ফ্যাক্ট চেক: ঝাড়গ্রামের চিল্কিগড় সীমান্তে দেখা মিলল বাঘ? না, ভাইরাল ভিডিওটি মধ্যপ্রদেশের

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি ঝাড়গ্রাম কিংবা পশ্চিমবঙ্গের নয়। বরং সেটি ২০২২ সালের মার্চ মাসে মধ্যপ্রদেশের রায়সেন জেলার রাতাপানি অভয়ারণ্যে তোলা হয়েছিল।

Advertisement
ফ্যাক্ট চেক: ঝাড়গ্রামের চিল্কিগড় সীমান্তে দেখা মিলল বাঘ? না, ভাইরাল ভিডিওটি মধ্যপ্রদেশের

জঙ্গল সংলগ্ন এলাকায় মাঝেমধ্যে লোকালয়ে বাঘ দেখতে পাওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি বাঘের ভিডিও। যেখানে একটি বাঘকে রাতের অন্ধকারে জঙ্গলের ভিতর থেকে গর্জন করতে করতে রাস্তা পার হতে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে অনুমান করা যায় যে, গাড়ির ভিতরে বসে কেউ বাঘের রাস্তা পার হওয়ার সেই দৃশ্যটি ক্যামেরা বন্দি করেছেন।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার চিল্কিগড় এলাকায় বাঘটিকে দেখা গেছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ঝাড়গ্রামের চিল্কিগড় সীমান্তে....তারপর কী হলো!” এই একই ভিডিও শেয়ার করে অপর এক ব্যবহারকারী লিখেছেন, “ঝাড়গ্রামের চিল্কিগড় সীমান্তে বাঘ।” (সব বানান অপরিবর্তিত।) 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি ঝাড়গ্রাম কিংবা পশ্চিমবঙ্গের নয়। বরং সেটি ২০২২ সালের মার্চ মাসে মধ্যপ্রদেশের রায়সেন জেলার রাতাপানি অভয়ারণ্যে তোলা হয়েছিল।

কীভাবে জানা গেল সত্য?

ভাইরাল দাবি ও ভিডিওর সত্যতা জানতে সেটির কি-ফ্রেম নিয়ে গুগলে সার্চ করলে ৩ বছর আগে এই একই ভিডিও-সহ দৈনিক ভাস্করে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে ভিডিওটিকে মধ্যপ্রদেশের রায়সেন জেলার রাতাপানি অভয়ারণ্যে তোলা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সেখানে আরও উল্লেখ করা হয়েছে, রায়সেনের আব্দুল্লাহগঞ্জ রেঞ্জের দিয়াবাড়ি এলাকায় রাতের অন্ধকারে একটি বাঘকে রাস্তা পার হতে দেখা গেছে। যখন বাঘটি রাস্তা পার হচ্ছিল তখন সেখানে উপস্থিত এক গাড়ির চালক গাড়ি থামিয়ে বাঘটিকে ক্যামেরাবন্দি করেন।

এই সংক্রান্ত পরবর্তী সার্চে ২০২২ সালের ১৬ মার্চ নয়াদুনিয়াতে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট-সহ একটি বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেখানেও এই একই তথ্য উল্লেখ করে লেখা হয়েছে, রায়সেন জেলার রাতাপানি অভয়ারণ্যের সুলতানপুর ও দিঘাওয়ান সড়কে একটি পূর্ণবয়স্ক বাঘ পায় পথচারীরা। গাড়ির লাইট জ্বলতে দেখে বাঘটি গর্জন করে ওঠে। তখান চালক সঙ্গে সঙ্গে গাড়িটি থামিয়ে সেটির জানালা বন্ধ করে দেয় এবং বাঘটির ভিডিও তৈরি করেন। 

Advertisement

এরপর সম্প্রতি ঝাড়গ্রামে কোনও বাঘ দেখা গেছে কিনা সেই সংক্রান্ত তথ্য জানতে আমরা ঝাড়গ্রামের ডিএফও (ডিভিশনাল ফরেস্ট অফিসার) উমর ইমামের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “সম্প্রতি ঝাড়গ্রামে কোনও বাঘ দেখা যায়নি। তবে ঝাড়গ্রাম থেকে প্রায় ১০ কিমি দূরে ঝাড়খন্ডের জঙ্গলে সম্প্রতি একটি বাঘ দেখা গেছে। কিন্তু সেটি এখনও ঝাড়গ্রাম কিংবা পশ্চিমবঙ্গে প্রবেশ করেনি। বাঘটির গতিবিধি জানতে আমাদের তরফে প্রতিনিয়ত ঝাড়খন্ডের বনদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে এরই মধ্যে কিছু অসাধু ব্যক্তি মধ্যপ্রদেশের এই পুরনো ভিডিওটি শেয়ারকে ভুয়ো সংবাদ ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।”

এর থেকে প্রমাণ হয় যে, ঝাড়গ্রাম জেলার চিল্কিগড় সীমান্তে বাঘ দেখা গেছে দাবি করে সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রদেশের রাতাপানি অভয়ারণ্যের পুরনো ভিডিও শেয়ার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওটিতে ঝাড়গ্রাম জেলার চিল্কিগড় সীমান্তে বাঘটি দেখা গেছে।

ফলাফল

ভাইরাল ভিডিওটি ঝাড়গ্রাম কিংবা পশ্চিমবঙ্গের নয়। বরং সেটি ২০২২ সালের মার্চ মাসে মধ্যপ্রদেশের রায়সেন জেলার রাতাপানি অভয়ারণ্যে তোলা হয়েছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement