ফ্যাক্ট চেক: না, শ্মশানে শবদাহ করলে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে না

দাবি, কেন্দ্রীয় সরকার এবার শশ্মান পরিষেবার জন্য ১৮% জিএসটি ধার্য করেছে

Advertisement
ফ্যাক্ট চেক: না, শ্মশানে শবদাহ করলে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে নাশশ্মান পরিষেবার জন্য কি ১৮% জিএসটি ধার্য করা হয়েছে?

এবার তাহলে আপনার নিকট আত্মীয়ের শেষ যাত্রায় আপনার গ্যাটের কড়ি খানিকটা বেশি খরচ হতে চলেছে। অন্তত সোশ্যাল মিডিয়াতে এমন কথাই বলা হচ্ছে। 

এক ফেসবুক ব্যবহারকারী এই দাবি সহ একটি পোস্টকার্ড পোস্ট করেছেন। সেখানে বলা হচ্ছে , কেন্দ্রীয় সরকার এবার শশ্মান পরিষেবার জন্য ১৮% জিএসটি ধার্য করেছে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

এই ১৮% শতাংশ জিএসটি মৃত্যের পরিবারবর্গকে শশ্মানে পরিষেবা পাওয়ার জন্য দিতে হবে না। এই ১৮% জিএসটি শশ্মানগুলোতে পরিকাঠামোগত কাজগুলোর জন্য চুক্তিবদ্ধ সংস্থাগুলিকে দিতে হবে।

তদন্তে নেমে আমরা ২৯শে জুন প্রকাশিত প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি-র) একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাই। ৪৭তম জিএসটি কাউন্সিল বৈঠকে কাউন্সিল কী কী সুপারিশ করেছে তার একটি পূর্ণাঙ্গ বিবরণ এখানে দেওয়া হয়েছে। 

GST

এই বিজ্ঞপ্তির পরিষেবা-র তালিকায় ১৫ নম্বরে বলা হচ্ছে যে শ্মশানে চুক্তিভিত্তিক কাজের জন্য জিএসটি কাউন্সিল ১৮% শতাংশ ধার্য করেছে। পরিষেবা পাওয়ার জন্য নয়।  উল্লেখ্য, এই খাতে জিএসটি ধার্য নতুন কিছু নয়। আগে ১২ শতাংশ ছিল। বৃদ্ধি পেয়ে তা এখন ১৮ শতাংশ করা হয়েছে।

এরপর, আমরা ইন্টারনেটে জিএসটি সংক্রান্ত গেজেট নোটিফিকেশন খুঁজে পাই। জিএসটি আইন প্রণয়নের জন্য ২০১৭ সালের ১২ই এপ্রিল এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। 

GST

কোন কোন পরিষেবা জিএসটি আওতা-ভুক্ত এখানে একটি তালিকা দেওয়া হয়েছে এই বিজ্ঞতিতে। সেখানে বলা হয়েছে যে কোনও ধরণের মৃতদেহ সম্পর্কিত ও শববাহি সম্পর্কিত পরিষেবাগুলিতে জিএসটি ধার্য করা যাবে না। 

সুতরাং, এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। সরকার শশ্মানেপরিষেবার উপর নয়, ১৮ শতাংশ জিএসটি শশ্মানের মধ্যে হতে চলা চুক্তিবদ্ধ কাজগুলোর জন্য ধার্য করেছে।

Advertisement


 

ফ্যাক্ট চেক

Several facebook users

দাবি

কেন্দ্রীয় সরকার এবার শশ্মান পরিষেবার জন্য ১৮% জিএসটি ধার্য করেছে।

ফলাফল

সরকার শশ্মানেপরিষেবার উপর নয়, ১৮ শতাংশ জিএসটি শশ্মানের মধ্যে হতে চলা চুক্তিবদ্ধ কাজগুলোর জন্য ধার্য করেছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Several facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement