
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর একটি ভিডিও-র অংশ ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দাবি করা হচ্ছে যে, তিনি নাকি মুসলিম সমাজকে উদ্দেশ্য করে বলেছেন যে সকলকে জেলে ঢোকানো হবে।
ভিডিওতে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে, “টুপি, মুখে দাড়ি। গুনে গুনে ঢোকাবো ভেতরে।” ক্যাপশনের দাবি অনুযায়ী, শুভেন্দু মুসলিম সমাজকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “চিন্তা করেন কতটুকু মুসলিম বিদ্বেষী হলে এই ধরনের কথা ওনার মুখে আসে।”
আজ তক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে শুভেন্দু সমগ্র মুসলিম সমাজকে উদ্দেশ্য করে এ কথা বললেনি। সঠিক প্রেক্ষাপট ছাড়াই তাঁর বক্তব্যের একটি অংশ কেটে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তির সৃষ্টি করছে।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিওতে শুভেন্দুর করা মন্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কিওয়ার্ড সার্চ করা হলে এবিপি নিউজের ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওতে শুভেন্দুকে একই ধরনের মন্তব্য করতে শোনা গিয়েছিল।
গত ৮ অগস্ট পোস্ট করা এই ভিডিও-র ক্যাপশনে লেখা হয়, “কোচবিহারে যারা হামলা চালিয়েছিল তাদের গুনে গুনে জেলে ঢোকাব, কাউকে ছাড়ব না: শুভেন্দু।” বিরোধী দলনেতাকে এই ভিডিওতে বলতে শোনা যায়, “গুনে গুনে ঢোকাবো ভেতরে।... একটাও বাংলাদেশের মুসলমান-রোহিঙ্গা, যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নেব আপনারা ভরসা রাখুন।”
এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হলে আজতক বাংলার ইউটিউব চ্যানেলে গত ৮ অগস্ট আপলোড করা আসল ভিডিওটি পাওয়া যায় যেখানে শুভেন্দুর পূর্ণাঙ্গ বক্তব্য প্রেক্ষাপট-সহ দেখা যাবে। এই ভিডিও-র ২ মিনিট ২৯ সেকেন্ডের মাথায় শুভেন্দুকে বলতে শোনা যায়, “দেখছিলেন না ছবিতে। মাথায় টুপি, মুখে দাড়ি। আমার গাড়ির উপরে.. (হাত দিয়ে গাড়িতে আঘাত করার ভঙ্গিতে তর্যমা)। গুনে গুনে ঢোকাবো। লক্ষ্মণ শেঠকে ক্যালেন্ডার করা লোক আমি। গুনে গুনে ঢোকাবো। একটাও বাংলাদেশের মুসলমান-রোহিঙ্গা, যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নেব আপনারা ভরসা রাখুন।”
প্রসঙ্গত, গত ৭ অগষ্ট শুভেন্দু কলকাতার গড়িয়া থেকে রানিকুঠি পর্যন্ত 'কন্যা সুরক্ষা' নামে একটি মিছিল করেন, এরপর একটি সভার আয়োজন করা হয়। সেখান থেকেই তিনি এই বক্তব্য রাখেন।
এরপরের অংশে শুভেন্দুকে বলতে শোনা যায়, “আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি। ওই যে ভিডিওতে দেখছিলেন না বোতল ছুড়ছে, ওটা জল ছিল না পেট্রল ছিল। কাচ ভাঙতে পারেনি, পেট্রল ছড়াচ্ছিল। আর তিন মিনিটে দেশলাই কাঠি মারতো। এদের যাওয়ার সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না।” উল্লেখ্য, গত ৫ অগস্ট কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। তিনি সে বিষয়েই উক্ত মন্তব্য করেছিলেন।
পুরো ভিডিওটি দেখলে বুঝতে বাকি থাকে না যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন তা ছিল কোচবিহারে তাঁর গাড়িতে তাঁর হামলাকারীদের বিরুদ্ধে। সমগ্র মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে নয়। এ বাদে, SIR বিতর্কে শুভেন্দু অধিকারীকে একাধিকবার বলতে শোনা গিয়েছে যে ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। সেই সংক্রান্ত ভিডিও এখানে, এখানে, এখানে দেখা যাবে।
সুতরাং সবমিলিয়ে বলাই যায় যে শুভেন্দু অধিকারীর বক্তব্যের ভিডিও-র একটি অংশ প্রেক্ষাপট ছাড়াই বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হয়েছে।
ভিডিওতে শুভেন্দু অধিকারী বলছেন যে দাড়ি, টুপিওয়ালা মুসলিমদের সবাইকে গুনে গুনে জেলে ঢোকাবেন।
এই ভিডিওটি গত ৭ অগস্টের একটি সভার। যেখানে শুভেন্দু বলেছিলেন যে তাঁর গাড়িতে দাড়ি, টুপিওয়ালা যারা হামলা চালিয়েছিল তাদের গুনে গুনে জেলে ঢোকাবেন।