scorecardresearch
 

না, এই ফুটবলার মাঠের মধ্যেই মারা যাননি

জাপানি আন্তর্জাতিক ফুটবলার নিয়ে বিভ্রান্তিকর দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

এই ফুটবলার কি মাঠেই প্রয়াত হযেছিলেন?           এই ফুটবলার কি মাঠেই প্রয়াত হযেছিলেন?

বিরল হলেও, গোটা বিশ্বে বেশ কিছু  খেলোয়াড় ফুটবল মাঠেই প্রয়াত হয়েছেন। এবার সোশ্যাল মিডিয়াতে সেরকমই একটি ভিডিও ভাইরাল হলো। 

এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করে দাবি করেছেন, "ফুটবল ইতিহাসে সবচেয়ে মারাত্মক ঘটনা। মাঠেই মারা যায় এই ফুটবলার।"

একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানেএখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে জানতে পেরেছে এই ভাইরাল প্রতিবেদনটির দাবি বিভ্রান্তিকর। ভিডিওতে যে ফুটবলারটিকে চোট পেতে দেখা যাচ্ছে তাঁর নাম মাসাতো কুডো। জাপানের আন্তর্জাতিক ফুটবলার। এই ভিডিওটি ২০১৬ সালের। কিন্তু কুডো বর্তমানে জীবিত রয়েছেন।

ঘটনাটি কী  ঘটেছিল?

তদন্তে নেমে আমরা প্রথমে ইনভিড টুলের সাহায্যে ভিডিওটিকে কিফ্রেমে ভেঙে নেই। তারপর কিফ্রেম গুলো রিভার্স সার্চ করে এই ভিডিওটি আমরা ইউটিউবেও খুঁজে পাই। 

দেখা যাচ্ছে ২০১৬ সালের মে মাসে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। সেখানে বলা হচ্ছে এই এই জাপানি স্ট্রাইকারটির নাম মাসাতো কুডো। 

চিকাগো ফায়ার-এর বিরুদ্ধে একটি ম্যাচে ভ্যানকুভার হোয়াটক্যাপস-এর হয়ে খেলতে নেমেছিলেন তিনি। সেই সময়ে বিরোধী দলের গোলরক্ষকের সঙ্গে সংঘাত হওয়ার ফলে তিনি চোট পান।

এখান থেকে সূত্র ধরে আমরা কিওয়ার্ড সার্চ করে এই সংক্রান্ত আরও কিছু তথ্য খুঁজে পাওয়ার চেষ্টা করি।   

দেখা যাচ্ছে, দ্য ডেইলি ষ্টার একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে যে এই ঘটনায়ে কুডোর চোয়াল ভেঙ্গে গিয়েছিল এবং অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছিল। কুডো মাঠের মধ্যে কিছুক্ষনের জন্য অচৈতন্য হয়ে পড়েছিলেন।

KUDO

ইএসপিএন-ও একটি প্রতিবেদনে একই দাবি করেছিল।

মাসাতো কুডো এখন কী করছেন?

এরপর আমরা কিওয়ার্ড সার্চ করে দেখি যে মাসাতো কুডো বর্তমানে কী করছেন। দেখা যাচ্ছে এই বছর তিনি তেগেভাজারো মিয়াজাকি নামের একটি ফুটবল দলের অনুকূলে সই করেছেন। 

BODY

জাপান ফুটবল সংস্থার ওয়েবসাইট অনুযায়ী কুডো জাপান আন্তর্জাতিক দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন। ৩২ বছরের এই সেন্ট্রাল মিডফিল্ডার এখনও পর্যন্ত দুটি আন্তর্জাতিক গোল করেছেন।

Japan

সুতরাং, এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

ফুটবল ইতিহাসে সবচেয়ে মারাত্মক ঘটনা। মাঠেই মারা যায় এই ফুটবলার।

ফলাফল

ভিডিওতে যে ফুটবলারটিকে চোট পেতে দেখা যাচ্ছে তাঁর নাম মাসাতো কুডো। জাপানের আন্তর্জাতিক ফুটবলার। এই ভিডিওটি ২০১৬ সালের। কিন্তু কুডো বর্তমানে জীবিত রয়েছেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন