
দুর্গাপুজো চলাকালীন সোশ্যাল মিডিয়ায় মা দুর্গার প্রতিমায় আগুন লাগার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হয় যে ঘটনা কলকাতার, যেখানে কোনও পুজো মণ্ডপে আগুন লেগে গিয়েছে।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "কলকাতা দূর্গা পান্ডালে আগুন লেগেছে।"
আজ তক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ঘটনাটি কলকাতার নয়, এমনকি এখনকারও নয়। ভিডিওটি উত্তর প্রদেশের এবং ২০২৩ সালের।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিও থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তা রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও গোরখপুর নিউজ নামের একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ২০২৩ সালের ২৭ অক্টোবর আপলোড করা হয়েছিল। এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
ভিডিও-র ক্যাপশনে লেখা হয়, এই ঘটনাটি উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলার কুড়াঘাটা তেমাথা এলাকার। যেখানে প্যান্ডেল থেকে মূর্তি নিয়ে যাওয়ার আগের মুহূর্তে সেখানে আগুন লেগে যায় এবং পরে দমকল ডেকে আনা হয়। দমকল আসায় আগুন নেভানো সম্ভব হয়।
এই ভিডিও-র তথ্য ধরে কিওয়ার্ড অনুসন্ধান করা হলে UP NEWS Live24 নামের একটি চ্যানেলেও ওই একই ভিডিও-সহ তথ্য পাওয়া যায়। সেখানে আরও লেখা হয় যে, বিসর্জনের সময় যখন প্রতিমা প্যান্ডেল থেকে বের করা হচ্ছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে।
এই বিষয়ে কিওয়ার্ড সার্চের সময় অমর উজালারও একটি নিউজ রিপোর্ট পাওয়া যায়। সেই রিপোর্ট অনুযায়ী, বিসর্জনের আগে লাগা এই আগুনে প্রতিমার বস্ত্র পুড়ে যায়।
কলকাতায় দুর্গাপুজো চলাকালীন এমন কোনও বড় অগ্নিকাণ্ড ঘটেছিল কিনা এই বিষয়ে সার্চ করা হলে ২৪ সেপ্টেম্বর নিউজ ১৮-এর একটি রিপোর্ট থেকে জানা যায়, শর্ট সার্কিটের জেরে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে একটি আগুন লেগেছিল। দুটো দমকলের ইঞ্জিন এসে আগুনে নিয়ন্ত্রণ আনে।
ফলে সব মিলিয়ে পরিষ্কার হয়ে যায় যে কলকাতায় একটি মণ্ডপে আগুন লাগার ঘটনা ঘটে থাকলেও ভাইরাল ভিডিও-টির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই এবং ভিডিওটি বিভ্রান্তিকর দাবিতে ছড়ানো হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতার একটি দুর্গপুজো মণ্ডপে প্রতিমায় আগুন লেগে গেছে।
ভাইরাল ভিডিওটি ২০২৩ সালের অক্টোবর মাসে, এবং উত্তর প্রদেশের গোরক্ষপুরের।