ফ্যাক্ট চেক: সিপিআইএমের অনুষ্ঠানে 'শ্রী রাম জয় রাম' গান! অডিও কারসাজি করে ভুয়ো দাবি ফেসবুকে 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওতে 'শ্রী রাম জয় রাম' বলে কোনও ভজন গাওয়া হয়নি। বরং একটি পুরনো হিন্দি ছবির গান গাওয়া হয়েছিল। 

Advertisement
ফ্যাক্ট চেক: সিপিআইএমের অনুষ্ঠানে 'শ্রী রাম জয় রাম' গান! অডিও কারসাজি করে ভুয়ো দাবি ফেসবুকে 

সিপিআইএম বা বামপন্থীদের সঙ্গে আস্তিকতার যোগ যে খুব একটা থাকে না, তা বলা বাহুল্য। যে কারণে নামের মতোই ডানপন্থার সঙ্গে বামপন্থার ফারাক ঠিক আকাশ ও পাতালের। কিন্তু কেউ যদি বলে সিপিআইএমের অনুষ্ঠানে বা মঞ্চে শ্রী রামচন্দ্রকে নিয়ে গান গাওয়া হচ্ছে, আপনি কি বিশ্বাস করবেন?

সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সিপিআইএমের পতাকা দিয়ে ঘেরা একটি মঞ্চে এক ব্যক্তি 'শ্রী রাম জয় রাম' বলে একটি গান গাইছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকেই বক্রোক্তি করছেন।

 

যেমন তৃণমূলের আইটি সেলের নেতা নীলাঞ্জন দাস ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "ভূতের মুখে রাম নাম!"

কেউ কেউ আবার এই একই ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "ভূতের মুখে রাম নাম। এই বছরের সারা জাগানো পৌরানিক ও রাজনৈতিক যাত্রাপালা।" 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওতে 'শ্রী রাম জয় রাম' বলে কোনও ভজন গাওয়া হয়নি। বরং একটি পুরনো হিন্দি ছবির গান গাওয়া হয়েছিল। 

কীভাবে জানা গেল সত্যি

ভাইরাল ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে গানের কথা ও ছন্দের সঙ্গে গায়কের ভঙ্গি ও ঠোঁটের চলন মিলছে না। এর থেকেও সংশয় হয় ভিডিওটির সত্যতা নিয়ে। 

এরপর ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজার পর আমরা ওই একই ভিডিও দেখতে পাই দিব্যেন্দু দাস নামের এক এক্স ব্যবহারকারীর হ্যান্ডেলে। যদিও এখানে কোনও 'শ্রী রাম জয় রাম' বলে ভজন শুনতে পাওয়া যায়নি। বরং এখানে মাইকের সামনে থাকা ব্যক্তি 'নীল গগন পর উড়তে বাদল' বলে একটি পুরনো হিন্দি ছবির গান গাইছিলেন। ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে ওই একই গান পাওয়া যায় যা মহম্মদ রফি ও আশা ভোঁসলে গেয়েছিলেন। 

Advertisement

এরপর আমরা দিব্যুন্দে দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদের জানান যে এই ভিডিওটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তেখালি বাজার এলাকার। যেখানে একাধিক ইস্যুকে সামনে রেখে গত রবিবার, অর্থাৎ ১৭ নভেম্বর একটি পথসভার আয়োজন করা হয়েছিল।

 এই বিষয়টিকে সূত্র ধরে এরপর আমরা কিছু কিওয়ার্ড সার্চ করি এবং সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল বলে একটি গ্রুপে ওই একই ভিডিও খুঁজে পাই। যেখানে উল্লেখ করা হয় যে দেশ ও রাজ্যে লাগামহীন নারী নির্যাতনের বিরুদ্ধে, পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, রেকর্ড বেকারত্ব,আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের ঘরের দাবিতে, ১০০ কাজের দাবিতে এই পথসভার আয়োজন করা হয়।

 

সেই সূত্র ধরে আমরা যোগাযোগ করেছিলাম স্থানীয় সিপিআইএম নেতা পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়েকের সঙ্গে। তিনি আমাদের জানান যে গোকুলনগর অঞ্চলের তেখালি বাজারের ওই পথসভায় তিনি উপস্থিত ছিলেন। তাঁর কথায়, "যে কোনও সভা শুরুর আগে সাধারণত যে ধরনের সঙ্গীতানুষ্ঠান হয় এখানেও সে রকমই হচ্ছিল। কিন্তু সেই ভিডিও এখন বিকৃত করে তৃণমূলের পক্ষ থেকে মিথ্যে দাবিতে ছড়ানো হচ্ছে।"

পরিতোষ পট্টনায়েক নিজেও তাঁর ফেসবুক পেজে ওই পথসভার আলোচ্য সেই ভিডিও, এবং সভায় তাঁর বক্তব্য রাখার ছবি শেয়ার করেছিলেন। 

ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে গত ১৭ নভেম্বর নন্দীগ্রামে অনুষ্ঠিত সিপিআইএমের একটি পথসভার ভিডিওটির অডিও বদলে দিয়ে মিথ্যে দাবিতে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে সিপিআইএমের পথসভায় 'শ্রী রাম জয় রাম' গান গাওয়া হচ্ছে।

ফলাফল

ভাইরাল ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওতে 'নীল গগন পর উড়তে বাদল' বলে একটি গান গাওয়া হচ্ছিল। গত ১৭ নভেম্বর নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলের তেখালি বাজারে ওই সভা অনুষ্ঠিত হয়।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement