে বিষয়ে কোনও তথ্য উল্লেখ করা হয়নি। তবে বিষয়টি সম্পর্কে জানতে আমরা চলতি বছরের ২৭ জুলাই কলকাতা টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ভাইরাল ক্লিপটির মূল এবং বর্ধিত সংস্করণটি খুঁজে পাই। সেই প্রতিবেদন থেকে জানা যায়, দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিহারের খাগড়িয়া জেলার ৩৮ জন এলজেপি (রামবিলাস) নেতা দল থেকে ইস্তফা দিয়েছেন।  

Advertisement

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়, গত ২৬ জুলাই এলজেপি-র (রামবিলাস) খাগড়িয়া জেলা কমিটির ৩৮ জন শীর্ষ নেতা পদত্যাগ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, দলের প্রদেশ মহাসচিব রতন পাসওয়ান, প্রাক্তন জেলা সভাপতি শিবরাজ যাদব এবং যুব জেলা সভাপতি সুজিত পাসওয়ান-সহ জেলার সাতটি ব্লকের সভাপতি। মূলত, দল তথা খাগড়িয়ার সাংসদ রাজেশ বর্মার অভদ্র আচরণ ও দলীয় কর্মীদের সঙ্গে তাঁর অসৌজন্যমূলক ব্যবহার এবং নতুন জেলা সভাপতি মণীশ কুমার (নাটা সিং)-এর নিয়োগ সংক্রান্ত বিবাদের জেরে এই পদত্যাগ বলে জানা গেছে। তবে কোনও প্রতিবেদনেই

যদিও আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যেখানে এই ৩৮ জন নেতাকে বিধায়ক বা এদের মধ্যে কেউ বিধায়ক আছেন কিনা সেই সংক্রান্ত কোনও তথ্য উল্লেখ করা হয়নি। তবে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে আমরা জানতে পারি, বিহার বিধানসভাতে এলজেপি-র ৩৮ জন বিধায়কই নেই। বরং ২০২০ সালের বিধানসভা নির্বাচনে এলজেপি কেবলমাত্র একটি আসন জয়লাভ করেছিল। সেটিও খাগড়িয়া জেলাতে ছিল না। বরং সেটি ছিল বেগুসরাই জেলার মোতিহানী বিধানসভা কেন্দ্র এবং মাত্র ৩৩৩ ভোটের ব্যবধানে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রাজ কুমার সিং

এখানে উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের আগে চিরাগ পাসওয়ান তথা তাঁর দল এলজেপি (রামবিলাস) এনডিএ ত্যাগ সেটি অবশ্য একটি বড় খবর। এবং সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। তাই এরপর পরবর্তী অনুসন্ধানে আমরা জানার চেষ্টা করি, সম্প্রতি চিরাগ পাসওয়ান তথা তাঁর দল এলজেপি (রামবিলাস) এনডিএ ত্যাগ করেছেন কিনা। তবে আমাদের অনুসন্ধানে এমন কোনও তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যেখানে চিরাগ পাসওয়ানের এনডিএ ছাড়ার কথা উল্লেখ করা হয়েছে। বরং গত ১৫ আগস্ট ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে চিরাগ পাসওয়ান তাঁর এনডিএ ত্যাগের দাবিকে বিরোধীদের প্রচার বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, “যতদিন পর্যন্ত আমাদের জোটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ততদিন পর্যন্ত আমি এনডিএ ছাড়ার কথা ভাবতেও পারি না।”


এর থেকে প্রমাণ হয় যে, চিরাগ পাসওয়ানের এনডিএ ত্যাগ এবং তাঁর দলের ৩৮ জন বিধায়কের পদত্যাগের বিভ্রান্তিকর দাবিতে ছড়ানো হচ্ছে কলকাতা টিভির নিউজ ক্লিপ।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ ছাড়লেন এলজেপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান এবং বিহার বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তাঁর দলের ৩৮ জন বিধায়ক।

ফলাফল

এলজেপি-র ৩৮ জন বিধায়কই নেই। মাত্র একজন রয়েছেন। গত ২৬ জুলাই বিহারের খাগড়িয়া জেলায় বরং ৩৮ জন এলজেপি নেতা পদত্যাগ করেছিলেন। কিন্তু তাঁদের কেউ বিধায়ক নন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement