ফ্যাক্ট চেক: অভিষেক চ্যালেঞ্জ ছোড়ার পর 'জয় বঙ্গাল' বললেনি নাড্ডা, ভাইরাল ভিডিওটি ২০২৪-এর

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের এপ্রিল মাসের। জেপি নাড্ডার এই বক্তব্যের সঙ্গে অভিষেকের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের কোনও সম্পর্ক নেই। 

Advertisement
ফ্যাক্ট চেক: অভিষেক চ্যালেঞ্জ ছোড়ার পর 'জয় বঙ্গাল' বললেনি নাড্ডা, ভাইরাল ভিডিওটি ২০২৪-এর

২১ জুলাই শহিদ দিবসের সভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিজেপিকে। তিনি বলেছিলেন যে ছাব্বিশের পর (২০২৬ বিধানসভা নির্বাচন) বিজেপিকে দিয়ে 'জয় বাংলা' বলাবেন। 

এই প্রেক্ষাপটে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আজতক বাংলার একটি প্রতিবেদনের ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হতে শুরু করেছে। যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে একটি ভাষণ শেষ করে "জয় বঙ্গাল" স্লোগান দিতে শোনা যাচ্ছে। ক্লিপটি পোস্ট করে অনেকেই দাবি করছেন, অভিষেকের চ্যালেঞ্জ করার দিনকয়েকের মধ্যেই এই ঘটনা ঘটেছে। 

উদাহরণস্বরূপ, ভিডিওটি পোস্ট করে অনেকে লিখেছেন, "মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন, কিন্তু এত তাড়াতাড়ি ঘটে যাবে বোঝা যায়নি।"

আবার তৃণমূল কংগ্রেস সমর্থিত কিছু পেজ থেকে ভিডিওটি ছাড়াই একটি স্টেটাস পোস্ট করে লেখা হয়েছে, "চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন Abhishek Banerjee। বিজেপি বলবে “জয় বাংলা”! মাত্র ৭২ ঘণ্টা অপেক্ষাও করলো না ওরা—আজ বহরমপুরে জে পি নাড্ডার মুখে বেরিয়ে এলো বাংলার গর্বের স্লোগান! যারা বাংলা-কে তুচ্ছ করত, আজ তারাই বাংলার স্লোগানে আত্মসমর্পণ করছে।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের এপ্রিল মাসের। জেপি নাড্ডার এই বক্তব্যের সঙ্গে অভিষেকের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের কোনও সম্পর্ক নেই। 

সত্য উন্মোচন হলো যেভাবে 

ভাইরাল ক্লিপটি ভালোভাবে পর্যবেক্ষণ করা হলে, মঞ্চের পেছনে থাকা ব্যানারে '২৮ এপ্রিল' তারিখটি লক্ষ্য করা যাবে। যা থেকে অনুমান করা যায় যে সভাটি খুব সম্ভবত ওইদিন অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে, অভিষেক ব্যানার্জি বিজেপিকে এই চ্যালেঞ্জ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ছুড়েছিলেন। 

কিওয়ার্ড সার্চের সাহায্যে খোঁজা হলে এরপর ওই একই ভিডিও আজতক বাংলার ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ২৮ এপ্রিল আপলোড করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশন ও বিবরণ থেকে জানা যায়, সেই সময় মুর্শিদাবাদের বড়ঞায় একটি সভা করেছিলেন জেপি নাড্ডা। 

Advertisement

২০২৪ সালের ২৮ এপ্রিল প্রকাশিত ইটিভি ভারতের একটি খবর থেকে জানা যায়, লোকসভা নির্বাচনের প্রচারে মুর্শিদাবাদের বহরমপুরে ওই একই দিনে সভা করেছিলেন জেপি নাড্ডা। বহরমপুরে বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহার হয়ে প্রচারে আসেন ভারতীয় জনতা পার্টির অন্যতম শীর্ষ নেতা ৷

এই বিষয়ে আরও সার্চ করে জানা যায়, এমনটা নয় যে ২০২৪ সালেই প্রথমবার 'জয় বঙ্গাল' বা 'জয় বাংলা' বলতে শোনা গিয়েছিল জেপি নাড্ডাকে। ২০২৩ সালেই ১৯ জানুয়ারি নদিয়ার একটি সভা থেকেও 'জয় বাংলা' স্লোগান দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই নিয়ে নিউজ ১৮ বাংলার একটি প্রতিবেদন নীচে দেখা যাবে। 

প্রসঙ্গত, তৃণমূলের জয় বাংলা স্লোগান নিয়ে একাধিকবার কটাক্ষ করতে শোনা গিয়েছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি এই স্লোগানকে 'বাংলাদেশি' বলে বিরোধিতা করেছেন। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সম্প্রতি দুর্গাপুরে সভা করতে আসেন, তখন চিরাচরিত ভঙ্গিতে সেই সভায় 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়া হয়নি। বরং 'জয় মা কালী, জয় মা দুর্গা' স্লোগান উঠেছিল। এরই জবাবে অভিষেক ব্যানার্জি পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিলেন। 

ফলে সবমিলিয়ে পরিষ্কার হয়ে যায় যে অভিষেক ব্যানার্জির ছোড়া চ্যালেঞ্জের পরই নাড্ডা জয় বাংলা স্লোগান দেননি, বরং তিনি আগে থেকে নিজের বক্তব্যে এই স্লোগান দিয়ে আসছেন। 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

২১ জুলাই অভিষেক ব্য়ানার্জি বিজেপিকে দিয়ে জয় বাংলা বলানোর চ্যালেঞ্জ ছোড়ার পরই জেপি নাড্ডা এই স্লোগান দিয়েছেন। 

ফলাফল

ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের ২৮ এপ্রিলের। অভিষেক ব্যানার্জি এই চ্যালেঞ্জ ছোড়ার আগে থেকেই জল বাংলা স্লোগান দিয়ে আসছেন এই বিজেপি নেতা। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement