ফ্যাক্ট চেক: শপথবাক্য পড়তে গিয়ে আটকে যাওয়া মহিলা বিধায়কই বিহারের নতুন শিক্ষামন্ত্রী? 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র মহিলা বিহারের শিক্ষামন্ত্রী নন, বরং তিনি বিহারের নওয়াদার নবনির্বাচিত জেডিইউ বিধায়ক বিভা দেবী। অন্যদিকে, বিহারের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা জেডিইউ বিধায়ক সুনীল কুমার।

Advertisement
ফ্যাক্ট চেক: শপথবাক্য পড়তে গিয়ে আটকে যাওয়া মহিলা বিধায়কই বিহারের নতুন শিক্ষামন্ত্রী? 

সদ্য সমপ্ত বিহার বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছেন নীতীশ কুমার। গত ২০ নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ গ্রহণ করেন তিনি। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিহার বিধানসভায় বিভা দেবী নামক নবনির্বাচিত এক মহিলা বিধায়কের শপথগ্রহণের ভিডিও। যেখানে শপথগ্রহণের সময় তাঁকে বারবার শপথপত্র পড়তে গিয়ে আটকে যেতে দেখা যাচ্ছে। 

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, শপথপত্র পাঠ করতে গিয়ে বারবার আটকে যাওয়া এই মহিলা বিধায়ককেই বিহারের শিক্ষামন্ত্রী করা হয়েছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ইনি কিনা বিহারের শিক্ষামন্ত্রী !! আগামী পাঁচ বছর শিক্ষার কি হাল করবে বোঝাই যাচ্ছে, ষষ্টি পুজো করে ছাড়বে।” পাশাপাশি, ভিডিও-র ফ্রেমের উপর লেখা হয়েছে, “একি বিহারের নতুন শিক্ষামন্ত্রীর নমুনা দেখুন, ইনি আবার কিনা বিহারের শিক্ষার ভবিষ্যত।” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র মহিলা বিহারের শিক্ষামন্ত্রী নন, বরং তিনি বিহারের নওয়াদার নবনির্বাচিত জেডিইউ বিধায়ক বিভা দেবী। অন্যদিকে, বিহারের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা জেডিইউ বিধায়ক সুনীল কুমার।     

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও সম্পর্কে জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ এবং এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করলে একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১ ডিসেম্বর বিহার বিধানসভায় আয়োজিত হয়েছিল নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। এক পর্যয়ে শপথগ্রহণের জন্য ডাকা হয় বিহারের নওয়াদার নবনির্বাচিত জেডিইউ বিধায়ক বিভা দেবীকে। 

কিন্তু শপথগ্রহণের সময় তিনি শপথপত্র পাঠ করতে গিয়ে বারবার আটকে পড়ছিলেন এবং হিমশিম খাচ্ছিলেন। তখন তাঁর পাশে বসে থাকা সহকর্মী বিধায়ক মনোরমা দেবী তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। এবং মনোরমা দেবী সাহায্যে তিনি কোনও রকম ভাঙা-ভাঙা বাক্যে শপথবাক্য পাঠ করা শেষ করেন। তবে কোনও প্রতিবেদনেই বিভা দেবীকে বিহারের নতুন শিক্ষা মন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়নি।

Advertisement

এরপর বর্তমানে বিহার সরকারের শিক্ষা মন্ত্রকের দায়িত্ব কোনও বিধায়কে দেওয়া হয়েছে সে বিষয়ে অনুসন্ধান চালালে ২০২৫ সালের ২১ নভেম্বর নবভারত টাইমসের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে জয়লাভের পর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার-সহ মন্ত্রিসভার মোট ২৭ জন মন্ত্রী শপথগ্রহণ করেছেন। আর এই ২৭ জনের মধ্যে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার তথা ভোরে বিধানসভার জেডিইউ বিধায়ক সুনীল কুমার। তিনি এর আগের মন্ত্রীসভাতেও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন,পুনরায় তাঁকে এই পদে বসানো হয়েছে। এখানে উল্লেখ্য, এই ২৭ জন মন্ত্রীর তালিকায় বিভা দেবীর নাম পাওয়া যায়নি। অর্থাৎ তিনি কোনও মন্ত্রকের দায়িত্ব পাননি।

 

সব মিলিয়ে স্পষ্ট হয়ে যায়, বিহার বিধানসভায় শপথ পাঠে বারবার আটকে পড়া জেডিইউ বিধায়ক বিভা দেবী বিহারের শিক্ষামন্ত্রী নন। এবং তিনি বিহারের কোনও মন্ত্রীপদেই নেই। সুতরাং দাবিটি ভিত্তিহীন। 

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, বিহারের নতুন শিক্ষামন্ত্রী নিজেই বিধানসভায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে শপথপত্র পাঠ করতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন।

ফলাফল

ভাইরাল ভিডিও-র মহিলা বিহারের শিক্ষামন্ত্রী নন, বরং তিনি বিহারের নওয়াদার নবনির্বাচিত জেডিইউ বিধায়ক বিভা দেবী। অন্যদিকে, বিহারের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা জেডিইউ বিধায়ক সুনীল কুমার। বিভা দেবী কোনও মন্ত্রীপদ পাননি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement