

বিহারের বিধানসভা নির্বাচনের আগে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’য় ১০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করে নীতীশ কুমারের সরকার। যদিও অনেকেই সেই টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে বেশকিছু পুরুষ ও মহিলাকে জোর করে কোনও একটি অফিসের মধ্যে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন এবং ভাঙচুর চালাতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিহার বিধানসভা ভোটের আগে দেওয়া ১০ হাজার টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে রাজ্যের মহিলারা। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ভোটের আগে দাদন। ভোটের পর বাঁধন। দশ হাজার টাকা পরিশোধ না করে হলে গ্রেপ্তার। বুল ড্রজার দিয়ে ঘর ভাঙার হুমকি বিহারে। আসল চরিত্র নরেন্দ্র -নীতিশের। ক্ষোভে ফুসছে বিহার।” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি বিহারের নয়। বরং এটি চলতি বছরের ২২ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের রামগড়ের IFICO ফ্যাক্টরিতে কর্মরত এক কর্মীর মৃত্যুর প্রতিবাদে এবং ক্ষতি পূরণের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভের দৃশ্য।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণের সময় সেটির ফ্রেমের উপরে ‘Birsa Bharat 24’ নামক একটি সংবাদমাধ্যমের নাম দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে অনুসন্ধান চালালে ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর ‘Birsa Bharat 24’র অফিশিয়াল ফেসবুকে পেজে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “সেল এফসিও রামগড়ে কর্তব্যরত অবস্থায় বলদেব বেদিয়ার মৃত্যু হয়। ন্যায়বিচার না পাওয়ায় পরিবারের সদস্যরা জিএমের অফিসে ঢুকে ভাঙচুর করে এবং আধিকারিকদের উপর হামলা চালায়।”

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তিকে কিওয়ার্ড সার্চ করলে এই একই ভিডিও এবং বিস্তারিত তথ্য-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের রামগড়ের IFICO ফ্যাক্টরিতে কর্মরত বলদেব বেদিয়া নামক এক সিনিয়র ইলেকট্রিক্যাল মেকানিকের মৃত্যু হয়। পরিবারে সদস্যদের দাবি সেদিন রাতে ফ্যাক্টরিতে ডিউটি ছিল বলদেবের। কিন্তু সকালে তিনি বাড়ি না ফেরায় তাঁর ছেলে তাঁকে ফ্যাক্টরিতে খুঁজতে যায়। তখন তাকে জানানো হয় তার বাবা অর্থাৎ বলদেব সকালেই ডিউটি শেষ করে ফ্যাক্টরি থেকে চলে গেছেন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা ফ্যাক্টরি সংলগ্ন রেল লাইনে বলদেবের মৃতদেহ খুঁজে পায়। মালবাহী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানা যায়। আর এই ঘটনার পর পরিবারের সদস্যদের তরফে কর্মরত অবস্থায় ফ্যাক্টরির আধিকারিকদের গাফিলতির কারণে বলদেবের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে হয়। পাশাপাশি, তারা বলদেবের মৃত্যুর তদন্ত এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে রামগড়ের IFICO ফ্যাক্টরির গেটের সামানে মৃতদেহ রেখে বিক্ষোভ প্রদর্শন এবং জিএমের অফিস ভাঙচুর করেন।
এর থেকে প্রমাণ হয় যে, বিহারে ১০ হাজার টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশের বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভ দাবি করে ছড়ানো হচ্ছে ঝাড়খণ্ডের পুরনো অসম্পর্কিত ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিহার বিধানসভা ভোটের আগে দেওয়া ১০ হাজার টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে রাজ্যের মহিলারা।
ভাইরাল ভিডিওটি বিহারের নয়। বরং এটি ঝাড়খণ্ডের রামগড়ের IFICO ফ্যাক্টরিতে কর্মরত এক কর্মীর মৃত্যুর প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভের দৃশ্য।