ইজ়রায়েল-প্যালেস্তাইন সংঘর্ষে এবার সোশ্যাল মিডিয়াতে উঠে এল লিওনেল মেসির নাম

দাবি, ইজরায়েলের বিরুদ্ধে ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নারাজ মেসি

Advertisement
ইজ়রায়েল-প্যালেস্তাইন সংঘর্ষে এবার সোশ্যাল মিডিয়াতে উঠে এল লিওনেল মেসির নামMessi

ইজরায়েল প্যালেস্টাইনের বর্তমান রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে বিভিন্ন ধরণের দাবি সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করা হচ্ছে। এবার সেই সংক্রান্ত একটি দাবিতে উঠে এল লিওনেল মেসির নাম।

মহম্মদ ফারহান মল্লিক নামের এক ফেসবুক ব্যবহারকারী দুটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "২০২২ সালের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জেরুসালেমে আর্জেন্টিনা-ইজরায়েলের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল। কিন্তু লিওনেল মেসির হস্তক্ষপে সেই ম্যাচটি বাতিল হয়ে যায়। জাতিসংঘের শুভেচ্ছাদূত মেসি বর্তমান পরিস্থিতিতে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।"

Advertisement

Messi

এখানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণ, পোস্টে ব্যবহৃত ছবিটি ২০১৮ সালের।

তদন্তে নেমে আমরা প্রথমেই রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ফেসবুক পোস্টে ব্যবহৃত ছবিটির মূল সূত্র খুঁজে বের করার চেষ্টা করি। দেখা যাচ্ছে ছবিটি ৬ই জুন ২০১৮ সালে রামাল্লাতে তোলা হয়েছিল।

যে সব প্রতিবেদনে এই ছবিটি প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছে যে আর্জেন্টিনা ইজরালায়েলের বিরুদ্ধে জেরুসালেমে খেলতে না চাওয়ায় স্থানীয় পালেস্তিনীয়রা মেসি সহ আর্জেটিনার ফুটবল দলকে ধন্যবাদ জানিয়ে রামাল্লায় অবস্থিত আর্জেন্টিনীয় প্রতিনিধির দপ্তরের সামনে একত্রিত হয়েছিল।

Messi

২০১৮ সালের রাশিয়াতে অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপের ঠিক পূর্বেই ইজরায়েলের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল। বিশ্বকাপের আগে এটাই আর্জেন্টিনার শেষ ম্যাচ ছিল। কিন্তু আর্জেন্টিনা-ইজরালের সেই ম্যাচটি প্রথমে ইজরালের উপকূলবর্তী শহর হাইফায় এই ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু, শেষ মুহূর্তে, মূলত ইজরায়েল সরকারের ইচ্ছেতেই এই ম্যাচটি জেরুসালেমে স্থানান্তরিত করা হয়।

খবরের প্রকাশ, এর পরেই বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় শুরু হয়ে যায় এবং মেসিকে উদ্দেশ্য করে করে হুমকিও  দেওয়া হয়। তাই আর্জেন্টিনীয় ফুটবল কর্তারা এই ম্যাচ বাতিল করতে বাধ্য হন। 

Messi

আরও একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মূলত নিরাপত্তাজনিত কারণেই এই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেন আর্জেন্টিনীয় ফুটবল ফেডারেশন।
 

Messi

সুতরাং, বলা যেতেই পারে যে এই ফেসবুক পোস্টের দাবি বিভ্রান্তিকর। কারণ, প্রথমত, ছবিটি পুরোনো। ২০১৮ সালের। দ্বিতীয়ত, ছবিটির প্রেক্ষাপটের সঙ্গে ফেসবুকের দাবি কিছুটা হলেও আলাদা।

ফ্যাক্ট চেক

A facebook user named Md. Farhan Mullick

দাবি

ছবি পোস্ট করে দাবি করেছেন, "২০২২ সালের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জেরুসালেমে আর্জেন্টিনা-ইজরায়েলের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল। কিন্তু লিওনেল মেসির হস্তক্ষপে সেই ম্যাচটি বাতিল হয়ে যায়। জাতিসংঘের শুভেচ্ছাদূত মেসি বর্তমান পরিস্থিতিতে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।"

ফলাফল

ছবিটি পুরোনো। ২০১৮ সালের জুন মাসে, জেরুসালেমে অনুষ্ঠিত হতে চলা ইজরালের বিরুদ্ধে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়া পর, রামাল্লা শহরে স্থানীয়রা একত্রিত হয়ে আর্জেন্টিনীয় ফুটবল সংস্থা ও মেসিকে ধন্যবাদ জানিয়েছিল। যদিও, খবরের প্রকাশ, নিরাপত্তাজনিত কারণে আর্জেন্টিনা এই ম্যাচটি খেলতে চায়নি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user named Md. Farhan Mullick
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement