
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে একটি রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পাশে বেশ কয়েকজনের উপস্থিতিতে এক যুবতীর কপালে ফোঁটা বা তিলক জাতীয় কিছু কেটে দিতে দেখা যাচ্ছে অন্য একজন মহিলাকে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করার কারণে এক স্কুল ছাত্রীকে জরিমানা করেছিল রেল। এই ঘটনার একদিন পরে সেই ছাত্রীই এক মহিলার গয়না কুড়িয়ে পেয়ে তা ফিরিয়ে দেওয়ায় রেলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরল ছবিটি শেয়ার করে সেটির ফ্রেমের উপরে লিখেছেন, “এই স্কুল পোশাক পরা মেয়ের কাছে টিকিট না থাকায় ৪৫০ টাকা জরিমানা নেওয়া হয়। পরের দিন, সেই মেয়েটিই স্টেশনে এসে ৬ লক্ষ টাকার হারানো চেইনটি ওই মহিলাকে ফেরত দেয়। তার সততা ও মহৎ মন সত্যিই আমাদের অনুপ্রেরণা দেয়।” অন্যদিকে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “সততা ও মহৎ মন সত্যিই আমাদের অনুপ্রেরনা দেয়।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবিতে যে যুবতীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে তিনি কোনও স্কুল ছাত্রী নয় বরং একজন রেলকর্মী। ২০২১ সালের জানুয়ারি মাসে পশ্চিম রেলওয়ের হয়ে প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত মালবাহী ট্রেন পরিচালনার দায়িত্বে থাকার জন্য রেলের তরফে ওই যুবতী-সহ আর দুই মহিলা রেলকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ছবি ও দাবির সত্যতা জানতে সেটি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২১ সালের ৭ জানুয়ারি দক্ষিণ এশিয়া ভিত্তিক সংবাদমাধ্যম South Asia Monitor-এ এই একই ছবি-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ৫ জানুয়ারি পশ্চিম রেলওয়ের তরফে মহারাষ্ট্রের পালঘরের ভাসাই রোড থেকে গুজরাটের ভদোদরার ভালসাদ স্টেশন পর্যন্ত প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি মালবাহী ট্রেন চালানো হয়।
প্রতিবেদন থেকে আরও জানা ট্রেনটির চালকের ভূমিকায় ছিলেন কুমকুম ডোংরে এবং সহকারী চালকের দায়িত্বে ছিলেন উদিতি ভার্মা। অন্যদিকে ট্রেনটির গার্ডের ভূমিকা পালন করেছিলেন আকাঙ্খা রাই। ৫ জানুয়ারি ৪৩ বগির এই ট্রেনটি ৩,৬৮৬ টন মাল নিয়ে সকাল ১১টা ৩০ মিনিটে ভাসাই রোড স্টেশন থেকে ছাড়ে এবং ওইদিনই প্রায় ৬ ঘন্টা পর ভদোদরার ভালসাদ স্টেশনে পৌঁছায়। টাইমস অফ ইন্ডিয়া-সহ অন্য একাধিক সংবাদমাধ্যমেও এই একই ছবি-সহ একই তথ্য পাওয়া যায়।
এরপর এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে ২০২১ সালের ৬ জানুয়ারি পশ্চিম রেলওয়ের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। যেখানে ভাইরাল ছবির যুবতী-সহ অন্য দুই মহিলা রেলকর্মীর ছবি শেয়ার করে এই একই তথ্য উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আমরা আমাদের অনুসন্ধানে ২০২১ সালের ৭ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাই। যেখানে তিনি এই ঘটনার তিনটি ছবি-সহ লিখেছেন, “দক্ষতার সঙ্গে মহারাষ্ট্রের ভাসাই রোড থেকে গুজরাটের ভদোদরা পর্যন্ত একটি পণ্যবাহী ট্রেন পরিচালনা করে আমাদের মহিলা কর্মীরা ক্ষমতায়নের এক চমৎকার উদাহরণ স্থাপন করেছেন। এই ট্রেনের দায়িত্বে থাকা লোকো পাইলট থেকে শুরু করে গার্ড সকলেই মহিলা ছিলেন।”
महाराष्ट्र के वसई रोड से गुजरात के वडोदरा तक मालगाड़ी का कुशलता से संचालन कर हमारी महिला कर्मचारियों ने सशक्तिकरण का एक अद्भुत उदाहरण सामने रखा है।
— Piyush Goyal (@PiyushGoyal) January 7, 2021
इस ट्रेन में लोको पायलट से लेकर गार्ड तक की जिम्मेदारी महिला कर्मचारियों द्वारा संभाली गयी। pic.twitter.com/mEubyshNAe
মহিলার হারিয়ে যাওয়া গয়না ফিরিয়ে দেওয়ায় এক স্কুল ছাত্রীকে সংবর্ধনা দিল রেল। একদিন আগেই বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করার কারণে ওই ছাত্রীকে ৪৫০ টাকা জরিমানা করা হয়েছিল।
ছবিতে যে যুবতীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে তিনি কোনও স্কুল ছাত্রী নয় বরং একজন রেলকর্মী। ২০২১ সালে পশ্চিম রেলওয়ের হয়ে প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত মালবাহী ট্রেন পরিচালনার দায়িত্বে থাকার জন্য ওই যুবতী-সহ আর দুই মহিলা রেলকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়।