ফ্যাক্ট চেক: শুভেন্দু অধিকারীকে বিদ্রুপ দিলীপ ঘোষের? না, ভিডিও-র নেপথ্যে অন্য কাহিনি

আজ তক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওতে দিলীপ প্রথমাংশে যে কথাগুলো বলেছিলেন, তা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেননি।

Advertisement
ফ্যাক্ট চেক: শুভেন্দু অধিকারীকে বিদ্রুপ দিলীপ ঘোষের? না, ভিডিও-র নেপথ্যে অন্য কাহিনি

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি বক্তব্যের অংশ তুলে ধরে দাবি করা হয়েছে, তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কটূ কথা বলেছেন।

ভিডিওতে দিলীপকে বলতে শোনা যাচ্ছে, "উনি বলার কে? উনি বিজেপির জন্য কী করেছেন! সন্ধ্যাবেলা বলে মা* খেয়েছেন সবাইকে নিয়ে। পার্টি দিল্লির থেকে টাকা পাঠিয়েছে, ফুর্তি করেছেন। যদি পার্টিকে ৪০ পারসেন্ট ভোট (এনে) দিতেন আমরা তাঁকে পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন? তাঁর কথার কী গুরুত্ব আছে!"

পরবর্তী অংশে দিলীপ বলছেন, "হ্যাঁ কিছু লোক আছে যারা নতুন নতুন এসেছে বিজেপি হয়েছে, পার্টিকে কব্জা করার চেষ্টা করছে। তাঁরা একটু ঝামেলা করার চেষ্টা করছে, এটা হবে না।আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছি। লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে। এরাই কিন্তু কাজ করতে দিচ্ছে না। তাঁরা কিন্তু বিজেপি ছাড়েনি, তাঁরাই বিজেপিকে জেতাবে। এই লোকগুলোই আসলে বিজেপি করে। যারা হঠাৎ এসেছে তাঁরা হঠাৎ যাবে। বিজেপির কিছু যায় আসে না।"

ভিডিওটি পোস্ট করে তার সঙ্গে লেখা হয়েছে, "ফের গোয়াল ঘরে গন্ডগোল। এই মুহূর্তে বিজেপির অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল চরমে। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের। তবে কি বিধানসভা ভোটের আগে বিজেপিতে বড় ফাটল!"

আজ তক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওতে দিলীপ প্রথমাংশে যে কথাগুলো বলেছিলেন, তা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেননি।

সত্য উন্মোচন যেভাবে

দিলীপের বক্তব্যের থেকে নেওয়া কিছু কীওয়ার্ড সার্চ করা হলে দিলীপের ওই বক্তব্যের অংশ সহ সাংবাদিক বৈঠকের ভিডিও দ্য ওয়াল-এর ইউটিউব চ্যানেল পাওয়া যায়।

Advertisement

২০২৫ সালের ১ মে আপলোড হওয়া এই ভিডিওটি প্রথম থেকে দেখলে পরিষ্কার হয়ে যায় যে দিলীপের নিশানায় শুভেন্দু অধিকারী ছিলেন না। বরং বিজেপির আরেক বর্ষীয়ান নেতা ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ছিলেন। ভিডিওটি ক্যাপশনে লেখা হয়, "উনি বলার কে? সন্ধেবেলা বসে পার্টির টাকায় ফুর্তি করেছেন: তথাগতকে দিলীপ।"

এই ভিডিওতে দিলীপকে বলতে শোনা যায়, "তথাগত রায় কী করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন? পার্টিকে কী দিয়েছেন, একটা কাউন্সিলরকে জেতাতে পেরেছেন? উনি বিজেপির জন্য কী করেছেন? সন্ধ্যাবেলা বসে..."।

ভিডিওর পরবর্তী অংশে এক সাংবাদিক তথাগত রায়ের একটি মন্তব্য তুলে ধরে জানতে চান যে তথাগত রায় বলেছেন দিলীপ ঘোষ দলত্যাগ করলে নাকি আপদ বিদায় হবে। এই নিয়ে তাঁর কী প্রতিক্রিয়া। তখন দিলীপ ঘোষ তথাগতর উদ্দেশ্যে পাল্টা পার্টির টাকায় ফুর্তি করার অভিযোগ তোলেন।

এপিবি আনন্দের ইউইউব চ্যানেলেও দিলীপ ঘোষের এই বক্তব্যের ভিডিও দেখা যাবে। তবে উভয় ভিডিওতেই কোথাও তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম নেননি। তবে বিজেপিতে নবাগত নেতা কর্মীদের তিনি এই ভিডিওতে কটাক্ষ করেছেন। যার মধ্যে রয়েছেন কৌস্তুভ বাগচী।

তথাগত রায় কী বলেছিলেন?

চলতি বছর ১ মে TV9 বাংলার ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া একটি ভিডিওতে তথাগতকে বলতে শোনা যায়, দিলীপ ঘোষ তৃণমূলে যাওয়ার প্যাঁয়তারা কষছেন। যেহেতু দিলীপ ঘোষ সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ছবি তুলেছিলেন, সেই থেকেই এই সিদ্ধান্তে পৌঁছনো যায় বলে জানিয়েছিলেন তথাগত। তাঁর এই মন্তব্যের পাল্টা দিয়েই ভাইরাল ভিডিওতে থাকা বক্তব্য রাখেন দিলীপ।

সুতরাং সব মিলিয়ে বুঝতে বাকি থাকে না যে ভাইরাল ভিডিওতে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে নয় বরং তথাগত রায়কে আক্রমণ করেছিলেন।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে দেখা বিজেপি নেতা দিলীপ ঘোষ কীভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন।

ফলাফল

এই ভিডিওতে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে নয় বরং তথাগত রায়কে নিশানায় নিয়ে এই মন্তব্য করেছিলেন। ভিডিওটি চলতি বছর ১ মে-র।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement