

গত শুক্রবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেন ভরতপুরের বিধায়ক তথা বহিস্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীর। পাশাপাশি, মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন হুমায়ুন। আর এই আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে বাবরি মসজিদ নির্মাণের জন্য হুমায়ুনের হাতে একাধিক বলিউড অভিনেতার তরফে চেক তুলে দেওয়ার ছবি।
যেমন, প্রথম ছবিতে হুমায়ুন কবীরের দফতরে উপস্থিত হয়ে তাঁর হাতে একটি চেক তুলে দিতে দেখা যাচ্ছে বলিউড অভিনেতা শাহরুখ খানকে। ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “হুমায়ুন কবিরের হাতে শাহরুখ খান 25 কোটি টাকা চেক দিয়ে দিল আলহামদুলিল্লাহ।” (সব বানান অপরিবর্তিত)

দ্বিতীয় ছবিতে হুমায়ুনের দফতরে উপস্থিত হয়ে তাঁর হাতে চেক তুলে দিতে দেখা যাচ্ছে বলিউড অভিনেতা সলমন খানকে। ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “নতুন বাবরি মসজিদ তৈরি করার জন্য সালমান খান টাকা দান করল।” (সব বানান অপরিবর্তিত)

অন্যদিকে, একইভাবে তৃতীয় ছবিতে ভারতের পতাকা হাতে দাঁড়িয়ে থাকা শতশত মানুষের সামনে হুমায়ুনের হাতে একটি চেক তুলে দিচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “আমির খান দান করে যে শান্তির বার্তা দিলেন, তা সবার হৃদয় ছুঁয়ে গেল। #BabriMasjid #amirkhan” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, উপরের প্রতিটি ছবিই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে এবং এর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। পাশাপাশি, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য শাহরুখ, সলমন অথবা আমির খান হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করেছেন বা তাঁকে কোনও অর্থ অনুদান করেছেন এমন কোনও খবরও নেই।
সত্য উন্মোচন
প্রথমত, ভাইরাল ছবি এবং দাবিগুলি সন্দেহজনক। কারণ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য শাহরুখ, সলমন অথবা আমির খান হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করে তাঁকে কোনও অর্থ অনুদান করে থাকলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়।
পাশপাপাশি, ভাইরাল ছবিগুলি ভালো করে পর্যবেক্ষণ করা সময় সেগুলিতে একাধিক অসঙ্গতি দেখা যায়। যেমন শাহরুখ এবং সলমনের তরফে দেওয়া চেকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এবং পিছনের ঘড়িতে ২০২৪ সালের একটি পুরনো তারিখ দেখা যায়। এমনকি উভয় চেকে সংখ্যায় ২ কোটি ৫০ লক্ষ টাকা লেখা থাকলেও কথায় ২৫ কোটি টাকার কথা উল্লেখ রয়েছে। যদিও সেই ২৫ কোটি টাকার ইংরাজি বানানও ভুল লেখা হয়েছে। অন্যদিকে, শাহরুখ এবং সলমনের সঙ্গের ছবিতে হুমায়ুনকে একই পোশাকে একই ভাবে দেখা যাচ্ছে। এমনকি তিনি একই রকমভাবে চেক দুটি ধরে রেখেছেন। যদিও তার চেক ধরার বিষয়টিও স্বাভাবিক নয়। প্রায় একই বিষয় লক্ষ্য করা যায় আমির খানের তরফে হুমায়ুন দেওয়া চেকের ক্ষেত্রেও। যা থেকে সন্দেহ হয় যে ছবিগুলি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হলেও হতে পারে।
তবে বিষয়টি সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত হতে এরপর আমরা ভাইরাল ছবিগুলিকে Hive Moderation নামক এআই যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা করি।
প্রথম ছবি: হুমায়ুন কবীরের সঙ্গে শাহরুখ খানের ছবিটি যাচাই করে Hive Moderation ওয়েবসাইটি ৮৫.৫ শতাংশ নিশ্চিতভাবে জানিয়েছে যে সেটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

দ্বিতীয় ছবি: হুমায়ুন কবীরের সঙ্গে সলমন খানের ছবিটি যাচাই করে Hive Moderation ওয়েবসাইটি ৯৯.৯ শতাংশ নিশ্চিতভাবে জানিয়েছে যে সেটিও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

তৃতীয় ছবি: অন্যদিকে হুমায়ুন কবীরের সঙ্গে আমির খানের ছবিটিও যাচাই করে Hive Moderation ওয়েবসাইটি ৯৯.৯ শতাংশ নিশ্চিতভাবে জানিয়েছে যে সেটিও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

এর থেকে প্রমাণ হয় যে, এআই নির্মিত ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করে অর্থ অনুদান করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান, সলমন খান এবং আমির খান।

ছবিগুলিতে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করে অর্থ অনুদান করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান, সলমন খান এবং আমির খান।
ভাইরাল ছবিগুলির প্রতিটিই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। এর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।