ফ্যাক্ট চেক: KKR নয়, রিঙ্কু সিং-কে প্রথমবার IPL খেলার সুযোগ দিয়েছিল পঞ্জাব

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, কেকেআর নয়, কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) হয়ে প্রথমবার আইপিএল-এ সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং।

Advertisement
ফ্যাক্ট চেক: KKR নয়, রিঙ্কু সিং-কে প্রথমবার IPL খেলার সুযোগ দিয়েছিল পঞ্জাবKKR নয়, রিঙ্কু সিং-কে প্রথমবার IPL খেলার সুযোগ দিয়েছিল পঞ্জাব

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ বলে ৫ ছক্কা হাঁকিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছেন রিঙ্কু সিং। এতদিন ধরে অন্য খেলোয়াড়দের জন্য জল নিয়ে মাঠে দৌড়াতে দেখা যেত যাঁকে, তিনিই এখন ধরাছোঁয়ার বাইরে।

এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে একটি পোস্ট। যেখানে রিঙ্কু সিংয়ের সঙ্গে শাহরুখের একটি ছবি শেয়ার করে অনেকেই হিন্দিতে লিখছেন, "শেষ ওভারে ৫ ছক্কা মেরে হারা ম্যাচ টিমকে জেতানোর জন্য শুভেচ্ছা। যখন রিঙ্কুর ব্যাট কেনার টাকা ছিল না, তখন মহম্মদ জিসান তাঁকে ক্রিকেট কিট কিনে দিয়েছিলেন। মাসুদ আমিন তাঁকে বিনামূল্যে কোচিং করিয়েছিলেন। শাহরুখের কেকেআর তাঁকে প্রথম সুযোগ দিয়েছে।"

একই পোস্ট টুইটারে শেয়ার করেছেন অনেকেই

যদিও ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, কেকেআর নয়, কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) হয়ে প্রথমবার আইপিএল-এ সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং।

কীভাবে এগোল অনুসন্ধান?

এই বিষয়ে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে ১০ এপ্রিল Aajtak.inNews Nation ওয়েবসাইটে প্রকাশিত দুটো প্রতিবেদন আমাদের নজরে পড়ে। যেখানে লেখা হয়েছে যে, কেরিয়ারের শুরুর দিন থেকে রিঙ্কুকে সাহায্য় করেছিলেন মহম্মদ জিসান এবং মাসুদ আমিন। ২০১৭ সালের আইপিএল নিলামে মাত্র ১০ লক্ষ টাকার বিনিময়ে রিঙ্কুকে কিনেছিল কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস)। তাঁদের হয়ে একটি ম্যাচও খেলেছিলেন রিঙ্কু সিং। এরপর ২০১৮ সালে কেকেআর তাঁকে কেনে। চোটের কারণে ২০২১ সালের আইপিএল তিনি খেলেননি। ২০২২ সালে ফের কেকেআর তাঁকে কিনে নেয়।

২০২১ সালে Kolkata Knight Riders-এর  অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া একটি সাক্ষাৎকারেও রিঙ্কু সিংকে মহম্মদ জিসান এবং মাসুদ আমিনের নাম করতে দেখা যায়।  

Advertisement

এরপর আরও সার্চ করলে, আইপিএল-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিঙ্কু সিংয়ের আইপিএল কেরিয়ার সম্পর্কে আমরা জানতে পারি। সেখানেও উল্লেখ করা হয়েছে যে, ২০১৭ সালে প্রথমবার আইপিএল খেলেছিলেন রিঙ্কু সিং।

NDTV-তে প্রকাশিত প্রতিবেদনেও বলা হয়েছে যে, ২০১৭ সালে কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস) হয়েই প্রথম আইপিএল-এ সুযোগ পেয়েছিল রিঙ্কু। সুতরাং এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, কেকেআর নয় রিঙ্কুকে আইপিএল-এ প্রথম সুযোগ দিয়েছিল কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস)।

 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

শাহরুখ খানের কেকেআর রিঙ্কু সিংকে প্রথম IPL খেলার সুযোগ দিয়েছে।

ফলাফল

২০১৭ সালে কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস) হয়ে প্রথম আইপিএল-এ সুযোগ পেয়েছিল রিঙ্কু। ২০১৮ সালে তাঁকে কিনে নেয় কেকেআর।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement