ফ্যাক্ট চেক: পাকিস্তানকে 'জঙ্গি রাষ্ট্র' বললেন পুতিন? না, ভাইরাল ভিডিওটি ডিপফেক

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে, ভাইরাল ভিডিওটি ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। আসল ভিডিওটি ২০২১ সালের এবং এই সাক্ষাৎকারে পাকিস্তান প্রসঙ্গে কোনও কথা তিনি বললেননি। 

Advertisement
ফ্যাক্ট চেক: পাকিস্তানকে 'জঙ্গি রাষ্ট্র' বললেন পুতিন? না, ভাইরাল ভিডিওটি ডিপফেক

পহেলগাঁও নাশকতার প্রেক্ষিতে গত ৭ মে পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল ভারতের তরফ থেকে। ভারতের এই হামলার পর থেকে সোশ্যাল মিডিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ড ভ্লাদিমির পুতিনের একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে পুতিন বলেছেন পাকিস্তান একটি 'জঙ্গি রাষ্ট্র।'

১৩ সেকন্ডের এই ভিডিওটিতে পুতিনকে ইংরাজিতে বলতে শোনা যাচ্ছে, "Pakistan is a terrorist country and my friend Indian president Narendra Modi is strong enough to handle them. I am always with the people of India." 

বাংলায় যার অর্থ, "পাকিস্তান একটি সন্ত্রাসী দেশ এবং আমার বন্ধু ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী তাদের মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী। আমি সর্বদা ভারতের জনগণের সঙ্গে আছি।"

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে-"পুতিন গর্জে উঠলেন: ‘পাকিস্তান বিশ্ব সন্ত্রাসের মূলে।" সঙ্গে ভিডিও-র উপর লেখা হয়েছে, পাকিস্তান হল "সন্ত্রাসী দেশ।" 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে, ভাইরাল ভিডিওটি ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। আসল ভিডিওটি ২০২১ সালের এবং এই সাক্ষাৎকারে পাকিস্তান প্রসঙ্গে কোনও কথা তিনি বললেননি। 

সত্য উন্মোচন হলো যেভাবে

যদি রাশিয়ার মতো কোনও দেশের রাষ্ট্রপ্রধান অপর আরেকটি দেশকে 'জঙ্গি রাষ্ট্র' বলে তকমা দেন, তবে সেই বিষয়ে একাধিক সংবাদ মাধ্যমে অবশ্যই খবর প্রকাশ পাবে। কিন্তু কিওয়ার্ড সার্চ করে এহেন কোনও নির্ভরযোগ্য খবর আমাদের নজরে আসেনি। এর থেকে দাবির সত্যতা সম্পর্কে প্রশ্ন উঠে যায়। 

এরপর ভাইরাল ভিডিও থেকে স্ক্রিনশট সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ধরনের ভিডিও দেখা যায় স্কাই নিউজের ওয়েবসাইটে। ২০২১ সালের ১৪ জুন উক্ত সাক্ষাৎকারের একটি অংশ সেখানে প্রকাশ করা হয়েছিল। ভিডিওটির সঙ্গে এর কৃতিত্ব NBC News-কে দেওয়া হয়।

NBC News-এর ইউটিউব চ্যানেলে আসল সাক্ষাৎকারটি ২০২১ সালের ১৫ জুন আপলোড করা হয়েছিল। পাশাপাশি, পুতিনের সঙ্গে সাংবাদিকের সাক্ষাৎকারের পূর্ণাঙ্গ কথোপকথনও NBC News-এর ওয়েবসাইটে একটি পৃথক রিপোর্ট আকারে প্রকাশ করা হয়। এই ভিডিওতে বা ওই রিপোর্টে, কোথাও রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে পাকিস্তান, বা নরেন্দ্র মোদীর কথা বলতে শোনা যায়নি। 

Advertisement

পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, এই সাক্ষাৎকারে পুতিন ইংরাজিতে নয়, বরং রাশিয়ান ভাষায় কথা বলছিলেন। এবং কয়েক সেকন্ড পর ইংরাজি অনুবাদ শোনা যাচ্ছিল। পুতিনকে সচরাচক ইংরাজিতে কথা বলতে শোনাও যায় না। কিন্তু ভাইরাল ভিডিওতে পুতিনকে ইংরাজিতে কথা বলতে শোনা গিয়েছে। 

তবে এ কথা সত্যি যে পহেলগাঁও হামলার পর পুতিন প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে হামলার নিন্দা করেন এবং সমবেদনা জানান। 

ফলে নিশ্চিতভাবেই বলা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। 

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ভিডিওতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে বলতে শোনা যাচ্ছে যে পাকিস্তান একটি "জঙ্গি রাষ্ট্র।"

ফলাফল

ভিডিওটি ডিপফেক দ্বারা তৈরি। পুতিন এমন কোনও মন্তব্য করেননি। আসল ভিডিওটি ২০২১ সালের জুন মাসের। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement