scorecardresearch
 

ফ্যাক্ট চেক: ভারতকে অপমান করে কোনও মন্তব্য করেননি টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিং, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ভুয়ো দাবি

ইন্ডিয়া টুডে তদন্ত করে দেখেছে যে, টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিং কোনও দিন এমন কোনও মন্তব্য করেননি।

Advertisement
ভারতকে অপমান করে কোনও মন্তব্য করেননি টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিং, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ভুয়ো দাবি ভারতকে অপমান করে কোনও মন্তব্য করেননি টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিং, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ভুয়ো দাবি

বাজরে আসার প্রথম দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল চিনা অ্যাপ টিকটক। গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতেরও এটি বিপুল সাড়া পেয়েছিল। তবে ২০২০ সালে ভারতে টিকটককে নিষিদ্ধ ঘোষণা করা হয়

কিন্তু এখন ফের সোশ্যাল মিডিয়ায় চর্চায় এই টিকটক। টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিংয়ের একটা বক্তব্য খুব ভাইরাল। যেখানে তিনি বলছেন, "ইনি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিন। একটি প্রেস কনফারেন্সে বলেন তিনি টিকটক অ্যাপটি কেবল মানসিক ভাবে অস্থির ও বেকার লোকদের জন্য তৈরি করেন। এবং তিনি হেসে বলেন তিনি ভাবতে পারেননি এই ধরনের মানুষের সংখ্যা ভারতে সবথেকে বেশি।" (পোস্টের বানান অপরিবর্তিত)

আরও অনেকেই একই পোস্ট শেয়ার করেছেন। যা দেখা যাবে এখানে, এখানে ও এখানে

যদিও ইন্ডিয়া টুডে তদন্ত করে দেখেছে যে, টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিং কোনও দিন এমন কোনও মন্তব্য করেননি।

কীভাবে এগলো অনুসন্ধান?

ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে Opera News এর ওয়েবসাইটে প্রায় তিন বছর আগে প্রকাশিত এমন একটি প্রতিবেদন আমরা খুঁজে পাই। তবে ঝাং ইয়ামিং কখন, কোথায় এই মন্তব্য করেছিলেন তা উল্লেখ করা হয়নি এবং প্রতিবেদনটি ‘Gossip Celebrity’ বা সেলেব্রেটিদের নিয়ে গুঞ্জনের ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছিল।

অনুসন্ধানে প্রতিষ্ঠানে কোনো নির্ভরযোগ্য সূত্রে অথবা টিকটকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এমন কোনো বক্তব্যের অস্তিত্বের খোঁজ মেলেনি। 

সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে, টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিংয়ের নামে শেয়ার করা বক্তব্যটি ফেক।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিন একটি প্রেস কনফারেন্সে বলেন, তিনি টিকটক অ্যাপটি কেবল মানসিক ভাবে অস্থির ও বেকার লোকদের জন্য তৈরি করেন। এবং তিনি হেসে বলেন তিনি ভাবতে পারেননি এই ধরনের মানুষের সংখ্যা ভারতে সবথেকে বেশি

ফলাফল

টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিংয়ের নামে শেয়ার করা বক্তব্যটি ফেক।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement