ফ্যাক্ট চেক: মুসলিমদের সমর্থনে ‘আই লাভ মহম্মদ’ লেখা টি-শার্ট পরেছেন রাহুল গান্ধী?

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র ছবিগুলি সম্পাদিত। ২০২৪ সালে ১১ নভেম্বর কেরলের ওয়েনাড়ে তোলা মূল ছবিতে রাহুল গান্ধী তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধীর হয়ে ভোট প্রচারে অংশ নেওয়ার সময় 'আই লাভ ওয়ানাড' লেখা একটি টি-শার্ট পরেছিলেন।

Advertisement
ফ্যাক্ট চেক: মুসলিমদের সমর্থনে ‘আই লাভ মহম্মদ’ লেখা টি-শার্ট পরেছেন রাহুল গান্ধী?

গত ৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুরে বরওয়াফাত বা ইদে-মিলাদ-উন-নবির শোভাযাত্রার পথে ‘আই লাভ মহম্মদ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। ঐতিহ্যবাহী এই মিছিলে একটি ‘নতুন প্রথা’-র সংযোজন করা হচ্ছে অভিযোগ তুলে এর বিরোধীতা করে স্থানীয় কিছু হিন্দু সংগঠন। এরপরেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ। পরিস্থিতি উত্তাপ্ত হয়ে পড়তেই হস্তক্ষেপ করে প্রশাসন এবং উভয় পক্ষ নিয়ে করা হয় মধ্যস্থতা।

এই ঘটনার প্রতিবাদে এবং ‘আই লাভ মহম্মদ’-এর সমর্থনে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও তেলাঙ্গানা-সহ গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেছে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে কয়েকটি ছবি সম্বলিত একটি ভিডিও। যেখানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ‘আই লাভ মহম্মদ’ লেখা সাদা রঙের একটি টি-শার্ট পরে তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে একটি জনসভায় অংশ নিতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, দেশ জুড়ে ‘আই লাভ মহম্মদ’ সংক্রান্ত বিতর্কের মধ্যে মুসলিম সম্প্রদায়ের প্রতি নিজের সমর্থন জানাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের টি-শার্টে ‘আই লাভ মহম্মদ’ লিখেছেন। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে এর ফ্রেমের উপরে লিখেছেন, “ভারতে মুসলিমদের পক্ষে দাঁড়ালেন রাহুল গান্ধী এবং নিজের টি-শার্টে লিখালেন আই লাভ মুহাম্মদ।” (সব বানান অপরিবর্তিত) 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র ছবিগুলি সম্পাদিত। ২০২৪ সালে ১১ নভেম্বর কেরলের ওয়েনাড়ে তোলা মূল ছবিতে রাহুল গান্ধী তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধীর হয়ে ভোট প্রচারে অংশ নেওয়ার সময় 'আই লাভ ওয়ানাড' লেখা একটি টি-শার্ট পরেছিলেন।

সত্য উন্মোচন হলো যেভাবে

প্রথমত, ভাইরাল দাবিটি সন্দেহজনক। কারণ রাহুল গান্ধীর মতো এতো বড় মাপের একজন নেতা নিজের টি-শার্টে যদি ‘আই লাভ মহম্মদ’ লিখে কোনও জনসভায় উপস্থিত হলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। যা থেকে সন্দেহ তৈরি যে রাহুল গান্ধীর টি-শার্টে লেখা ‘আই লাভ মহম্মদ’ ছবিগুলির পিছনে অন্য কোনও গল্প থাকলেও থাকতে পারে।

Advertisement

তাই এরপর ভাইরাল দাবি ও ভিডিওর ছবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৪ সালের ১১ নভেম্বর কংগ্রেসের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে একটি ছবি পাওয়া যায়। সেই ছবির সঙ্গে ভাইরাল ভিডিওতে ব্যবহৃত রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীর ছবির হুবহু মিল পাওয়া যায়। তবে সেই ছবিতে আমরা ‘আই লাভ মহম্মদ’ নয় বরং 'আই লাভ ওয়ানাড' লেখা দেখতে পাই। পাশাপাশি, ছবিটি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, ‘ওয়ানাড জুড়ে ভালোবাসা, উচ্ছাস এবং আশা ছড়ানো হলো।’

এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৪ সালের ১১ নভেম্বর টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন পাওয়া যায়। ভাইরাল ভিডিওতে ব্যবহৃত ছবি-সহ সেখানে উল্লেখ করা হয়েছে, কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচন উপলক্ষ্যে বোন প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে একটি জনসভায় অংশ গ্রহণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই জনসভায় ‘আই লাভ ওয়ানাড’ লেখা একটি সাদা রঙের টি-শার্ট পরে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী। জনসভা থেকে রাহুল বলেন, ওয়ানাডের মানুষ তাকে ভালোবাসার গুরুত্ব শিখিয়েছে। আর সেই কারণেই তিনি 'আই লাভ ওয়ানাড' লেখা টি-শার্টটি পরেছেন।

২০২৪ সালের ১১ নভেম্বর জাতীয় কংগ্রেসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ওয়ানাডের সুলতান বাথেরিতে আয়োজিত এই জনসভার লাইভ সম্প্রচার পাওয়া যায়। সেই লাইভ ভিডিওর ৬ মিনিট ৫২ সেকেন্ডে আমরা স্পষ্টভাবে রাহুল গান্ধীকে ‘আই লাভ ওয়ানাড’ লেখা সাদা রঙের টি-শার্ট পরে মঞ্চে উপস্থিত হতে এবং সেখানে উপস্থিত কর্মীদের টি-শার্টের লেখা দেখাতে দেখতে পাই। এরপর রাহুল এবং প্রিয়ঙ্কাকে হাত নাড়িয়ে কর্মীদের উৎসাহ দিতে দেখা যাচ্ছে। যে ফ্রেমের সঙ্গে ভাইরাল ভিডিওতে ব্যবহত দুই ভাই-বোনের ছবির হুবহু মিল পাওয়া যায়।



এর থেকে প্রমাণ হয় যে, ভাইরাল ভিডিওতে রাহুল গান্ধীর টি-শার্টের পিছনে ‘আই লাভ ওয়ানাড’ লেখাটি এডিট করে তার পরিবর্তে সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘আই লাভ মহম্মদ’ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, দেশ জুড়ে ‘আই লাভ মহম্মদ’ সংক্রান্ত বিতর্কের মধ্যে মুসলিম সম্প্রদায়ের প্রতি নিজের সমর্থন জানাতে ‘আই লাভ মহম্মদ’ লেখা টি-শার্ট পরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ফলাফল

ভাইরাল ভিডিও-র ছবিগুলি সম্পাদিত। ২০২৪ সালে ১১ নভেম্বর কেরলের ওয়েনাডে তোলা মূল ছবিতে রাহুল গান্ধী তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধীর হয়ে ভোট প্রচারের সময় 'আই লাভ ওয়ানাড' লেখা একটি টি-শার্ট পরেছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement