ফ্যাক্ট চেক: ইজিপ্টে মুসলিম মহিলাকে কুকুরের হামলা ভারতের ঘটনা বলে ভুয়ো দাবিতে প্রচার

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি সঠিক নয়। এই ভাইরাল ভিডিওটি ভারতের নয় বরং ইজিপ্ট বা মিশরের একটি ঘটনার। 

Advertisement
ফ্যাক্ট চেক: ইজিপ্টে মুসলিম মহিলাকে কুকুরের হামলা ভারতের ঘটনা বলে ভুয়ো দাবিতে প্রচার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে বোরখা পরিহিত এক মহিলার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে ওই মহিলার দিকে একটি কুকুরকে লেলিয়ে দিতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করে একে ভারতের ঘটনা বলে দাবি করা হয়েছে। 

ভিডিওটির ক্যাপশনে অনেকেই লিখেছেন, "মুসলিম বোনের উপর কুকুর লেলিয়ে দিচ্ছে ভারতে হিন্দুরা" দুনিয়ার মধ্যে জদি কোনো খারাপ জাতি থাকে তাহলো ভারত আর ইসরাইল আল্লাহ বিছার খুব তারাতারি দেখতে পারবি "ইনশাআল্লাহ।" 

কেউ আবার একই ভিডিও পোস্ট করে লিখছেন, "ভারতের উগ্রবাদী হিন্দুরা সিমা অতিক্রম করে পেলতেছে।" (ক্যাপশনের বানান অপরিবর্তিত)

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি সঠিক নয়। এই ভাইরাল ভিডিওটি ভারতের নয় বরং ইজিপ্ট বা মিশরের একটি সাম্প্রতিক ঘটনার। 

সত্য উন্মোচন হলো যেভাবে 

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই ঘটনার একই ধরনের একটি ভিডিও ইজিপ্ট টেলিগ্রাফের ফেসবুক পেজে পাওয়া যায়। গত ২০ এপ্রিল এই ভিডিওটি সেখানে পোস্ট করা হয়েছিল। 

আরবী ভাষায় থাকা ক্যাপশন অনুবাদ করে জানা যায় যে মিশরে কোনও এক বয়স্ক মহিলাকে একটি কুকুর আক্রমণ করেছিল। এবং যে ব্যক্তি তাঁকে বাঁচাতে এসেছিল তাকে মারা হয়েছে। 

পরবর্তী সময়ে এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে ইজিপ্টের স্বরাষ্ট্র মন্ত্রকের ফেসবুকে পেজে একটি পোস্ট পাওয়া যায় যেখানে একই ঘটনার স্ক্রিনশট শামিল ছিল। সেই সঙ্গে গ্রেফতার হওয়া আরেক ব্যক্তির ছবিও সেখানে সেখানে দেখা যায়। সেই পোস্টের আরবী ভাষায় থাকা ক্যাপশনের অনুবাদ দাঁড়ায়, “সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ক্লিপ প্রচারিত হয়েছিল। যেখানে একজন ব্যক্তিকে একটি হিংস্র কুকুরকে একজন মহিলাকে আক্রমণের জন্য উস্কাকে দেখা যাচ্ছে এবং অন্য একজন ব্যক্তি কুকুরের মালিকের কাছে গিয়ে তাকে ছুরি দিয়ে আক্রমণ করছে।

Advertisement

এই বিষয়ে তদন্ত করে দেখা গেছে যে ঘটনাটি পুরনো, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের এবং ঘারবিয়ার প্রথম মহল্লা থানা এলাকার। এই জেলায় পাড়া-প্রতিবেশী বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয় যার ফলে তারা আহত হয়। ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষকে সেই সময় গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। পাবলিক প্রসিকিউশন অফিস তদন্তের দায়িত্ব নেয় (এবং একটি পক্ষ এখনও বিচারের আগে আটক রয়েছে)।

এই ভিডিওটি নেপথ্যে থাকা ব্যক্তিকে (অপরাধমূলক রেকর্ডধারী একজন কর্মী) শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। যখন তাকে সরাসরি জানতে চাওয়া হয় তখন তিনি স্বীকার করেন যে তিনি দুটি ভিডিও সম্পাদনা করেছেন যাতে সেগুলি সাম্প্রতিক দেখায় এবং ভিউ বৃদ্ধি এবং আর্থিক লাভের জন্য সেগুলি তার সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।"

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইজিপ্টের একটি ঘটনাকে ভারতের ঘটনা বলে শেয়ার করা হচ্ছে যা পুরোপুরি ভিত্তিহীন। 

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা কীভাবে মুসলিম মহিলার বিরুদ্ধে কুকুর লেলিয়ে দিচ্ছে। 

ফলাফল

ভিডিওটি ভারতের নয় বরং ইজিপ্টের ঘটনা। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement